ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

আওয়ামী লীগের মনোনয়ন ক্রয়ের সংখ্যা কমেছে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ৪ দিনের মনোনয়ন ফরম বিক্রি গতকাল মঙ্গলবার শেষ করেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। এই ৪ দিনে আওয়ামী লীগ ফরম বিক্রি করেছে ৩৩৬২টি। এর মধ্যে ১২১টি ফরম বিক্রি হয়েছে অনলাইনে। বাকি ৩২৪১টি মনোনয়ন ফরম সরাসরি বিক্রি করেছে দলটি। যার মধ্যে দিয়ে আওয়ামী লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।

বিকালে দলের মনোনয়ন ফরম বিক্রি শেষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। দলের ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই ৪ দিন দলীয় মনোনয়ন ফরম বিক্রি করার মধ্য দিয়ে ছিল ব্যাপক উৎসব মুখর পরিবেশ। শেষ দিনে এসেও ব্যাপক ভির লক্ষ্য করা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। শেষ দিনে ছিল মনোনয়ন ফরম জমা দেওয়ার হিরিক। শেষদিন গতকাল ৩৪৫টি মনোনয়ন ফরম বিক্রি থেকে দলের আয় হয় ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে। এ ছাড়া প্রথম তিন দিনে মোট ৩ হাজার ১৯টি মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। এতে মোট ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে। জানা গেছে, এবার ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রথম দিন শনিবার এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় দিনে এক হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। তৃতীয় দিনে দলটি ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আয় করে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

শেষ দিনেও সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। এ দিন ফরম কেনার চেয়ে জমা দিতে মনোনয়নপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করে তাদের ফরম জমা দিচ্ছেন। অনেকে ফরম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ের কারণে জমা দেওয়ার বুথ পর্যন্ত আসতেই বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে নৌকার টিকিট পেতে উৎসব মুখর পরিবেশে ফরম জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে এবং জমা দিতে অনুসারীদের নিয়ে দলে দলে দলীয় কার্যালয়ের সামনে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় নির্দেশনা উপেক্ষা শেষ দিনেও অনেকে মিছিল নিয়ে, সমর্থকদের অনেকে প্লাকার্ড হাতে, টি-শার্ট পরে আসনে। ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। ভেতরে প্রবেশের সময় ধস্তাধস্তি হতে দেখা গেছে। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

দলীয় সূত্র জানিয়েছে, ঢাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে মোট ৩টি মনোনয়ন কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা-৬, ঢাকা-৮ ও ঢাকা-১৪। এর আগে তিনি মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসন থেকে বাহাউদ্দিন নাছিমের পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। শেষ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলা। ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন সিমলা। এ ছাড়া লক্ষ্মীপুর-২ ও কুমিল্লা-২ আসন থেকে দলের মনোনয়ন ফরম ক্রয় করেছেন মানব পাচার ও অর্থ পাচারের দায়ে দণ্ডিত সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম। ঢাকা-৮ আসন থেকে দলের মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে ৩টি আত্নীয়দের দিয়ে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। তবে গতকাল দুপুরে পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন সাকিব। সাকিব মনোনয়ন কিনেছিলেন ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে। এই তিন আসনেই আজ মনোনয়ন ফরম জমা দেন তিনি।দুপুরের পর সচিবালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্টে এলাকা হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রবেশ করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে আসেন তিনি। একই আসনে ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিমকে তার স্থলাভিষিক্ত করতে হাজার হাজার নেতা-কর্মীকে সঙ্গে আসেন তিনি। হাজী সেলিম ও তাঁর ছেলে সোলায়মান সেলিম দুজনই ছাদখোলা প্রাডো গাড়িতে ছিলেন। এ সময় হাত নেড়ে আশপাশে থাকা নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তারা। পাশেই ক্যারেট থেকে পথচারী ও সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ছুড়ে দেন ছোট কমলা। এ ছাড়া বরিশাল-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল।

মনোনয়ন বিক্রির শেষ দিনে মঙ্গলবার নেত্রকোনা-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা। একই দিনে মনোনয়ন ফরম জমাও দিয়েছেন তিনি। দলের দু:সময়ে তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান আমলে নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপশি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত আওয়ামী লীগের এই নেতা। মনোনয়ন সংগ্রহের প্রসঙ্গে শামছুজ্জোহা বলেন, আমি নেত্রকোনা-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। দু:সময়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলে নির্বাচন করবো। নেত্রকোনার মানুষ আমার সঙ্গে আছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নেত্রকোনা-২ আসনের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযোদ্ধের লড়াই করেছি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন নির্লোভ জীবন-যাপন করেছি। দলের জন্য একাধিক বার নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে। বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা আমায় মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার