ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
৪০ লাখ টাকার কাঁচা তুলা চুরির রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই

মহাসড়কে বাড়ছে পণ্য লোপাট

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য লোপাটের ঘটনা বাড়ছে। আমদানি কাঁচামাল আর রফতানি পণ্য পরিবহনকালে পথেই চুরি কিংবা লুট করা হচ্ছে। এতে রফতানি পণ্য যথাসময়ে জাহাজীকরণ করা যাচ্ছে না। বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। আবার আমদানিকৃত কাঁচামাল চুরি হয়ে যাওয়ায় কারখানার উৎপাদন বিঘ্নিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি ডিপো থেকে কারখানায় আনা নেওয়ার পথে পণ্য লোপাটের সাথে পরিবহন চালকরা জড়িত থাকার প্রমাণ মিলছে। কখনো পুরো চালান লোপাট করা হচ্ছে। আবার কখনো পরিবহনের তালা ভেঙে আংশিক পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। আবার কখনো গাড়ি থামিয়ে পণ্য লোপাট করছে ডাকাত ও দস্যুরা।

কতিপয় সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মী এবং গুদাম মালিক ও কিছু ব্যবসায়ীও এই পণ্য লোপাট সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। বিভিন্ন সময়ে পণ্য চুরির ঘটনায় এই চক্রের অনেকে ধরাও পড়েছে। সর্বশেষ চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জে নেওয়ার পথে ৪০ লাখ টাকা মূল্যের আমদানিকৃত ১১ টন কাঁচা তুলা লোপাটের ঘটনায় চালকসহ চোর চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে পিবিআই। গতকাল ভোর পর্যন্ত টানা অভিযানে ভোলা জেলার বোরহার উদ্দীন, সদর থানা এবং চট্টগ্রাম মহানগরী বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো ও সনাক্তমতে ২টি কাভার্ড ভ্যান, ১টি কার্গো এবং ১০ বান্ডেল কাঁচা তুলা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ভোলা জেলার বোরহানউদ্দীন থানার কুঞ্জেরহাট গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রুবেল (২৪), একই গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. মুনসুর আলম মোহন ওরফে সুজন ড্রাইভার (২৭), লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চররমিজ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. আমিরুল ইসলাম (২৮), চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পেলারখীল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে মো. জয়নাল (২৬), নোয়াখালী জেলার সুধারাম থানার সোনাপুর মাস্টার বাড়ির মোস্তফা কামালের ছেলে নুরনবী শাওন (২২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শাহা পোয়া গ্রামের আজিজ খাঁর ছেলে মো. জাইসুল (২৩)।

পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, গত ২৪ নভেম্বর রাত ৯টায় সীতাকুণ্ড পোর্ট লিংক ডিপো থেকে আমদানিকৃত তুলা নারায়ণগঞ্জের ভুলতা এলাকার কারখানায় নেওয়ার পথে চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এ ঘটনায় পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান মোকাম লিমিটেডের রিজিওনাল অপারেশন ইনচার্জ আবদুল্লাহ আল মুনিম তুলা উদ্ধারে পিবিআইয়ের সহযোগিতা চান। তার অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩০ নভেম্বর ভোলার বোরহানউদ্দীন থানার কুঞ্জেরহাট গ্রামের নিজ বাড়ি থেকে মো. রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওইদিনই ভোলা সদর থানার ইলশা ফেরিঘাট এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ চক্রের হোতা সুজন ড্রাইভারকে গ্রেফতার করা হয়।

এরপর ১ ডিসেম্বর আবদল্লাহ আল মুনিম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। গত শনিবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অন্য চারজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত দুইটি কাভার্ড ভ্যান, একটি কার্গো এবং ১০ বান্ডেল কাঁচা তুলা উদ্ধার করা হয় বলে জানান তিনি। পিবিআই কর্মকর্তারা জানান, আমদানিকারক প্রতিষ্ঠান আমেরিকা থেকে ৪৮ বান্ডেল কাঁচা তুলা আমদানি করে। এসব তুলার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। গ্রেফতার সবাই একটি চক্রের সদস্য। এর মধ্যে সুজন ড্রাইভার এর আগেও একই কায়দায় আমদানিপণ্য চুরির ঘটনা ঘটিয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর নগরীর পাহাড়তলীতে কারখানার সামনে থেকে পোশাক কারখানার কাঁচামালভর্তি কাভার্ডভ্যান লোপাট করে দেওয়ার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন ব্যবসায়ীও আছেন বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম মহানগরী ও ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় কাভার্ড ভ্যান এবং পোশাক কারখানার কাঁচামাল সিলিকন ফ্লুইড। গ্রেফতার চারজন হলো- বাবুল মিয়া (৫৩), মামুন মিয়া (৩১), শেখ জাহাঙ্গীর কবির (৫২) এবং শামসুল আলম (৩৯)। পুলিশ জানায়, এদের মধ্যে বাবুল ও মামুন চোর চক্রের সদস্য। শেখ জাহাঙ্গীর কবির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাড়ি যশোর হলেও তিনি নগরীর আকবর শাহ থানার মোস্তফা হাকিম বাগানবাড়ি এলাকায় বসবাস করেন। সেখানে বেশ কয়েকটি গুদাম ভাড়া নিয়ে তিনি ব্যবসা করেন। শামসুল আলমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তিনি ঢাকা ও চট্টগ্রামে পণ্য বিক্রির মধ্যস্থতা করেন।

গত ১৩ নভেম্বর বিকেলে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডে কোটস বাংলাদেশ লিমিটেড কারখানার সামনে থেকে কাভার্ড ভ্যানটি চুরি হয়। ওই কাভার্ড ভ্যানে ৯ মেট্রিকটন সিলিকন ফ্লুইড ছিল। এ ঘটনায় কোটস বাংলাদেশের কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে আমদানি করা সিলিকন ফ্লুইড নিয়ে কাভার্ড ভ্যানটি বিকেল সাড়ে তিনটার দিকে কারখানার সামনে আসে। সেটি ভেতরে নেওয়ার আগে চালক ও সহকারী নেমে নাস্তা করতে যায়। আধাঘণ্টা পর এসে দেখেন কাভার্ডভ্যানটি আর নেই। ১৫ নভেম্বর ফৌজদারহাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় কাভার্ডভ্যানটি পাওয়া যায়।

পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চোরচক্রের সদস্যদের সনাক্ত করা হয়। বাবুল, মামুন ও সোহাগ কাভার্ডভ্যানটি চুরি করে শেখ জাহাঙ্গীর কবিরের ভাড়া নেওয়া গুদামে দিয়ে আসে। জাহাঙ্গীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও তার সঙ্গে বন্দর ও পরিবহনকেন্দ্রীক পণ্য চোরচক্রের সদস্যদের যোগসাজশ আছে বলে জানায় পুলিশ। পণ্যবাহী পরিবহন চুরির পর তার আশ্রয়ে থাকে। মধ্যস্থতাকারী ধরে চোরাই পণ্যও তিনি বিক্রি করেন। সিলিকন ফ্লুইডগুলো তিনি শামসুলের মাধ্যমে ঢাকায় পাঠিয়েছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান