ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও)

নৌকার নোমানকে ছালামের জব্বর বাগড়া

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদকে জব্বর বাগড়া দিলেন সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। এ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এ আওয়ামী লীগ নেতা গতকাল রোববার আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেয়েছেন। এ খবরে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে খুশির আমেজ তৈরি হয়েছে। পক্ষান্তরে নোমানের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ।

ধনাঢ্য আবদুচ ছালামের কাছে তৃণমূল থেকে উঠে আসা নোমান আল মাহমুদ শেষপর্যন্ত পেরে উঠবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে টানা ১০ বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আলোচিত ব্যবসায়ী আবদুচ ছালাম। তিনি নগর আওয়ামী লীগের ট্রেজারারের দায়িত্বেও রয়েছেন। অন্যদিকে নৌকার প্রার্থী একই আসনে বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন নগর যুবলীগের সভাপতি ছিলেন তিনি। অর্থবিত্তে তিনি আবদুচ ছালামের তুলনায় অনেক পিছিয়ে। শেষ পর্যন্ত আবদুচ ছালাম ভোটের লড়াইয়ে থেকে গেলে এ আসনে নৌকা আর এই স্বতন্ত্র প্রার্থীর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এটা নিশ্চিত।

প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বর্জনের মধ্যে আসন্ন সংসদ নির্বাচন অনেকটা একতরফা নির্বাচনে পরিণত হয়েছে। এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ না থাকলেও আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে ভোট নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। শেষ মুহূর্তে আপিলে আবদুচ ছালামের প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ জুড়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন আবদুচ ছালাম। তিনি যে তার প্রার্থিতা ফেরত পাবেন এটা প্রায় নিশ্চিত ছিল অনেকের কাছে।

বিগত ২০০৮ সালের নির্বাচনে এই আসনে প্রথমবারের মত দলীয় মনোনয়ন পান আবদুচ ছালাম। তবে মহাজোটের অন্যতম প্রার্থী জাসদের মরহুম মাঈনুদ্দীন খান বাদলকে আসনটি ছেড়ে দেওয়ায় শেষ মুহূর্তে তিনি বঞ্চিত হন। ১৪ এবং ১৮’র নির্বাচনেও এ আসনে মনোনয়ন পান মাঈনুদ্দীন খান বাদল। তার ইন্তেকালের পর ২০১৯ সালে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মরহুম মোছলেম উদ্দিন আহমেদকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন চেয়েও ব্যর্থ হন আবদুচ ছালাম। এরপর ক্যান্সার আক্রান্ত হয়ে মোছলেম উদ্দিনের ইন্তেকালের পর উপ-নির্বাচনে ফের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তিনি।

তখন আবদুচ ছালামসহ ২৭জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সবাইকে পেছনে ফেলে মনোনয়ন পান নোমান আল মাহমুদ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুগত হিসেবে চট্টগ্রামের রাজনীতিতে পরিচিত নোমান আল মাহমুদ। সর্বাত্মক সহযোগিতা দিয়ে উপ-নির্বাচনে তাকে জিতিয়ে আনেন আ জ ম নাছির উদ্দীন। বিএনপির নির্বাচন বর্জনের ফলে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটা সহজেই বিজয়ী হন তিনি।
তবে এবার নির্বাচনে নৌকার বিরুদ্ধে আবদুচ ছালামের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচনী মাঠ নোমানের জন্য কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। আর্থিকভাবে দুর্বল নোমান অর্থবিত্তে এবং কূট-কৌশলে পটু আবদুচ ছালামের বিরুদ্ধে পেরে উঠবেন কিনা তা নিয়েও নানা সংশয় প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তবে নোমানের সমর্থকরা বলছেন, তিনি নৌকার প্রার্থী। এ আসনের নেতাকর্মীরা নৌকার প্রার্থীর সমর্থনেই মাঠে থাকবেন। নৌকার বিজয় নিশ্চিত করে তারা ঘরে ফিরবেন। তাছাড়া নোমান তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত নেতা। মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতারা তার পক্ষে থাকবেন।

স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকলেও তার সাথে দলের অনেক নেতার দূরত্ব রয়েছে। তাছাড়া সিডিএতে দীর্ঘসময় দায়িত্ব পালনকালে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে ছালামের সমর্থকদের দাবি উন্নয়নের প্রশ্নে এ আসনের ভোটাররা তাকেই গ্রহণ করবে। কারণ চট্টগ্রাম মহানগরীর ব্যাপক উন্নয়ন আবদুচ ছালামের হাত ধরেই হয়েছে।

এদিকে ঢাকায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানির পর চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের স্বতন্ত্রী প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এম এ মোতালেবও প্রার্থীতা ফেরত পেয়েছেন। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেল। মনোনয়ন বঞ্চিত গিয়াস উদ্দিন দলের স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্তের ঘোষণার পর মাঠে নামেন। ফলে আলোচনা তৈরি হয়, মীরসরাইয়ে বাবার উত্তরাধিকার রুহেলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন গিয়াস। কিন্তু মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছিল। এখন ফের উজ্জীবিত গিয়াসের সমর্থকেরা।

চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। জামায়াত ঘরানার নদভীকে দলে এনে ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাকে দলে নিলেও দলটির পোড়খাওয়া অনেক নেতাকর্মীই তাকে মেনে নিতে পারেননি। একাংশের বিরোধিতার মধ্যেই নদভী ২০১৪ ও ২০১৮ সালে দুই দফায় এমপি নির্বাচিত হন। গত ১০ বছরে সংসদ সদস্য হিসেবে আবু রেজা নদভীর বিভিন্ন কর্মকাণ্ড আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এলাকায়-দলে প্রভাব-প্রতিপত্তি তৈরি করতে বিভিন্ন সময়ে তার কর্মকাণ্ড বিতর্ক তৈরি হয়েছে।

ফলে আওয়ামী লীগের যেসব নেতাকে পাশে নিয়ে গত দুই নির্বাচনে তিনি বৈতরণী পার হয়েছিলেন, তাদের অনেকেই এখন তাকে ছেড়ে গেছেন। এমন দুই নেতা হলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব। দুই হেভিওয়েট নেতাই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু সেগুলো বাতিল হয়। এর মধ্যে মোতালেব আপিলে ফিরে পেলেন। মিনহাজের আপিল আবেদনের শুনানি হবে ১৩ ডিসেম্বর। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী

মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল

কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার

বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার

সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!

অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!

মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ

মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ

ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে  পিটিয়ে আহতের অভিযোগ

মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ