ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
অর্ধেক দিন চলেনি বিচার কার্যক্রম

বাবা-মা’র কবরের পাশে ব্যারিস্টার মইনুলকে দাফন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

দেশবরেণ্য আইনজ্ঞ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল রোববার দুই দফা জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা-মা’র পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকার বারিধারাস্থ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় দুপুর ২ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আবু জাফর।

জানাজার-পূর্বে মরহুমের স্মৃতিচারণে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, ব্যারিস্টার মইনুল হোসেনের ভাই আনোয়ার হোসেন মঞ্জু ও বড় ছেলে জাবেদ হোসাইন।

জানাজায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম.আমীর উল ইসলাম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আবদুন নূর দুলালসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন হয়।

গত শনিবার সন্ধ্যায় ব্যারিস্টার মইনুল হোসেন (৮৪) ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার আক্রান্ত মইনুল হোসেনের শারীরীক অবস্থার অবনতি ঘটলে কয়েকদিন আগে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আইনাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল অর্ধেক দিন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

বর্ষীয়ান এই আইনজীবী একাধারে ছিলেন আইনজীবী নেতা, আইনজ্ঞ, রাজনীতিবিদ,সম্পাদক, লেখক,কলামিস্ট ও সম্পাদক। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র। তার আরেক ভাই আনোয়ার হোসেন মঞ্জু একজন রাজনীতিবিদ।

ব্যারিস্টার মইনুল হোসেন মুক্তিযুদ্ধের চেতনা , গণতন্ত্রকামী, সাচ্চা জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় সমৃদ্ধ একজন আলোকিত মানুষ। ১৯৭৩ সালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি প্রথম এমপি নির্বাচিত হন। তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ‘বাংলাদেশ আওয়ামীলীগ’ বিলুপ্ত করে ‘বাকশাল’ প্রতিষ্ঠা করলে এর প্রতিবাদে এমপি পদ থেকে পদত্যাগ করেন। বাংলাদেশের সংবাদপত্র মালিকদের সংগঠন ‘বাংলাদেশ সংবাদপত্র পরিষদ’ (বিএসপি)র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে ২০০০-২০০১ মেয়াদে নির্বাচিত হন।

ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি মাসদার হোসেন মামলা এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। ২০০৮ সালের ৮ জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেন।
ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৪০ সালের ৩১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপরে মিডল টেম্পলে আইন বিষয়ে পড়াশুনা করেন। ১৯৬৫ সালে বার এট ল’ সম্পন্ন করেন।

গ্রেফতার ও কারারবরণ : ২০১৪ সালে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে ব্যারিস্টার মইনুল হোসেন এর সমালোচনায় মুখর হন। সভাসেমিনার বক্তব্য প্রদান, টিভি টক শো এবং বিভিন্ন লেখালেখিতে সরকারের সমালোচনা করেন। এক পর্যায়ে তিনি সরকারের রোষানলে পড়েন। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৬ অক্টোবর মধ্যরাতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টির সঙ্গে অনুষ্ঠিত বেসরকারি টেলিভিশন একাত্তর জার্নালে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ভাইরাল করা হয়। ফলে সারাদেশের তার বিরুদ্ধে অসংখ্য ‘মানহানি’র মামলা হয়। এ মামলায় ওই বছর ২২ অক্টোবর জাসদ ( জেএসডি) আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে গ্রেফতার করা হয়। ৩ মাসের বেশি সময় কারাভোগ করে ২০১৯ সালের ২৭ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় গ্রেফতার করা হয়। দেশের বিভিন্ন জেলায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে গেলে সরকার সমর্থক নারীকর্মীদের দ্বারা তাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শ্রীলঙ্কার সামনে রাচিন বাধা

শ্রীলঙ্কার সামনে রাচিন বাধা

বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

ভাবমূর্তি পুনরুদ্ধার ও পুলিশিং কার্যক্রমে গতি আনতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু

ভাবমূর্তি পুনরুদ্ধার ও পুলিশিং কার্যক্রমে গতি আনতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত