দ্রুত রায়ের দিকে এগোচ্ছে শ্রম আদালতের মামলা
২৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে ‘রায়’ ঘোষণার দিকে এগিয়ে চলছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা। মামলার বর্তমান পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যুক্তি উপস্থাপনের কথা রয়েছে।
গত ২০ নভেম্বর ধার্যকৃত তারিখ অনুযায়ী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন যুক্তি উপস্থাপন করবেন বলে জানা গেছে। মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হলেও স্বেচ্ছায় সশরীরে আদালতে উপস্থিত থাকছেন তিনি।
এর আগে গত ১৬ই নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে বাদীপক্ষের প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এতে অংশ নিতে আদালতে হাজির ছিলেন ড. ইউনূস। শ্রম ও কলকারখানা অধিদফতরের পক্ষে এরই মধ্যে যুক্তি উপস্থাপন করা হয়েছে। এখন চলছে ড. মুহাম্মদ ইউনূস এবং অপর ৩ বিবাদীদের পক্ষে যুক্তি উপস্থাপন। গতকাল প্রথম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। পরবর্তী যুক্তি উপস্থাপনের তারিখ ধার্য করা হয়েছে আগামি রোববার।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার বিচার। এ বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি আগেও বলেছি, ড. ইউনূসের মামলাটি মেট্টো রেলের চেয়েও ১০ গুণ বেশি গতিতে তারিখ পড়ছে। এখন মেট্টো রেলই শুধু নয়-বোয়িং বিমানের চেয়েও ১০ গুণ বেশি গতিতে এই মামলায় তারিখ পড়ছে। এক মাসে এই মামলার ৬টি ডেট দিয়েছেন আদালত। অথচ এই আদালতেই ৫ বছর, ১০ বছর আগের মামলা এখনো পড়ে আছে। সাক্ষী হচ্ছে না। ফলে বিচার পাচ্ছে না ভুক্তভোগীরা। মামলাটির কার্যক্রম চলছে অবিশ্বাস্য দ্রুতগতিতে।
যুক্তি উপস্থাপনকালে ড. মুহাম্মদ ইউনূসের কৌঁসুলি বলেন, যে তিনটি অভিযোগ লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে- এই তিনটি অভিযোগ লঙ্ঘনের সঙ্গে ড. ইউনূসের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি জেরার সময় মামলার বাদী নিজেই স্বীকার করেছেন। অন্যরাও বলেছেন- ওনার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কারও সংশ্লিষ্টতা না থাকে তা হলে তাকে কেন আসামি করা হলো? যুক্তিতর্ক উপস্থাপনে বাদীপক্ষ যা বলেছে যদি আইন ঠিক থাকে। আইন অনুযায়ী যদি বিচার হয় পৃথিবীতে কোনো শক্তি নেই এই মামলায় শাস্তি প্রদান করার। খালাস দেয়া ছাড়া গত্যন্তর নেই।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে এ মামলা করেন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয় মামলাটিতে। এতে প্রয়োগ করা হয় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারা। ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো: শাহজাহানকে বিবাদী করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর
ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম