ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
পশ্চিম তীরে আরো ৬০ জন ফিলিস্তিনি গ্রেফতার আরো ২০ ইসরাইলি জিম্মি ও ৬০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

গাজায় দু’দিন বাড়ল যুদ্ধবিরতি

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৮ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম

ইসরাইল-হামাস যুদ্ধবিরতি আরো দুই দিন বাড়ছে। এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন। মাজেদ আল আনসারী এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, ‘গাজায় আরো দু’দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে’। ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতে মিসরের সাথে প্রধান মধ্যস্থতাকারী হচ্ছে কাতার। যুদ্ধরত পক্ষের মধ্যে চার দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত দিনে ঘোষণাটি আসে। দুই দিনের বর্ধিত যুদ্ধবিরতির ফলে ২০ জন ইসরাইলি জিম্মি এবং ৬০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। হামাস বলেছে, তারা ইসরাইলের সাথে যুদ্ধবিরতি বাড়ায় গাজায় জিম্মিদের একটি নতুন তালিকা তৈরি করছে।
ইসরাইলি বিষয়ক ফিলিস্তিনি বিশেষজ্ঞ এসমাত মনসুর বলেছেন, যুদ্ধবিরতির জন্য ইসরাইলি মিডিয়ায় প্রচুর চাপ রয়েছে। তিনি বলেন, ৪৫ দিনের ইসরাইলি বোমাবর্ষণ সত্ত্বেও ‘হামাস শক্ত বলে মনে হচ্ছে’।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষই একমাত্র সম্ভাব্য এবং বিশ্বাসযোগ্য অংশীদার। তিনি বার্সেলোনায় ভূমধ্যসাগরীয় ইউনিয়নের ফোরামের হোস্টিং করছিলেন।
এদিকে যুদ্ধের শর্ত ভঙ্গ করে অভিশপ্ত ইহুদিবাদী ইসরাইল হত্যাকাণ্ডসহ গ্রেফতার অব্যাহত রেখেছে। গতকালও ইসরাইলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে আরো ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। প্যালেস্টাইন প্রিজনারস ক্লাব জানিয়েছে, ৭ অক্টোবর থেকে আটককৃত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ৩,২৬০ এ দাঁড়িয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে হেবরনের কাছে বনি নাইম, রামাল্লা গভর্নরেটের কাফর নিমা, জেনিন, নাবলুস এবং বেথলেহেম শহরে গ্রেফতার করা হয়।
হামাস রোববার আরো ১৩ ইসরাইলিসহ ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে। ইতোমধ্যে তৃতীয় বন্দী বিনিময়ের অংশ হিসাবে মুক্তি পাওয়া আরো ৩৯ ফিলিস্তিনি

 

বন্দিকে অধিকৃত পশ্চিম তীরে উদযাপনের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। ৭ অক্টোবর থেকে গাজায় ১৪,৮৫৪ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলে, সরকারীভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২০০ জনে।
আরও ১৭ পণবন্দিকে মুক্তি দিল হামাস : কথা রাখছে হামাস। যুদ্ধবিরতির শর্ত পালন করে ফের পণবন্দিদের মুক্তি দিল হামাস। রোববার তৃতীয় দফায় ১৪ জন ইজরায়েলি নাগরিক ও ৩ জন বিদেশি নাগরিককে মুক্তি দেয়। মুক্তি পাওয়া এই ১৭ জনের মধ্যে ছিল চার বছরের মার্কিন এক শিশু। তার মুক্তির খবর শুনেই স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইলের সেনার তরফে রোববার জানানো হয়, তৃতীয় দফায় মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৩ জন পণবন্দি ইতিমধ্যেই ইসরাইলে ফিরে এসেছে। বাকি ৪ জন গাজা থেকে মিশরের উদ্দেশে রওনা দিয়েছে।
ইসরাইলের সেনার তরফে জানানো হয়েছে, ৪ থেকে ৮৪ বছর বয়সী মোট ১৭জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের প্রথমে রেড ক্রস অর্গানাইজেশনের হাতে তুলে দেয়া হয়। তারাই মিশরের রাফা সীমান্ত দিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত পণবন্দিদের ইসরাইলে নিয়ে আসে। তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরাইলি ফোর্স। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকেও টুইটে বলা হয়, ‘ইসরাইল সরকার ১৭ জন বন্দিকে সাদরে গ্রহণ করেছে। এর মধ্যে ১৪ জন আমাদের দেশের নাগরিক ও ৪ জন বিদেশি নাগরিক রয়েছেন, যারা ইসরাইলে ফিরে এসেছেন। তাদের পরিবারকেও খবর দেয়া হয়েছে। বিদেশি নাগরিকরা নিজেদের দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।’
জানা গিয়েছে, মুক্তি পাওয়া ১৭ জন পণবন্দিদের মধ্যে ১২ জন বিরসাভার মিলিটারি ক্যাম্পে রয়েছেন। মুক্তিপ্রাপ্ত একজনকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৮৪ বছর বয়সী ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে সোরোকা হাসপাতালের তরফে। শর্ত অনুযায়ী, মহিলা ও শিশুদেরই আগে মুক্তি দিচ্ছে হামাস। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৩ জন ইসরাইলি মহিলা ও শিশু রয়েছেন। রাশিয়ান-ইসরাইলি নাগরিকত্বের এক ব্যক্তি ও তিনজন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।
চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ : ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চীনের সভাপতিত্বে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ জন্য চলতি সপ্তাহে নিউইয়র্ক যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়ং ই।
আগামী ২৯ নভেম্বর হবে এ অধিবেশন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল জানিয়েছেন, ‘এ মাসে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের আয়োজন করেছে চীন। উচ্চ পর্যায়ের এ বৈঠকটি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রম অনুসারে এখন চীন এ কাউন্সিলের সভাপতি।’ মুখপাত্র আরো বলেন, ‘চীন আশা করছে আলোচনায় একটি যুদ্ধবিরতি হবে এবং যুদ্ধের অবসান ঘটবে। এবং গাজায় মানবিক সংকট দূরীকরণে অবদান রাখবে এ বৈঠক।’ ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে চীন সবসময়ই দুই-রাষ্ট্র ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ লড়াইয়ের অবসানে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন। সূত্র : আলজাজিরা, বিবিসি, তাস।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লৌহজংয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

শান্তর ফিফটির পর দিনের খেলার ইতি

শান্তর ফিফটির পর দিনের খেলার ইতি

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

ছক্কা হাঁকানোর পরের বলেই আউট মুশফিক

ছক্কা হাঁকানোর পরের বলেই আউট মুশফিক

ঝাড়খন্ডে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ঝাড়খন্ডে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

মুমিনুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

মুমিনুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

রাবির মাদার বখ্শ হলের পানির ট্যাংক থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র

রাবির মাদার বখ্শ হলের পানির ট্যাংক থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূসের ভাষণ ২৭ সেপ্টেম্বর

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূসের ভাষণ ২৭ সেপ্টেম্বর

ঢাবির হত্যার ঘটনায় প্রভোস্টকে অব্যাহতি

ঢাবির হত্যার ঘটনায় প্রভোস্টকে অব্যাহতি

আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে দুই সপ্তাহে নিহত ৫৩

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে দুই সপ্তাহে নিহত ৫৩

বিদ্যুৎ সাত-আট ঘণ্টা পর্যন্ত গ্রামে থাকে না

বিদ্যুৎ সাত-আট ঘণ্টা পর্যন্ত গ্রামে থাকে না

দুর্গাপূজায় ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

দুর্গাপূজায় ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

জাকিরের পর ফিরলেন সাদমানও

জাকিরের পর ফিরলেন সাদমানও

খুবিতে ক্যাম্পাস টু ক্যারিয়ার শীর্ষক সেমিনার

খুবিতে ক্যাম্পাস টু ক্যারিয়ার শীর্ষক সেমিনার

জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ফ্যাসিবাদের দোসররা এখনো বিচারবিভাগের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন: অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদের দোসররা এখনো বিচারবিভাগের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন: অ্যাটর্নি জেনারেল

গার্মেন্টস ও অন্যান্য শিল্প থেকে ভারতীয়দের অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

গার্মেন্টস ও অন্যান্য শিল্প থেকে ভারতীয়দের অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

পঞ্চগড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস বিপর্যস্ত জনজীবন

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে তালতলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে তালতলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন