খুলনা নোনা ভূমিতে মিঠা ফল, লাভবান কৃষক
২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
খুলনা জেলার দক্ষিণে কয়রা উপজেলা। সেখানে এক সময় নোনা পানিতে তলিয়ে থাকতো। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় সকল গাছপালা মরে যায়। সে সময় এ উপজেলা মরুভূমিতে পরিণত হয়। আর জোয়ারের সময় কপোতাক্ষ, শাকবাড়িয়া এবং কয়রা নদীর নোনা পানির সাথে মিলে হতো একাকার। তখন কোনটা বিল, কোন রাস্তা এবং কোনটা বাড়ির উঠান কিছুই বোঝা যেত না। এখন নোনা পানির সেই ভূমিতে সোনা ফলছে। উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামের মো. মোসাররফ হোসেন গাজী তেমনই এক উদাহরণ। প্রলঙ্কারী ঘূর্ণিঝড় আইলার পর থেকে তিনি তার তিন বিঘা জমিতে বাগদার পোনার নার্সারী করতেন। এ ব্যবসায় তিনি কোন বছরে লাভবান হতেন আবার কোন বছর লোকসানের মুখে পড়তেন। বছরজুড়ে তিনি থাকতেন দুশ্চিন্তা আর পাওনা টাকা আদায়ের তাগিদে। চলতি বছরের আষাঢ় মাস হতে তিনি ওই নার্সারীতে মিষ্টি (স্বাদু) পানির মাছের ঘের শুরু করেন। একইসাথে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে ঘেরের আইলে সবজি চাষাবাদ করেন। পরে ঘেরে আইলে অসময়ের তরমুজের বীজ বপন করেন। ক’দিন বাদে সেই বীজ থেকে তাজা গাছের উকি দিতে দেখে আগ্রহ বাড়ে মোসারফের। পরিচর্যা শুরু করেন এবং অন্য শাক ও বিভিন্ন ধরণের সবজির চাষাবাদও করেন। ঘেরের আইলের পাশ দিয়ে পানির ওপরে করে বাঁশ, কুঞ্চি এবং নেট দিয়ে মাচা করে দেন। মাস দেড়েক পর সেই মাচা ভরে যায় সবুজ গাছে আর ফুলে। আর ক’দিন বাদে তরমুজ ঝুলে পড়ে মাচার নিচে। তখন নেটের ব্যাগ দিয়ে প্রতিটি তরমুজ বেধে দেন তিনি।
অন্যদিকে পানিতে তখন নাইলোটিকা, রুই, কাতলার লাফালাফি শুরু হয়। মন ভরে যায় কৃষকের। আশপাশের এলাকার মানুষরা দেখতে আসে, নোনা ভূমিতে মিষ্টি তরমুজ আর স্বাদু পানির মাছ দেখতে। কয়েকদিন আগে ওই গাছ থেকে ৯৭ হাজার টাকার তরমুজ বিক্রি করেন তিনি। আরও কিছু বিক্রির আসা করছেন তিনি। একইসাথে ঘেরের মাছ বিক্রি হয়েছে লক্ষাধিক টাকার। আরো দেড় লাখ টাকার মাছ বিক্রির আসা করছেন তিনি।
কৃষক মো. মোসাররফ হোসেন গাজী জানান, একসময় আমি বাগদা মাছের নার্সারী করতাম। লাভ হবে কিনা। ভেড়ি বাঁধ ভাঙ্গলো কিনা। বাকী টাকা উদ্ধার হবে কিনা। এমন অনেক টেনশন হতো। আষাঢ় মাস থেকে একটা বড় ঝুঁকি নেই। আমার মোড় ঘুরে গেছে। কোন টেনশন নেই। ঘরে বসে, ঘুরে ফিরে আমার ইনকাম বেড়েছে। আমাকে দেখে এখন এলাকার অনেকেই এভাবে স্বাদু পানির মাছ, সবজি চাষাবাদে আগ্রহ দেখাচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কয়রার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামের মো. মোসাররফ হোসেন গাজীসহ স্থানীয় অনেকেই নোনা পানির ঘের করতো। আমাদের পরামর্শে এখন তারা স্বাদু পানির ঘের করছে। একইসাথে ঘেরের আইলে বিভিন্ন ধরনের শাক, সবজির চাষাবাদ করছে। তারা নিজেরা লাভবান হচ্ছে। অনেকেই আগ্রহ দেখাচ্ছে। স্থানীয় অনেক ঘের মালিক তারা আমাদের সাথে যোগাযোগ করছে মিঠা পানির মাছ চাষাবাদ এবং সবজির আবাদ করার জন্য। আমাদের পক্ষ থেকে সব ধরণের সহায়তা রয়েছে আমরা করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেটকে কঠিন লক্ষ্য দিল চট্টগ্রাম
পীরগনজ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ চিকিৎসক সহ ৫৫ পদ শূন্য - সেবা ব্যহত
মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকের বদলির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত
হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ
মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ
শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা
গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট