চলছে পুলিশি অভিযান গ্রেফতার আরো ১০ নেতাকর্মী

চট্টগ্রামে সর্বাত্মক অবরোধে রাজপথে বিএনপি

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

৩০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম

সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতের আহ্বানে অষ্টম দফা অবরোধ গতকাল সর্বাত্মকভাবে পালিত হয়েছে চট্টগ্রামে। অবরোধ সফলে এবং আজ বৃহস্পতিবার হরতালের সমর্থনে রাজপথে সরব ছিল বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে নগরীতে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও। অন্যদিনের তুলনায় গতকালের অবরোধে নগরীতে যানবাহন চলাচল ছিল কম। ঢাকা-চট্টগ্রাম সড়ক-মহাসড়কগুলোতে সীমিত আকারে চলেছে যানবাহন। চট্টগ্রাম বন্দর এলাকায় ছিল না ভারী যানবাহনের জটলা। বন্দরের অভ্যন্তরে মালামাল ওঠানামা হলেও ডেলিভারী ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে গতকালও নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। হরতাল, অবরোধকে কেন্দ্র করে বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর চাঁন্দগাও থানা বিএনপির উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের নেতৃত্বে বাহির সিগন্যাল এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা নকিব উদ্দীন ভূইয়া, আফিল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন। আদালত এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির সমর্থিত আইনজীবীরা। এসব সমাবেশে সাবেক মহানগর পিপি অ্যাড. আবদুস সাত্তারসহ আইনজীবী নেতারা বক্তব্য রাখেন।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের নেতৃত্বে বন্দর এয়ারপোর্ট রোডে ৩৮নম্বর ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, থানা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী, থানা কৃষক দলের সভাপতি আবদুল রহিম। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে নিমতলা বন্দর লিংক রোডে বন্দর থানা বিএনপির মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমীন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম ও ইউছুফ চৌধুরীর নেতৃত্বে ওয়াসা মোড়, আলমাস সিনেমা এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে লালদীঘি ও আন্দরকিল্লা এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পিকেটিং হয়। পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাহাড়তলী পুলিশবিট রেলগেইট এলাকায় মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদলের মিছিল ও পিকেটিং হয়। এতে নগর যুবদলের সহ সভাপতি মিয়া মো. হারুন, সহ সম্পাদক মাহবুবুর রহমান, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু অংশ নেন।

খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন পিন্টু ও লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে জিইসি মোড় গরিব উল্লাহ শাহ মাজার এলাকায় যুবদলের মিছিল, পাহাড়তলী ডিটি রোডে মহানগর যুবদলের সহ সম্পাদক তানভীর মল্লিক ও ফখরুল ইসলাম রাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটার নেতৃত্বে নগরীর পোর্ট কানেকটিং রোডে মহিলা দলের মিছিল ও পিকেটিং হয়। মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, বশিরুল ইসলাম পলাশ, এন মো. রিমন, দেলোয়ার হোসেন ও শাহরিয়ার আহমেদের নেতৃত্বে কদমতলী বায়তুশ শরফ এলাকায় মিছিল ও পিকেটিং হয়।

মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়। দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার নেতৃত্বে কালামিয়া বাজার এলাকায় থানা ও পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদলের মিছিল ও পিকেটিং হয়।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন সাহেদের নেতৃত্বে কাতালগঞ্জ থেকে চকবাজার অলি খাঁ মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করে ছাত্রদলের নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি, মহররম আলী ও পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক হাসান মো. ওয়ালিদ আবিরের নেতৃত্বে পাহাড়তলী ডিটি রোড বার কোয়াটার এলাকায় ছাত্রদলের মিছিল ও পিকেটিং হয়। অক্সিজেন কুয়াইশ রোডে বায়েজিদ থানা মহিলা দলের মিছিল অনুষ্ঠিত হয়। অবরোধের সমর্থনে সকাল ৭টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় মিছিল করার সময় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সৌরভকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর মেধাবী ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালসহ নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া অন্য থানায় গ্রেফতারকৃতদের মধ্যে ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিনকে কোতোয়ালী থানা, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা এস এম ইউসুফ আলী, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা আমিন শাকিল, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা নিশাদুল হাসান বাপ্পি ও শেখ ফরিদকে হালিশহর থানা, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা কবির হোসেনকে আকবরশাহ থানা পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে গত এক মাসে মহানগর ও জেলায় ৬০টি মামলায় ১৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।

অবরোধের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। নগরীর হালিশহরসহ বিভিন্ন এলাকায় অবরোধের সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। এতে নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আবারো একতরফা, পাতানো নির্বাচন দেখতে চায় না। সবকিছু জেনেও অবৈধ তফসিল ঘোষণা করে দেশকে অনাকাক্ষিত সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। দেশে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির দায় আজ্ঞাবহ কমিশনকেও নিতে হবে। নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা গ্রেফতার করে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আন্দোলন দমানো যাবে না। ফ্যাসিস্ট সরকার জনগণের দাবী উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে ষড়যন্ত্রের যে নীলনকশা করেছে, দেশবাসী তা বাস্তবায়ন হতে দেবে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

শেখ পরিবার একটি চোরের কারখানা’

শেখ পরিবার একটি চোরের কারখানা’

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি