ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
পণবন্দিদের মুক্তির আভাস হাসপাতালগুলোতে আটকা পড়েছেন চিকিৎসক ও রোগীরা ইসরাইলের নিন্দা না করায় জাতিসংঘ প্রধানকে তোপ রাশিয়ার

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২২ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

হামাসের হামলার বদলা নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে দখলদার ইসরাইল। ইতিমধ্যেই গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরাইলি সেনা। লাগাতার চলছে মৃত্যুমিছিল। আন্তর্জাতিক মঞ্চে বারবার যুদ্ধবিরতির দাবি উঠলেও তা নাকচ করে দিয়েছে তেল আভিভ। কিন্তু সাময়িকভাবে হলেও এবার নাকি যুদ্ধ থামাতে ইসরাইল! এমনটাই দাবি করলেন খোদ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ। তবে কি গাজার আকাশ থেকে সরতে চলেছে যুদ্ধের কালো মেঘ?

গতকাল টেলিগ্রামে হানিয়েহ বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার খুবই কাছাকাছি রয়েছি।’ জানা গিয়েছে, হামাসের হাতে পণবন্দি ইসরাইলিদের মুক্তি দেয়ার বদলে সাময়িকভাবে যুদ্ধ থামাতে সম্মত হতে পারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এই চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করছে কাতার। এই কাতারেই রয়েছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর কার্যালয়। পণবন্দিদের মুক্তি ব্যাপারে সোমবার আশা প্রকাশ করেছেন ইসরাইলের ‘বন্ধু’ দেশ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। যুদ্ধবিরতির চুক্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করছি পণবন্দিদের মুক্তির চুক্তিটির অগ্রগতি হচ্ছে।’

গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য ইসরাইলের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। কিন্তু চাপের মুখেও নিজের সিদ্ধান্তে অনড় ইসরাইলের প্রধানমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ততদিন পর্যন্ত গাজায় জ্বালানি সরবরাহ করা হবে না, যুদ্ধবিরতি ঘোষিত হবে না, যত দিন না হামাসের হাতে আটক ২৪০ জন ইসরাইলি পণবন্দিকে মুক্তি দেয়া হচ্ছে। ফলে এদিন হানিয়েহর বক্তব্যের পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কি তাহলে থামবে মৃত্যুমিছিল? যদিও এ চুক্তির বিষয়ে ইসরাইলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

হাসপাতালগুলোতে আটকা পড়েছেন চিকিৎসক ও রোগীরা : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, উত্তর গাজার হাসপাতালগুলো পুরোপুরি বন্ধ। তারপরেও সেখানে ভর্তি রোগীর হার ১৯০ শতাংশে পৌঁছেছে। গতকাল ইসরাইল আল-শিফা হাসপাতালে ফের বোমা হামলা করে এবং এর কিছু অংশ ধ্বংস করে। ইতিমধ্যে, ইন্দোনেশিয়ার হাসপাতাল থেকে নাসের হাসপাতালে প্রায় ১২০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইন্দোনেশিয়ান হাসপাতালের ভিতরে থাকা রোগীদের জীবন আশঙ্কার মধ্যে ফেলেছে। সেখানে ২০০ জন চিকিৎসা কর্মী এবং ২ হাজার জনের বেশি আশ্রয় নেয়ার পাশাপাশি এখনও ৪০০ জনেরও বেশি আহত ব্যক্তি রয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী এখনও আল-শিফা হাসপাতাল অবরোধ করে রেখেছে যেখানে এখনও ৭০০ জনেরও বেশি লোক বন্দী রয়েছে। এটি ভেতরে থাকা সবার জন্য কবরস্থানে পরিণত হয়েছে। ইসরাইলি বোমাবর্ষণ অবিরাম অব্যাহত রয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী আরও বলেছে যে, তারা উত্তর গাজার জাবালিয়া ঘেরাও সম্পন্ন করেছে। এদিকে, ইসরাইল দূতাবাসের ভাগ্য নির্ধারণের জন্য সংসদীয় ভোটের আগে ‘পরামর্শের জন্য’ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় ১৩,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরাইলে হামাসের হামলায় সরকারিভাবে মৃতের সংখ্যা প্রায় ১,২০০।

ইসরাইলের নিন্দা না করায় জাতিসংঘ প্রধানকে তোপ রাশিয়ার : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার নিন্দা করতে অস্বীকার করার মাধ্যমে রাজনীতির খেলা খেলছেন, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন।

‘গাজার আবাসিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর নির্মম ও নির্বিচার হামলার মধ্যে (জাতিসংঘ) মহাসচিবের সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল সবার কাছে স্পষ্ট, যা ইতিমধ্যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে। তবুও, মহাসচিব ইসরাইলকে নিয়ম লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত করতে এবং তাদেরকে কালো তালিকাভুক্ত করার কোনো চেষ্টা করছেন না,’ রাশিয়ান স্টেট ডুমা (সংসদের নিম্নকক্ষ) কমিশনের একটি বৈঠকে নেবেনজিয়া উল্লেখ করেছেন, যেখানে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কিয়েভ শাসনের অপরাধ খতিয়ে দেখা হচ্ছে, যা বিশ্ব শিশু দিবসকে উৎসর্গ করা হয়েছিল।

রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, ইউক্রেনীয় শিশুদের নির্বাসনে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ লজ্জাজনক। ‘আমি ভাবছি যে আমরা এই তথাকথিত আদালতে গাজায় গণহত্যার অনুমোদনকারী ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে দেখব কি না? আচ্ছা, সেখানে শিশুরা কেবল বিতাড়িতই হচ্ছে না; তারা বিমান ও কামান হামলায় নিহতও হচ্ছে, যেখানে মার্কিন-তৈরি অস্ত্র জড়িত,’ নেবেনজিয়া উল্লেখ করেছেন। সূত্র : আল-জাজিরা, বিবিসি, তাস।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার