শেরপুর উত্তরে কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি
১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম
আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনায় পরিবেশ দুষণমুক্ত রেখে এক বা একাধিক ব্যবস্থায় কৃষিতে পোকা ও রোগ বালাই দমনই হচ্ছে আইপিএম প্রযুক্তি। যা পরিবেশের ক্ষতি ও কীটপতঙ্গ বৃদ্ধির এক স্তরের নিচে রাখার কৌশল। গত ক’বছর থেকে শেরপুর জেলা (উত্তর) গারো পাহাড়ের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী পাহাড়ি অঞ্চলে আইপিএম প্রযুক্তি ব্যবহার শুরু হয় বলে দৈনিক ইনকিলাবকে জানান শেরপুর কৃষি বিভাগের খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবির।
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার ইনকিলাবকে জানান, এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছেন। গারো পাহাড় ভরে গেছে সবজির আবাদ। লাভবান হচ্ছেন কৃষক। পাহাড়ের সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে ঢাকাসহ অন্যন্য স্থানে। প্রসঙ্গত. এব্যাপারে কর্তৃপক্ষ ২০২১ সালে গারো পাহাড়ের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে ১শ’ একর জমি আইপিএম প্রকল্প চালু করেন। ৫শ’ সবজি চাষীকে ২০ গ্রুপে ভাগ করো হয় বছরব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। পর থেকেই প্রশিক্ষিতসহ চাষিরা আইপিএম পদ্ধতিতে চাষ করে যাচ্ছে। প্রশিক্ষিত চাষিদের কাছে আইপিএম ধারণা নিয়ে অন্য চাষিরাও ব্যাপক চাষ কর যাচ্ছে। এতে উৎপাদন খরচ কমেছে। পরিবেশও ভাল থাকছে। মানুষ পাচ্ছে বিষমুক্ত সবজি। কৃষিতেও আলো ছড়াচ্ছে। ফসলে পোকামাকড় ও রোগ বালাই কমছে। রাসায়নিক বালাইনাশক প্রয়োগে পরিবেশের ভারসাম্য নষ্টসহ মাছ, পাখি, অনুজীব ইত্যাদি বিলুপ্ত হয়। নষ্ট হয় জীব বৈচিত্র। মানুষেরও স্বাস্থ্য সমস্যা বাড়ে। তা থেকে মুক্তি মিলেছে। আগ্রহ বাড়ছে কৃষকদের। পরিবেশবান্ধব ফসল উৎপাদন প্রকল্পটি এখন ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীসহ দেশের ৮ বিভাগের ৬১ জেলার ৩১৭ উপজেলায় চালু হয়। আদর্শ চাষি ঝিনাইগাতীর গোমড়া গ্রামের আনোয়ার হেসেন ও হলদিগ্রামের আব্দুল বাতেন বলেন, আইপিএম পদ্ধতি পাল্টে দিয়েছে সবজি উৎপাদন ব্যবস্থা। সবজি উৎপাদনে নেটহাউজ স্থাপন, যান্ত্রিক উপায়ে ফসলের ক্ষতি হয় এমন শত্রু পোকা দমনই এ পদ্ধতি। ফলে উপকারী পোকা, মাছ, ব্যাঙ, পশু, পাখি, গুইসাপসহ নানা উপকারী জীব রক্ষা পায়। কেঁচোসার, গোবরসার কম্পোস্টসহ জৈবসার ব্যবহার করে লালশাক, কচু, কলমি শাক, পটল, করলা, মিষ্টিকুমড়া, লাউ, কলাসহ অন্যান্য সবজি ফলানো হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার আরো বলেন, এতে ক্ষতিকর রোগবালাই দমনে বাঁশ পদ্ধতি, ফেরোমন ফাঁদ, ফেরোমন লিউর, আলোর ফাঁদ, গোবর, হলুদ আঠালো ফাঁদ, জালসহ বিভিন্ন উপায় ব্যবহার করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয়ও কমে যাচ্ছে। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে রাসায়নিক কীটনাশক মুক্ত ‘নিরাপদ সবজি বাজার’ এখনও জনপ্রিয়। অসংখ্য কৃষক জৈব সার তৈরি করে লাভবান হচ্ছে। প্রশংসা পাচ্ছে শেরপুর জেলা উত্তরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা কৃষকগণ।
অন্যান্য উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তাগণ জানান, বালাই ব্যবস্থাপনায় চাষিরা এপদ্ধতি সাদরে গ্রহণ করছে। গারো পাহাড়ি বিশাল এলাকা জুড়ে চাষিরা ওই পদ্ধতিতে সবজি উৎপাদন করছে। সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ, কৃষি, কৃষক ও জনস্বার্থের উন্নতি সাধন হচ্ছে। এপদ্ধতির সুফল চাষিদের কাছে পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার
ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ
গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা