ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
চলছে পুলিশি অভিযান গ্রেফতার আরো ১০ নেতাকর্মী

চট্টগ্রামে সর্বাত্মক অবরোধে রাজপথে বিএনপি

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

৩০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম

সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতের আহ্বানে অষ্টম দফা অবরোধ গতকাল সর্বাত্মকভাবে পালিত হয়েছে চট্টগ্রামে। অবরোধ সফলে এবং আজ বৃহস্পতিবার হরতালের সমর্থনে রাজপথে সরব ছিল বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে নগরীতে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও। অন্যদিনের তুলনায় গতকালের অবরোধে নগরীতে যানবাহন চলাচল ছিল কম। ঢাকা-চট্টগ্রাম সড়ক-মহাসড়কগুলোতে সীমিত আকারে চলেছে যানবাহন। চট্টগ্রাম বন্দর এলাকায় ছিল না ভারী যানবাহনের জটলা। বন্দরের অভ্যন্তরে মালামাল ওঠানামা হলেও ডেলিভারী ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে গতকালও নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। হরতাল, অবরোধকে কেন্দ্র করে বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর চাঁন্দগাও থানা বিএনপির উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের নেতৃত্বে বাহির সিগন্যাল এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা নকিব উদ্দীন ভূইয়া, আফিল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন। আদালত এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির সমর্থিত আইনজীবীরা। এসব সমাবেশে সাবেক মহানগর পিপি অ্যাড. আবদুস সাত্তারসহ আইনজীবী নেতারা বক্তব্য রাখেন।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের নেতৃত্বে বন্দর এয়ারপোর্ট রোডে ৩৮নম্বর ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, থানা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী, থানা কৃষক দলের সভাপতি আবদুল রহিম। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে নিমতলা বন্দর লিংক রোডে বন্দর থানা বিএনপির মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমীন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম ও ইউছুফ চৌধুরীর নেতৃত্বে ওয়াসা মোড়, আলমাস সিনেমা এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে লালদীঘি ও আন্দরকিল্লা এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পিকেটিং হয়। পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাহাড়তলী পুলিশবিট রেলগেইট এলাকায় মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদলের মিছিল ও পিকেটিং হয়। এতে নগর যুবদলের সহ সভাপতি মিয়া মো. হারুন, সহ সম্পাদক মাহবুবুর রহমান, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু অংশ নেন।

খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন পিন্টু ও লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে জিইসি মোড় গরিব উল্লাহ শাহ মাজার এলাকায় যুবদলের মিছিল, পাহাড়তলী ডিটি রোডে মহানগর যুবদলের সহ সম্পাদক তানভীর মল্লিক ও ফখরুল ইসলাম রাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটার নেতৃত্বে নগরীর পোর্ট কানেকটিং রোডে মহিলা দলের মিছিল ও পিকেটিং হয়। মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, বশিরুল ইসলাম পলাশ, এন মো. রিমন, দেলোয়ার হোসেন ও শাহরিয়ার আহমেদের নেতৃত্বে কদমতলী বায়তুশ শরফ এলাকায় মিছিল ও পিকেটিং হয়।

মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়। দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার নেতৃত্বে কালামিয়া বাজার এলাকায় থানা ও পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদলের মিছিল ও পিকেটিং হয়।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন সাহেদের নেতৃত্বে কাতালগঞ্জ থেকে চকবাজার অলি খাঁ মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করে ছাত্রদলের নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি, মহররম আলী ও পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক হাসান মো. ওয়ালিদ আবিরের নেতৃত্বে পাহাড়তলী ডিটি রোড বার কোয়াটার এলাকায় ছাত্রদলের মিছিল ও পিকেটিং হয়। অক্সিজেন কুয়াইশ রোডে বায়েজিদ থানা মহিলা দলের মিছিল অনুষ্ঠিত হয়। অবরোধের সমর্থনে সকাল ৭টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় মিছিল করার সময় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সৌরভকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর মেধাবী ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালসহ নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া অন্য থানায় গ্রেফতারকৃতদের মধ্যে ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিনকে কোতোয়ালী থানা, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা এস এম ইউসুফ আলী, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা আমিন শাকিল, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা নিশাদুল হাসান বাপ্পি ও শেখ ফরিদকে হালিশহর থানা, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা কবির হোসেনকে আকবরশাহ থানা পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে গত এক মাসে মহানগর ও জেলায় ৬০টি মামলায় ১৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।

অবরোধের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। নগরীর হালিশহরসহ বিভিন্ন এলাকায় অবরোধের সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। এতে নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আবারো একতরফা, পাতানো নির্বাচন দেখতে চায় না। সবকিছু জেনেও অবৈধ তফসিল ঘোষণা করে দেশকে অনাকাক্ষিত সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। দেশে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির দায় আজ্ঞাবহ কমিশনকেও নিতে হবে। নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা গ্রেফতার করে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আন্দোলন দমানো যাবে না। ফ্যাসিস্ট সরকার জনগণের দাবী উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে ষড়যন্ত্রের যে নীলনকশা করেছে, দেশবাসী তা বাস্তবায়ন হতে দেবে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,