ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
পছন্দের আসন না পাওয়ায় নির্বাচনে রওশন-সাদের ‘না’

জাপার লোটা কম্বল হারানোর ভয়!

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।

কিন্তু এখন পর্যন্ত (বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত) দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার ছেলে রংপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আর মাহিগীর সাদ এরশাদ। মূলত পছন্দ অনুযায়ী আসন না পাওয়ায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি মা ও ছেলে। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় না বাড়লে তাদের নির্বাচনে অংশ নেওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে। তবে রওশন এরশাদ নিজ অনুসারিদের নিয়ে গতকাল সন্ধ্যায় বৈঠক করেন। বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

যদিও রওশন এরশাদের মনোনয়ন ও তার নির্বাচনী আসন (ময়মনসিংহ-৪) নিয়ে কোনো জটিলতা নেই। মূলত, রওশন এরশাদের পছন্দের রংপুর-১ ও রংপুর-৩ আসনে ছাড় না দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। রওশন এরশাদ সব সময় আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। জিএম কাদের যখন দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেন তখন রওশন এরশাদ আওযামী লীগ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেন। সেই রওশন এরশাদ এখন পর্যন্ত দলীয় মনোনয়ন গ্রহণ করেননি। তাহলে কী ঘটতে যাচ্ছে জাতীয় পার্টিতে?

জানা গেছে, আওয়ামী লীগ এরোই মধ্যে ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বুঝে কিছু আসন শরীকদের মধ্যে ভাগ করে দেয়া হবে। জাতীয় পার্টিকে কত আসন এবং কোন কোন আসন দেয়া হবে তা এখনো অস্পষ্ট। তবে সুত্রের দাবি এবার জাতীয় পার্টিকে খুব কম আসন দেয়া হবে। এমনকি ঢাকার জাপাকে কোনো আসন দেয়া হবে না এমন ইংগিত আগেই দেয়া হয়েছে। ২০১৪ ও ২০১৮ সারের নির্বাচনে ঢাকা-৪ ও ঢাকা-আসনে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়েছিল। এবার ঢাকা-১৩ আসন চাওয়া হয়েছিল। কিন্তু না করে দেয়া হয়েছে। এছাড়া তৃর্ণমূল বিএনপি, কল্যাণ পার্টিসহ কয়েকটি দলকে নির্বাচনে আনা হচ্ছে। তাদের আসন ছেড়ে দেয়া হবে। ফলে জাপার ভাগ্যে এবার খুব কম সংখ্যক আসন ছেড়ে দেয়া হতে পারে বলে জানা গেছে। ফলে জাপা ভাগ্যে কি ঘটতে যাচ্ছে বোঝা কঠিন।

জাতীয় পার্টির রওশন এরশাদপন্থিরা বলছেন, রওশন এরশাদের পক্ষ থেকে রংপুর-৩ আসনে ছেলে আল রাহগীর সাদ এরশাদ এবং রংপুর-১ আসনে দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙাকে দেওয়াসহ আরো পাঁচটি আসনে মনোনয়ন চাওয়া হয়েছিল। কিন্তু দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-১ ও রংপুর-৩ আসনে কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। জি এম কাদেরের পক্ষ থেকে সাদ এরশাদকে ময়মনসিংহ-৭ আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সাদ এরশাদ কোনোভাবেই বাবা হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসন ছেড়ে দিতে রাজি হননি। ফলে গত রোববার রওশন এরশাদ ও জি এম কাদেরের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।

রওশন এরশাদপন্থিরা বলছেন, চাহিদা ও পছন্দ অনুযায়ী আসন না পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন রওশন এরশাদ ও সাদ এরশাদ। এখন আশা একটাই সরকারের পক্ষ থেকে যদি সমঝোতার উদ্যোগ নেওয়া হয় তাহলে রওশন এরশাদ নির্বাচনে অংশ নিতে পারবেন। না হলে রওশন এরশাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হতে পারে।

জানতে চাইলে রওশন পন্থী একাধিক নেতা বলেন, আমরা কীভাবে নির্বাচনে অংশ নেব? আমাদের তো তারা (জি এম কাদের) মনোনয়ন ফরম দিচ্ছে না। তাদের বাধার কারণে ম্যাডাম ও তার ছেলে এবং আমরা নির্বাচনে অংশ নিতে পারছি না। অন্যদিকে জাপার জি এম কাদেরপন্থি নেতারা বলছেন, জি এম কাদেরের পক্ষ থেকে রওশন এরশাদকে তিনটি আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সাদ এরশাদকে রংপুর নয় ময়মনসিংহ থেকে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছিল। কিন্তু তারা রাজি হয়নি। ফলে সামনে জাতীয় পার্টির জন্য কি অপেক্ষা করতে সেটা দেখার জন্য অপেক্ষার পালা। তবে জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে গেছেন এমন একধিক নেতা বলেন, জাতীয় পার্টি গণবিচ্ছিন্ন হয়ে দালালির রাজনীতি করার কারণে আওয়ামী লীগেও তাদের কদর কমে গেছে। জনগণতো অনেক আগেই জাতীয় পার্টিকে গুডবাই জানিয়েছে। এতে করে গণবিচ্ছিন্ন দলটির লোটা কম্বল দুটোই হারাতে বসেছে।

এদিকে রওশন অনুসার মশিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে আমরা যাব, কীভাবে যাব সেই বিষয় নির্ধারণ করতেই বৈঠক করছি। আমাদের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নেতৃত্বেই আমরা সবাই একটা সিদ্ধান্ত নেব, এর আগে কিছু বলা যায় না। তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু মনোনয়ন ফরম ছাড়ার পর থেকেই বলে আসছেন রওশন তিনটি আসনের জন্য ফরম চেয়েছেন। এর একটি ছেলে সাদ এরশাদের জন্য, একটি ময়মনসিংহের বহিষ্কৃত নেতা কে আর রহমানের জন্য। বিরোধীদলীয় নেতা চাইলে তার বাসায় গিয়ে ফরম দিয়ে আসবেন- এমন কথাও বলেছেন একাধিকবার।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস