চৌগাছায় ১১ মাসে ৪৭ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৫

Daily Inqilab যশোর ব্যুরো

১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম

ভারতে স্বর্ণ পাচারের প্রধান রুট হিসেবে যশোরের চৌগাছা উপজেলার সীমান্তগুলো পরিণত হয়েছে। স্বর্ণ চোরাচালানিরা এ সীমান্ত এলাকা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চলতি বছরে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ২৯৭টি স্বণের্র বারসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে। আটক ও উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৪৭ কেজি (৩৭৬০ ভরি)। যার বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১১ মাসে উপজেলার কাবিলপুর, আন্দুলিয়া, মাসিলা, লক্ষিপুর, বল্লভপুর ও দৌলতপুর সীমান্ত থেকে বিজিবি ২৯৭টি স্বণের্র বার আটক ও উদ্ধার করেছেন। যার ওজন প্রায় ৪৭ কেজি। যার বাজার মূল্য প্রায় ৩৭ কোটি ৬০ লাখ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীদের একটি সূত্রে বলছেন, এ সীমান্ত পথে বিজিবির কাছে যে পরিমাণ স্বর্ণ আটক হয়, এর চেয়ে অনেক গুণ বেশি পাচার হয়। চলতি বছরের ২৬ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার মাশিলা সীমান্তের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ নাঈম হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেন বিজিবি সদস্যরা। আটক নাঈম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উজ্জ্বল হোসেনের ছেলে।

২২ আগস্ট সন্ধ্যায় সীমান্তের বড় আন্দুলিয়া থেকে দুইজন পাচারকারীকে আটক করেন বিজিবি। এ সময় তাদের নিকট থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বণের্র বার উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাগুরার শালিকা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম।

৫ জুন সকাল ১০টার দিকে উপজেলার কাবিলপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
১০ এপ্রিল কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম (৩৫) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেন বিজিবির সদস্যরা। এ সময় তার নিকট থেকে প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের ১২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তি উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা।

এদিকে অতিসম্প্রতি উপজেলার শাহজাদপুর সীমান্তের একটি মরিচ ক্ষেতের মাটির নিচ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন বিজিবি। যার বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৩৫ লাখ টাকা। উপজেলার তিলকপুর সীমান্ত থেকে বিজিবির সদস্যরা নাজমুল হোসেন (২২) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেন। এ সময় তার নিকট থেকে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। আটক নাজমুল চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চলতি বছরে বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৪৭ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। তবে এসব স্বর্ণ উদ্ধারের সময় বহনকারী শ্রমিকরাই আটক হন। মূল হোতারা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। আবার স্বর্ণ উদ্ধার ও বহনকারীরা গ্রেফতার হলেও পরবর্তী তদন্তে তারা মুখ না খোলায় মূল হোতাদের মুখোশ উন্মোচন হয় না। ফলে স্বর্ণ পাচার কমছে না। বিভিন্ন সময় গ্রেফতার ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানান, এসব স্বর্ণের মালিক তারা নন, তারা বাহকমাত্র। প্রতিটি বার ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে বহন করেন তারা।

সীমান্তবর্তী বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতে স্বণের্র ওপর অতিরিক্ত শুল্কারোপ, যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ৮৫ কিলোমিটার দূরত্বে কলকাতার অবস্থান, যশোর থেকে চৌগাছা উপজেলার সীমান্তগুলোও কম দূরত্বের মধ্যে হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক বিধায় চোরাচালানিরা এসব পথ ব্যবহার করেন।
গত ২৬ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার মাশিলা সীমান্তের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ নাঈম হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেন বিজিবি সদস্যরা। আটক নাঈম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উজ্জ্বল হোসেনের ছেলে।
এর আগে গত ২০ মে চৌগাছার বড় কাবিলপুর শ্মশানঘাট থেকে ওই গ্রামের শাহআলমে (৪৫) নামের এক ব্যক্তিকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ আটক করেন চৌগাছার শাহাজাদপুর বিজিবি সদস্যরা। স্বর্ণসহ আটকের পর কোরআনের হাফেজ ও কাবিলপুর বাজারে হোমিও ডাক্তার হিসেবে পরিচিত শাহআলম স্বীকার করেন তিনি এর আগেও ৬বার ওই এলাকা দিয়ে স্বর্ণ পাচার করেছেন। সপ্তমবারে অতি আপনজনের দেওয়া তথ্যে তিনি ধরা পড়েন। তবে এসব স্বর্ণ পাচারে জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও মূল হোতারা সবসময় থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।

বাংলাদেশ জুয়েলারি ব্যবসায়ী সমিতি চৌগাছার সভাপতি দিদারুল ইসলাম বলেন, স্বর্ণ চোরাচালানে জড়িত মূল হোতারা আটক হয় না। বিজিবির কাছে যে পরিমাণ স্বর্ণ আটক হয়, এর চেয়ে অনেক বেশি পাচার হয়। এতে আমাদের বদনামও হয়, আমরা ক্ষতিগ্রস্তও হই।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি আন্দুলিয়া কোম্পানী কমান্ডার সুবেদা মজিবুর রহমান বলেন, স্বর্ণসহ বিভিন্ন চোরাচালান রোধে বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট ভেঙে দিতে আমাদের গোয়েন্দা দল কাজ করছে। স্বর্ণ চোরাচালানে যারাই জড়িত থাকুক, তাদের ছাড় দেওয়া হবে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার

ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার

ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ

ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ

গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে

গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে

কুষ্টিয়ায়  স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা