ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

এবারো বঞ্চিত আ জ ম নাছির : হতাশায় অনুসারীরা

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন থেকে বঞ্চিত হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মনোনয়ন পেতে তিনটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বঞ্চনাই জুটলো তার কপালে। এতে হতাশ তার অনুসারী, দলের নেতাকর্মী ও সমর্থকেরা। প্রধান বিরোধী দল বিএনপিসহ বড় বেশ কয়েকটি রাজনৈতিক দলের বর্জনের ফলে নির্বাচন অনেকটা একতরফা। এরপরও এ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগে রীতিমত উৎসব চলছে। অথচ দলের মনোনয়ন বঞ্চিত হওয়ায় এ উৎসবের অংশ হতে পারেননি আ জ ম নাছির ও তার অনুসারীরা।

দীর্ঘদিন ধরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি। দলের মূল নেতা হওয়ার পরও বারে বারে এমন বঞ্চনায় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এবারের নির্বাচনে তার অনেক জুনিয়র এমনকি অনুসারী হিসেবে পরিচিতরাও দলীয় টিকিট পেয়েছেন। এমন ঘটনায় তার অনুসারীরা রীতিমত হতবাক। প্রকাশ্যে কেউ কিছু না বললেও তারা এ ঘটনায় রীতিমত ক্ষুদ্ধ। আ জ ম নাছিরের সমর্থক হিসেবে পরিচিত দলের বিশাল একটি অংশের মধ্যে এমন বঞ্চনাবোধ আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নগরকেন্দ্রিক দলীয় প্রার্থীদের ভোটে নেতিবাচক প্রভাব পড়বে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের।

তবে আ জ ম নাছির দলের মনোনয়ন বঞ্চিত হওয়াকে স্বাভাবিক বলে মনে করছেন। গতকাল তিনি ইনকিলাবকে বলেন, দলের একজন কর্মী হিসেবে মনোনয়ন চেয়েছিলাম। দল যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিয়েছি। দীর্ঘদিন রাজনীতি করছি। মেয়র হিসেবেও দলীয় প্রার্থী হয়ে বিজয়ী হয়েছি, নগরবাসীর সেবা করেছি। রাজনীতি এবং ক্রীড়াঙ্গণে থেকে মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। এটাই একজন রাজনৈতিকের জীবনে বড় পাওয়া। মনোনয়ন বঞ্চিত হওয়ায় ভোটের মাঠে এর কোন নেতিবাচক প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলীয় প্রার্থীদের বিজয়ী করে আনা আমার দায়িত্ব। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে এ দায়িত্ব পালনে কোন কার্পণ্য করবো না। কারণ আমরা সবাই শেখ হাসিনার কর্মী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রের চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কোন আসনেই দলের মনোনয়ন পাননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে শুধু একবারই দলীয় মনোনয়ন পেয়েছিলেন আ জ ম নাছির। ২০১৫ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রবীণ নেতা ও তিনবারের নির্বাচিত মেয়র চট্টলবীর মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বাদ দিয়ে মেয়র হিসেবে তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী এম মনজুর আলমকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির।

দীর্ঘ পাঁচ বছর কোন ধরণের বিতর্ক ছাড়াই সফলভাবে মেয়রের দায়িত্ব সামাল দেন তিনি। দলীয় মেয়র হিসেবে সরকারের কাছ থেকে কাক্সিক্ষত উন্নয়ন বরাদ্দ না পেলেও মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা, আলোকায়ন, রাস্তাঘাট সংস্কারে ব্যাপক কাজ করেছেন তিনি। ১৯৭০ এর দশকে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসা আ জ ম নাছির উদ্দীন দলের দুঃসময়ে নগর ছাত্রলীগের হাল ধরেছিলেন। ১৯৭৭ সালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮০ এর দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৯০ এর দশকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় দলের গুরুত্বপূর্ণ কোন পদে না থেকেও ছাত্রলীগ ও যুবলীগকে সুসংগত করতে ভূমিকা রাখেন তিনি।

সর্বশেষ ২০১৩ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে এখনও এ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গণেও ভূমিকা রাখছেন। এবিএম মহিউদ্দিন চৌধুরীর ইন্তেকালের পর মাহতাব উদ্দিন চৌধুরী প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে পূর্ণাঙ্গ সভাপতি মনোনীত হন। তিনি বয়সের ভারে অনেকটা ন্যুজ্ব। এ অবস্থায় মহানগর আওয়ামী লীগের সংগঠনকে অনেকটা একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও দলের হাইকমান্ডের নির্দেশে মহানগরীর চারটি আসনের নৌকার প্রার্থীদের বিজয়ী করতে কাজ করে গেছেন। এরপর চট্টগ্রাম-১০ আসনে ডা. আফছারুল আমীন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেন উদ্দিন আহমেদের ইন্তেকালের পর দুটি আসন শূন্য হয়। এ দুটি আসনের একটিতে আ জ ম নাছির মনোনয়ন পাবেন এমন প্রত্যাশাও ছিল অনেকের।

কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। রাজনীতিতে তার জুনিয়র এবং অনুসারী হিসেবে পরিচিত দুজনকে এ দুটি পদে মনোনয়ন দেয়া হয়। এরপরও দুটি আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কাজ করে গেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়াদের বিরুদ্ধে নানা বিতর্কও রয়েছে। দলের মনোনয়ন না পেয়ে অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে সে পথে হাঁটেননি আ জ ম নাছির উদ্দীন। এদিকে বারবার দলীয় মনোনয়ন চেয়েও না পাওয়ার পেছনে বেশকিছু কারণ উল্লেখ করছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। মেয়র থাকাকালে গৃহকর আদায় ও আউটার স্টেডিয়াম সুইমিং পুল নির্মাণকে কেন্দ্র করে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে প্রকাশ্যে বিরোধে জড়ান তিনি। পাঁচলাইশের জাতিসংঘ পার্ক নিয়েও তৎকালীন গণপূর্ত মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরাগভাজন হন আ জ ম নাছির। মেয়র থাকাকালে কতিপয় আমলার বিরুদ্ধে তার কাছ থেকে ঘুষ হিসাবে গাড়ি দাবি করার অভিযোগ প্রকাশ্যে এনে আমলাদেরও বিরাগভাজন হন। দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এসব ঘটনা কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অনেকে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে