পণবন্দিদের মুক্তির আভাস হাসপাতালগুলোতে আটকা পড়েছেন চিকিৎসক ও রোগীরা ইসরাইলের নিন্দা না করায় জাতিসংঘ প্রধানকে তোপ রাশিয়ার

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২২ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

হামাসের হামলার বদলা নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে দখলদার ইসরাইল। ইতিমধ্যেই গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরাইলি সেনা। লাগাতার চলছে মৃত্যুমিছিল। আন্তর্জাতিক মঞ্চে বারবার যুদ্ধবিরতির দাবি উঠলেও তা নাকচ করে দিয়েছে তেল আভিভ। কিন্তু সাময়িকভাবে হলেও এবার নাকি যুদ্ধ থামাতে ইসরাইল! এমনটাই দাবি করলেন খোদ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ। তবে কি গাজার আকাশ থেকে সরতে চলেছে যুদ্ধের কালো মেঘ?

গতকাল টেলিগ্রামে হানিয়েহ বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার খুবই কাছাকাছি রয়েছি।’ জানা গিয়েছে, হামাসের হাতে পণবন্দি ইসরাইলিদের মুক্তি দেয়ার বদলে সাময়িকভাবে যুদ্ধ থামাতে সম্মত হতে পারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এই চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করছে কাতার। এই কাতারেই রয়েছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর কার্যালয়। পণবন্দিদের মুক্তি ব্যাপারে সোমবার আশা প্রকাশ করেছেন ইসরাইলের ‘বন্ধু’ দেশ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। যুদ্ধবিরতির চুক্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করছি পণবন্দিদের মুক্তির চুক্তিটির অগ্রগতি হচ্ছে।’

গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য ইসরাইলের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। কিন্তু চাপের মুখেও নিজের সিদ্ধান্তে অনড় ইসরাইলের প্রধানমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ততদিন পর্যন্ত গাজায় জ্বালানি সরবরাহ করা হবে না, যুদ্ধবিরতি ঘোষিত হবে না, যত দিন না হামাসের হাতে আটক ২৪০ জন ইসরাইলি পণবন্দিকে মুক্তি দেয়া হচ্ছে। ফলে এদিন হানিয়েহর বক্তব্যের পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কি তাহলে থামবে মৃত্যুমিছিল? যদিও এ চুক্তির বিষয়ে ইসরাইলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

হাসপাতালগুলোতে আটকা পড়েছেন চিকিৎসক ও রোগীরা : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, উত্তর গাজার হাসপাতালগুলো পুরোপুরি বন্ধ। তারপরেও সেখানে ভর্তি রোগীর হার ১৯০ শতাংশে পৌঁছেছে। গতকাল ইসরাইল আল-শিফা হাসপাতালে ফের বোমা হামলা করে এবং এর কিছু অংশ ধ্বংস করে। ইতিমধ্যে, ইন্দোনেশিয়ার হাসপাতাল থেকে নাসের হাসপাতালে প্রায় ১২০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইন্দোনেশিয়ান হাসপাতালের ভিতরে থাকা রোগীদের জীবন আশঙ্কার মধ্যে ফেলেছে। সেখানে ২০০ জন চিকিৎসা কর্মী এবং ২ হাজার জনের বেশি আশ্রয় নেয়ার পাশাপাশি এখনও ৪০০ জনেরও বেশি আহত ব্যক্তি রয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী এখনও আল-শিফা হাসপাতাল অবরোধ করে রেখেছে যেখানে এখনও ৭০০ জনেরও বেশি লোক বন্দী রয়েছে। এটি ভেতরে থাকা সবার জন্য কবরস্থানে পরিণত হয়েছে। ইসরাইলি বোমাবর্ষণ অবিরাম অব্যাহত রয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী আরও বলেছে যে, তারা উত্তর গাজার জাবালিয়া ঘেরাও সম্পন্ন করেছে। এদিকে, ইসরাইল দূতাবাসের ভাগ্য নির্ধারণের জন্য সংসদীয় ভোটের আগে ‘পরামর্শের জন্য’ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় ১৩,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরাইলে হামাসের হামলায় সরকারিভাবে মৃতের সংখ্যা প্রায় ১,২০০।

ইসরাইলের নিন্দা না করায় জাতিসংঘ প্রধানকে তোপ রাশিয়ার : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার নিন্দা করতে অস্বীকার করার মাধ্যমে রাজনীতির খেলা খেলছেন, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন।

‘গাজার আবাসিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর নির্মম ও নির্বিচার হামলার মধ্যে (জাতিসংঘ) মহাসচিবের সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল সবার কাছে স্পষ্ট, যা ইতিমধ্যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে। তবুও, মহাসচিব ইসরাইলকে নিয়ম লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত করতে এবং তাদেরকে কালো তালিকাভুক্ত করার কোনো চেষ্টা করছেন না,’ রাশিয়ান স্টেট ডুমা (সংসদের নিম্নকক্ষ) কমিশনের একটি বৈঠকে নেবেনজিয়া উল্লেখ করেছেন, যেখানে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কিয়েভ শাসনের অপরাধ খতিয়ে দেখা হচ্ছে, যা বিশ্ব শিশু দিবসকে উৎসর্গ করা হয়েছিল।

রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, ইউক্রেনীয় শিশুদের নির্বাসনে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ লজ্জাজনক। ‘আমি ভাবছি যে আমরা এই তথাকথিত আদালতে গাজায় গণহত্যার অনুমোদনকারী ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে দেখব কি না? আচ্ছা, সেখানে শিশুরা কেবল বিতাড়িতই হচ্ছে না; তারা বিমান ও কামান হামলায় নিহতও হচ্ছে, যেখানে মার্কিন-তৈরি অস্ত্র জড়িত,’ নেবেনজিয়া উল্লেখ করেছেন। সূত্র : আল-জাজিরা, বিবিসি, তাস।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা

ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা

মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা