গাজায় যুদ্ধবিরতি সম্প্রসারণে আন্তর্জাতিক চাপ বাড়ছে
২৮ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম
মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সাথে টেলিফোন কথোপকথনের পরে বলেছেন যে, তিনি গাজা উপত্যকায় চার দিনের মানবিক বিরতির সম্ভাব্য সম্প্রসারণের বিষয়ে রাজি হতে পারেন যদি প্রতিদিন দশজন অতিরিক্ত জিম্মিকে মুক্তি দেয়া হয়।
তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন যে, তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে গাজা উপত্যকা থেকে জিম্মিদের আরেকটি গ্রুপের মুক্তির বিষয়ে আলোচনা করেছেন যাকে তিনি ‘খুব আবেগপূর্ণ’ কথোপকথন বলেছেন। ‘তাছাড়া, আমি এটাও বলতে চাই যে প্রতিদিন আমাদের আরও দশটি জিম্মিকে মুক্ত করার উপায় রয়েছে। এটি একটি বিস্ময়কর বিষয়,’ বলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। যদিও তিনি উল্লেখ করেছিলেন যে, বিরতি শেষ হওয়ার পরে ইসরাইল যে কোনও অবস্থায় অবরুদ্ধ উপত্যকায় ফের সামরিক অভিযান শুরু করতে চায়।
‘আমি প্রেসিডেন্টকে (বাইডেন) বলেছিলাম যে, চুক্তিটি সম্পন্ন হওয়ার পরে আমরা সমস্ত শক্তি নিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছতে ফিরে আসব: হামাসকে নির্মূল করা, গাজা যা ছিল সেখানে ফিরে আসবে না তা নিশ্চিত করতে, এবং, অবশ্যই, আমাদের সমস্ত জিম্মি মুক্ত করার জন্য,’ নেতানিয়াহু বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা এই কাজটি সম্পন্ন করতে সক্ষম হব কারণ আমাদের কাছে অন্য কোন উপায় নেই।’
হামাস আরও ১৩ ইসরাইলিসহ ১৭ বন্দীকে মুক্তি দিয়েছে। ইতিমধ্যে, তৃতীয় বন্দী-বন্দী বিনিময়ের অংশ হিসাবে মুক্তি পাওয়া আরও ৩৯ ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীরে উদযাপনের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। ৭ অক্টোবর থেকে গাজায় ১৪,৮৫৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলে, সরকারীভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২০০ জনে।
আরও ১৭ পণবন্দিকে মুক্তি দিল হামাস : কথা রাখছে হামাস। যুদ্ধবিরতির শর্ত পালন করে ফের পণবন্দিদের মুক্তি দিল হামাস। রোববার তৃতীয় দফায় ১৪ জন ইজরায়েলি নাগরিক ও ৩ জন বিদেশি নাগরিককে মুক্তি দেয়। মুক্তি পাওয়া এই ১৭ জনের মধ্যে ছিল চার বছরের মার্কিন এক শিশু। তার মুক্তির খবর শুনেই স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলের সেনার তরফে রোববার জানানো হয়, তৃতীয় দফায় মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৩ জন পণবন্দি ইতিমধ্যেই ইসরাইলে ফিরে এসেছে। বাকি ৪ জন গাজা থেকে মিশরের উদ্দেশে রওনা দিয়েছে।
ইসরাইলের সেনার তরফে জানানো হয়েছে, ৪ থেকে ৮৪ বছর বয়সী মোট ১৭জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের প্রথমে রেড ক্রস অর্গানাইজেশনের হাতে তুলে দেয়া হয়। তারাই মিশরের রাফা সীমান্ত দিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত পণবন্দিদের ইসরাইলে নিয়ে আসে। তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরাইলি ফোর্স। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকেও টুইটে বলা হয়, ‘ইসরাইল সরকার ১৭ জন বন্দিকে সাদরে গ্রহণ করেছে। এর মধ্যে ১৪ জন আমাদের দেশের নাগরিক ও ৪ জন বিদেশি নাগরিক রয়েছেন, যারা ইসরাইলে ফিরে এসেছেন। তাদের পরিবারকেও খবর দেয়া হয়েছে। বিদেশি নাগরিকরা নিজেদের দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।’
জানা গিয়েছে, মুক্তি পাওয়া ১৭ জন পণবন্দিদের মধ্যে ১২ জন বিরসাভার মিলিটারি ক্যাম্পে রয়েছেন। মুক্তিপ্রাপ্ত একজনকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৮৪ বছর বয়সী ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে সোরোকা হাসপাতালের তরফে। শর্ত অনুযায়ী, মহিলা ও শিশুদেরই আগে মুক্তি দিচ্ছে হামাস। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৩ জন ইসরাইলি মহিলা ও শিশু রয়েছেন। রাশিয়ান-ইসরাইলি নাগরিকত্বের এক ব্যক্তি ও তিনজন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।
চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ : ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ জন্য চলতি সপ্তাহে নিউইয়র্ক যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়ং ই।
আগামী ২৯ নভেম্বর হবে এ অধিবেশন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল জানিয়েছেন, ‘এ মাসে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের আয়োজন করেছে চীন। উচ্চ পর্যায়ের এ বৈঠকটি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রম অনুসারে এখন চীন এ কাউন্সিলের সভাপতি।’ মুখপাত্র আরো বলেন, ‘চীন আশা করছে আলোচনায় একটি যুদ্ধবিরতি হবে এবং যুদ্ধের অবসান ঘটবে। এবং গাজায় মানবিক সংকট দূরীকরণে অবদান রাখবে এ বৈঠক।’ ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে চীন সবসময়ই দুই-রাষ্ট্র ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ লড়াইয়ের অবসানে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন। সূত্র : আলজাজিরা, বিবিসি, তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা