চট্টগ্রামে অবরোধে বিএনপির মিছিল-পিকেটিং গ্রেফতার ৪
২৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৭ম দফা অবরোধের গতকাল সোমবার দ্বিতীয় দিনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। গতকাল আরও চার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জামায়াতের উদ্যোগেও নগরীতে মিছিল ও পিকেটিং হয়। বিএনপির সমাবেশ থেকে বক্তারা বলেছেন, নির্বাচনের নামে প্রহসন প্রতিহত করা হবে। একতরফা নির্বাচন দেশবাসী হতে দেবে না। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন।
অবরোধের সমর্থনে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহর নেতৃত্বে প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল এলাকায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়। বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন ও জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলালের নেতৃত্বে বটতলী বাজার এলাকায় ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়। মহানগর বিএনপি নেতা ইকবাল হোসেন ও ডবলমুরিং থানা যুবদলের আহ্বায়ক বজল আহমেদের নেতৃত্বে হালিশহর সড়কে ডবলমুরিং থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এবং পিকেটিং করেন।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে জিইসি নাসিরাবাদ এলাকায় মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন ও খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেনের নেতৃত্বে পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। যুবদলের উদ্যোগে পাহাড়তলী বাজার ও বার কোয়াটার এলাকায় মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং হয়। মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে প্রবর্তক মোড়ে, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বায়েজিদ এলাকায়, মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে কদমতলী নাজিরপুল চৌমুহনী এলাকায় মিছিল ও পিকেটিং হয়।
দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে চন্দনাইশ সড়কে, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে বাঁশখালী পেকুয়া সড়কে, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাঁশখালী সড়কে মিছিল ও পিকেটিং হয়। অবরোধের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পটিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে অবরোধকে কেন্দ্র করে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাহাড়তলী থানা বিএনপি নেতা মনির আহম্মেদ ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনকে পাহাড়তলী থানা, আইন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দীনকে বাকলিয়া থানা, উত্তর জেলা ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামকে আমান বাজার থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। মহানগর ও জেলায় ২৮ অক্টোবরের পর ৫৬টি মামলায় ১২ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা