অবরোধবিরোধী বিক্ষোভ আওয়ামী লীগের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। আর অবরোধে এখন সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আগামী নির্বাচনের আগে এর মধ্যে আওয়ামী লীগের ৪ দিনের মনোনয়ন বিক্রি শেষ হয়েছে গত মঙ্গলবার। গতকাল দলের সংসদীয় বোর্ডে বৈঠকের প্রথম দিনও পার করেছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থানের বাদ দেয় নি দলীয় নেতা-কর্মীরা। সক্রিয় অবস্থায় থেকে বিএনপির অবরোধের বিরুদ্ধে ঢাকার বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয় এবং রাজধানীর প্রবেশপথে অবরোধী বিরোধী অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা-ওয়ার্ডের নেতারা। এদিন সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের হয়ে জিপিও পল্টন মোড় মুক্তাঙ্গন পর্যন্ত মিছিল করেন দলের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও গিয়াস উদ্দিন সরকার পলাশ প্রমুখ।

বিএনপির অবরোধের প্রতিবাদে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন। সকাল ১০টায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রিপনের নেতৃত্বে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পর অবস্থান কর্মসূচিও পালন করা হয়। মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্থানীয় থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ দিকে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বেও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সানারপাড়, সাইনবোর্ড মেইন রোড এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান ও অবরোধ বিরোধী মিছিল কর্মসূচি পালন করে। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ দিকে বিএনপির অবরোধেরন বিরুদ্ধে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। সকাল ৯ টা থেকে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পালন করা হয় অবস্থান কর্মসূচী। দুপুর দুপুর ১২ টায় সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়, জিরো পয়েন্ট হয়ে পুনরায় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় এসে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেন মুজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক, মানিক কুমার ঘোষ, যুগ্ন সাধারন সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, শাহজালাল মুকুল, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।

দুপুরে বিএনপির অবরোধের প্রতিবাদে আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি পালন করে যুবলীগও। এরই অংশ হিসেবে মিরপুরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাসম পরশ।

এ সময় তিনি বলেন, বাংলার যুব সমাজের বিএনপির নিবন্ধন বাতিল করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি অত্যন্ত প্রাসঙ্গিক, ন্যায়সঙ্গত এবং যৌক্তিক। তিনি আরো বলেন, বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। ওদের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং করবে। এখন ওই অবৈধ সংগঠনের মূল উদ্দেশ্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। পরশ বলেন, বিএনপির মতো অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। অন্য বিরোধী দল সৃষ্টি হবে। বিকল্প বিরোধী দল, স্বাধীনতার সপক্ষের বিরোধী দল আমরা স্বাগত জানাই। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা জামায়াত বিরোধী, এমন বিরোধী দল আজকে যুব সমাজের প্রত্যাশা। যারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদের বিশ্বাসী সেই রকম রাজনৈতিক দল বাংলাদেশ প্রত্যাশা করে। যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত প্রমুখ। সকাল ১১টায় ঢাকার উওরা জসিমউদ্দীন রোডের মাথায় ও ৪ নং সেক্টরে বিভিন্ন সড়কে মিছিল করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর উত্তর শাখা। সভাপতি নুরুজ্জামান ভুট্টা ও সধারন সম্পাদক নাজমুল ইসলাম মোল্লার নেতৃত্বে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশও করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত

কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত

হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ

হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ

মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ

মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ

শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা

শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা

গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি

গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে