একই পরিবারের ৪ জনসহ নিহত ১৫
২৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ছয় জেলায় পৃথক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ নিহত হয়েছেন ১৫ জন। এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। গতকাল শনিবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের চারজনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়। মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. এমএ জলিল। নিহতরা হলেন, গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের কান্তপুর গ্রামের ইনসাফ আলী, তার ছেলে লাবু মিয়া, মেয়ে পারভিন বেগম ও নাতনি শারমিন এবং মকিমপুর গ্রামের সিএনজি চালক মোখলেসুর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি যাত্রী নিয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা টিসিবির পণ্যবাহী একটি ট্রাক নাটোরে যাচ্ছিল। মহাসড়কের পুঠিয়া অংশের বেলপুকুর এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হলে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুরে টহল পিকআপ ভ্যান উল্টে পুলিশের এক সদস্য নিহত ও উপ-পরিদর্শকসহ অপর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবারে ভোর রাত পৌনে চারটার দিকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেয়া সময় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, শুক্রবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে চারটার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেয়ার সময় অজ্ঞাতনামা লরি ডিউটিতে থাকা পুলিশবহনকারী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিক আপ ভ্যানে থাকা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় বিজিবি ব্যাটালিয়ন সদরের সামনের সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক। গতকাল শনিবার সকালে এঘটনা ঘটে। গুরুতর আহত প্রাইভেটকারের চালক রফিকুল ইসলাম সজীবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এলাকার অসীম কুমার বিশ্বাস ও পশ্চিমবঙ্গের কারিনপুর এলাকার ছবি বিশ্বাস। নিহতরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে। আহত প্রাইভেট কার চালক রফিকুল ইসলাম সজীব খুলনার ফুলবাড়িগেট এলাকার বাসিন্দা।
ফেনী জেলা সংবাদদাতা জানান, ফুলগাজীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ফুলগাজী-ছাগলনাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালক সাইফুল ইসলাম ও মোহাম্মদ আনাস। এছাড়া আহত হয়েছেন তিনজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা একরামুল হক তার পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের বাইপাস সড়কে শনিরহাট নামক স্থানে পিকআপ-সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক ও এক শিশু যাত্রীর মৃত্যু হয়।
আরিচা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে ট্রাকের ধাক্কায় রকিব উদ্দিন মুন্সী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে ফেরিতে উঠার সময় এ দুর্ঘটনা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাই হাইওয়ে থানার এস আই মো. আনোয়ার হোসেন।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর থানার রায়পুর এলাকার মালেক বেপারী ছেলে শফিকুল ইসলাম, একই থানার সৌখেতু পাড়া এলাকার আবুল কালামের পুত্র আলমগীর হোসেন, অপরজন ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ুন কবির ছেলে মাসুদ মিয়া।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর
ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম