ভারতে বসে বেতন-ভাতা নিচ্ছেন চৌগাছার উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস
২২ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
যশোরের চৌগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস ভারতে বসে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। গতকাল মঙ্গলবার উপজেলার জগদিশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকজন কৃষক এমন অভিযোগ করেন। এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, তিনি অফিসিয়ালি কোনো ছুটি না নিয়েই ভারতে অবস্থান করছেন।
উপজেলার জগদিশপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস অফিসিয়ালি কোনো ছুটি না নিয়েই ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ভারতে বসে নিয়মিত বাংলাদেশের সরকারি বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। অফিসকে ম্যানেজ করে তিনি অবৈধভাবে সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জগদিশপুর ইউনিয়নের মির্জাপুর, কান্দি, স্বর্পরাজপুর, আড়কান্দি ও জগশিপুর গ্রামের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস। এ এলাকার কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, তাকে আমরা চিনি না। তাকে কোন দিন মাঠে দেখা যানি। অথচ তিনি এই এলাকার বলে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করছেন।
একটি সূত্রে প্রকাশ, তিনি বাংলাদেশে সরকারি চাকুরি করেন অথচ তারা স্ত্রী সন্তান সকলেই ভারতে বসবাস করেন। তিনি ভারতের কৃষ্ণনগর পৌর শহরে একটি ৬ তলা বিশিষ্ট বাড়ী করেছেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন বেতন তুলতে।
ভারতে বসেই তিনি নভেম্বর মাসে অক্টোবর মাসের বেতন-ভাতা পেয়েছেন। বিধান অনুযায়ী বেতন পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী অনলাইনে নিজ নিজ আইডিতে গোপন পার্সওয়ার্ড ব্যাবহার করে প্রতি মাসের ২০ থেকে ২৬ তারিখের মধ্যে আবেদন করতে হয়। এর প্রেক্ষিতে তাদের বেতন পরের মাসের ২ থেকে ৫ তারিখের মধ্যে তুলতে পারেন। কিন্তু তিনি ভারতে থাকা অবস্থায় তার ব্যাংক হিসাব নম্বরে অক্টোবর মাসের বেতন-ভাতা পৌঁছে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কৃষকই অভিযোগ করে বলেন, তিনি মাঠে না আসলেও ভারতে বসেই সরকারি সকল সুবিধাদি ভোগ করে চলেছেন। তবে অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভারতে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, তিনি অফিসিয়ালি কোনো ছুটি না নিয়েই ভারতে অবস্থান করছেন। এমন খবর আমি শুনেছি। তার হিসাব নম্বরে বেতন-ভাতাও দেয়া হয়েছে সব সঠিক। তিনি দেশে না ফিরলে আগামী মাস থেকে আর তার বেতন-ভাতা দেয়া হবে না। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্তপূর্বক বিধি মোতাবেক ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা