মঙ্গল-বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ
১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ফের নতুন কর্মসূচির ডাক দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার অবরোধ পালন করবে দলটির নেতাকর্মীরা। গতকাল রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
বিএনপির সঙ্গে মিল রেখে সরকারবিরোধী আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, লেবার পার্টি, গণফোরাম, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোও একই কর্মসূচি পালন করবে।
কর্মসূচি ঘোষণার সময় রুহুল কবির রিজভী বলেন, রোববার মানবন্ধনের কর্মসূচি পালন করেছে বিএনপি। এখন একদফা আন্দোলনে আবারও মঙ্গলবার ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে অবরোধে কর্মসূচি পালন করবে। আমি বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করছি। সর্বশেষ অবরোধে হয়েছে গত ৬ থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ পুলিশ পন্ড করে দেয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলেরদাবিতে এর আগে ১০ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল করেছে বিএনপি।
এছাড়া মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যেও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রিজভী বলেন, যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্দিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের জন্য বিএনপি উদ্যোগ গ্রহন করেছে। শহীদ বুদ্দিজীবী দিবস পালনের দলের নেতা-কর্মীরা সকালে মীরপুর শহীদ বুদ্দিজীবী স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পন করবে। একই সঙ্গে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয় কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা হবে। এতে বরণ্যে বুদ্ধিজীবীরা অংশ নেবেন। আলোচনা সভার স্থান ও সময়সূচি পরে জানানো হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পন করবেন দলের কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ কর্মীরা। সেখান থেকে ফিরে এসে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পন ও ফাতেহা পাঠ করা হবে। বিজয় দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। এর স্থান ও সময়সূচি পরে জানানো হবে বলে জানান রিজভী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ
ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ