চট্টগ্রামে অবরোধে বিএনপির মিছিল পিকেটিং গ্রেফতার ৮
১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
সরকারের পদত্যাগে এক দফা দাবিতে বিএনপির ডাকা ১১দফা অবরোধের গতকাল মঙ্গলবার প্রথম দিনে নগরীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে দলের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে বিএনপির আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকাল থেকে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও সমাবেশ করেন বিএনপি ও তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার রাতে অবরোধের সমর্থনে মহানগর ও জেলায় মশাল মিছিল বের করা হয়।
অবরোধ চলাকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার মির্জা, মনজুর আলম মনজু, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন ও সাধারণ সম্পাদক মনির আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে মির্জাপুল এলাকায় পাঁচলাইশ থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সারোয়ার আলমগীর ও কাজী মো. সালাউদ্দীনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়।
দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিনের নেতৃত্বে বন্দর মাইজপাড়া লোহারপুল এলাকায় বিএনপির মিছিল সমাবেশ ও পিকেটিং হয়। গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিল ও পিকেটিং করেন। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দীনের নেতৃত্বে ফকিরহাট এলাকায় উপজেলা বিএনপির মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চন্দনাইশ বরকল সড়কে মিছিল ও পিকেটিং করে দলের নেতাকর্মীরা। মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু ও বায়েজিদ থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুর নেতৃত্বে অক্সিজেন হাটহাজারী সড়কে থানা যুবদলের মিছিল ও পিকেটিং হয়। কোতোয়ালী থানা যুবদলের আহ্বায়ক নুর হোসেন নুরুর নেতৃত্বে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজাখালী এলাকায় কোতোয়ালী থানা যুবদলের নেতাকর্মীরা মিছিল ও পিকেটিং করেন।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জায়েদ বিন রশিদ, মহানগর যুবদলের ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন সাগর, যুবদল নেতা মুহাম্মদ জাহাঙ্গীর, মো. আলমগীর, ইয়াসিন আরাফাত, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ হোসেন খান জোসির নেতৃত্বে জুবিলী রোড এনায়েত বাজার এলাকায় মিছিল ও পিকেটিং হয়। মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ উদ্দিন রুবেল, জাফরুল ইসলাম রানা, এন মো. রিমনের নেতৃত্বে বহদ্দারহাট বাদুরতলা এলাকায় মিছিল ও পিকেটিং করেন নেতাকর্মীরা। সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন রাজুর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া এলাকায় উপজেলা যুবদলের সড়ক অবরোধ ও মিছিল, পিকেটিং হয়। দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে পটিয়ায় মিছিল ও সমাবেশ করে ছাত্রদল কর্মীরা। বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজুর নেতৃত্বে বন্দর লিংক রোডে, বন্দর থানা কৃষক দলের উদ্যোগে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনোয়ারা মোহছেন আউলিয়া মাজার সড়কে মিছিল ও পিকেটিং হয়। সোমবার রাতে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে আনোয়ারা পিএবি সড়কের মাজারগেট এলাকায় মশাল মিছিল, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামীমের নেতৃত্বে শিকলবাহা ক্রসিং এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা আবুল হোসেনের নেতৃত্বে সাতকানিয়া বাজালিয়া সড়কে, পটিয়া পৌরসভা যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে পটিয়া পৌরসভায় এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নের নেতৃত্বে পটিয়ায় উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বিএনপি নেতাদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজম মাসুমকে বিনা ওয়ারেন্টে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার আটজনের মধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমকে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কবির ও ওয়ার্ড যুবদল নেতা মো. সিরাজকে চান্দগাঁও থানা, ছাত্রদল নেতা সালাউদ্দিন ও রাজু মিয়াকে র্যাব, সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনকে সীতাকুণ্ড থানা ও ডবলমুরিং থানা যুবদল নেতা ইউনুছ হাওলাদারকে নাজিরপুলে মিছিল থেকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান