তদন্তের মুখে বাইডেন
১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম
কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরাইলের কাছে ট্যাংকের গোলা বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। পাশাপাশি, ইসরাইল যুদ্ধাপরাধ করছে কিনা তার ক্রমাগত মূল্যায়নও তারা করছে না বলে জানা গেছে। এসব ঘটনায় তদন্তের মুখে পড়তে পারে বাইডেন প্রশাসন।
কিছু দিন আগেও মানবিকতার খাতিরে ইসরাইলের যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছিল যুক্তরাষ্ট্র। অথচ তার পরে জাতিসংঘে আনা হামাস বনাম ইসরাইলের যুদ্ধে সংঘর্ষবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছে তারা। এ বার জানা গেল, জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরাইলকে প্রায় ১৪ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে জো বাইডেনের সরকার।
কংগ্রেসকে এড়িয়ে দ্রুততম সময়ে ইসরাইলের কাছে ১৩ হাজার ট্যাংকের গোলা বিক্রিতে ‘আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের’ জরুরি ক্ষমতা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে। ইসরাইলের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসের পর্যালোচনা এড়াতে জরুরি ক্ষমতা প্রয়োগের এ বিরল পথে হাঁটেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার রাতে কংগ্রেসে জরুরি এ ঘোষণা পাঠানো হয়। এসব গোলার মূল্য ১০ কোটি ৬০ লাখ ডলার।
এভাবে কোনো দেশে অস্ত্র বিক্রির ঘটনা যুক্তরাষ্ট্রে সচরাচর ঘটে না। সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে ২০ দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে। কমিটি প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, কোনো কিছু জানার থাকলে তথ্য চেয়ে নেয়। কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবের সমালোচনা করে থাকে কিংবা অস্ত্র বিক্রির অনুমোদন না-ও দিতে পারে। তবে জরুরি ক্ষমতা প্রয়োগের ফলে এখন আর এসবের কিছুই হচ্ছে না।
এই ঘটনায় বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংগঠন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এত দিন এই যুদ্ধে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য যে ভাবে কথা বলে এসেছে, তাদের সাম্প্রতিকতম পদক্ষেপ কিন্তু তার সঙ্গে মিলছে না। আমেরিকান কংগ্রেসের বিবেচনা ও অনুমোদনের অপেক্ষা না করেই ওই গোলা-গুলি সরবরাহ করেছে আমেরিকা।
পেন্টাগন সূত্রে খবর, ইসরাইলকে অস্ত্র বিক্রির একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে এই বরাত পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহত্তর চুক্তি অনুযায়ী ইসরাইলকে ৪৫ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করার কথা ছিল আমেরিকার। যার মূল্য ৫০ কোটি ডলার। তবে বর্তমান পরিস্থিতিতি আমেরিকায় তৈরি অস্ত্র কোথায় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে আমেরিকান কংগ্রেসের নজরদারি আরও কড়া হয়েছে। এ ক্ষেত্রে সেই অনুমোদন মেলার আগেই বিশেষ আইন প্রয়োগ করে গোলাগুলি পাঠাল আমেরিকা।
গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৮ হাজার : গাজা যুদ্ধে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছুঁয়েছে। এছাড়া আহত হয়েছে ৪৯ হাজার ৫০০ জন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গাজায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯৭ ফিলিস্তিনি নিহত এবং ৫৫০ জন আহত হয়। এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজার ছুঁয়েছে। আর আহতের সংখ্যা সাড়ে ৪৯ হাজারে গড়িয়েছে।
তিনি আরো বলেন, ইসরাইল স্থল অভিযানের পাশাপাশি অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ উত্তর গাজা ও মধ্য গাজা থেকে দক্ষিণে সরে যেতে বাধ্য হচ্ছে। এদিকে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলের অন্তত ৬০০ সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১ হাজার ৫৯৩ সেনা। রোববার ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই সংখ্যা প্রকাশ করে। তাদের মধ্যে ৮৯২ জনের আঘাত হালকা আর ২৫৫ জন গুরুতর আহত হয়েছেন।
ইসরাইলের ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞার আহ্বান : ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ রোববার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এদিকে, জাতিসংঘের প্রধান বলেছেন যে, তিনি এ সপ্তাহের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন ভেটো দেয়ার পরে যুদ্ধবিরতি চাওয়ার প্রচেষ্টা ছেড়ে দেবেন না।
দোহা ফোরামের ২১তম সংস্করণের উদ্বোধনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর কঠোর মন্তব্য এবং মধ্যপ্রাচ্যে শান্তির জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আবেগপূর্ণ আবেদন করা হয়েছিল। কাতারের রাজধানীতে বার্ষিক দুই দিনব্যাপী অনুষ্ঠানটি শুরু হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং শীর্ষ কূটনীতিকসহ বহু প্রতিনিধি উপস্থিত ছিলেন। দোহা ফোরামের সর্বশেষ অধিবেশনে কাতারের আমির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যখন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি গাজায় শান্তি কামনার প্রচেষ্টা এবং এগিয়ে যাওয়ার পথ সম্পর্কে বক্তৃতা দিয়েছেন।
কাতার একটি অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য প্রধান আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছে যার ফলে ইসরাইল এবং হামাসের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হয়েছিল। ক্ষুদ্র উপসাগরীয় রাষ্ট্রটি প্রায়শই আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং অতীতে অন্যান্য সংঘাতে মধ্যস্থতাকারী হিসাবে জড়িত ছিল।
ইউক্রেন, মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা : ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে সংঘাত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মূল বিষয় হয়ে উঠবে। গতকাল থেকে ইস্টার্ন পার্টনারশিপ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক ব্রাসেলসে শুরু হয়েছে, যা এ বছরের শেষ বৈঠক।
বৈঠকে ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতি এবং ইউক্রেনকে সাহায্য করতে মার্কিন সিনেটের অস্বীকৃতির মধ্যে কিয়েভকে সমর্থন করার জন্য মন্ত্রীদের আহ্বান জানাতে চান, এক উচ্চ পদস্থ ইইউ মুখপাত্র পরশু সাংবাদিকদের বলেছিলেন। ইসরাইল এবং হামাসের মধ্যে সংঘর্ষের বিষয়ে, মন্ত্রীরা গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পরে উন্নয়ন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা, বিবিসি, ট্রিবিউন, তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান