কাজ মেলেনি ৬ মাসেও
১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার আবার অনিশ্চয়তার মুখে পরতে যাচ্ছে। স্বল্প সংখ্যক কর্মীর কাজের চাহিদা থাকার সত্ত্বেও অধিক সংখ্যক কর্মী নিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে আবদ্ধ করে রাখা হয়েছে। দীর্ঘ ৫ মাস থেকে ৭ মাসেও কাজ দিতে পারছে না হাজার হাজার বাংলাদেশি কর্মীদের। মালয়েশিয়ায় অবরুদ্ধ কর্মীদের ঠিক মতো খাবারের টাকাও দেয়া হচ্ছে না। অনেক ভুক্তভোগী কর্মী দেশের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে খাবার কিনে খাচ্ছে। গ্রামের বাড়ির আত্মীয় স্বজনদের অনেকেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
বিএমইটির সূত্র জানায়, গত জানুয়ারি থেকে গত ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১২ লাখ ৩৭ হাজার ৪৬৮ জন চাকরি লাভ করেছে। কর্মী গমনের গতি অব্যাহত থাকে আগামীতে রেমিট্যান্সের পাল্লাও ভারী হবে। মালয়েশিয়ায় অবরুদ্ধ কাজবিহীন কর্মীরা কোম্পানির মালিকদের কাছ থেকে পাসপোর্ট চাইলে তাদের কাছে ৪২শ’ রিংগিট করে চাইছে। যারা ধার দেনা করে ৪২শ’ রিংগিট জোগার করতে পারছে তারা পাসপোর্ট নিয়ে কাজের সন্ধ্যানে অন্যত্র চলে যাচ্ছে। বায়রার নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনে বিপুল সংখ্যক অভিযোগ দেয়ার পরেও কোনো সুরাহা পাচ্ছে না অবরুদ্ধ কর্মীরা। অভিবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। মালয়েশিয়ার শ্রমবাজারে অশান্তির সৃষ্টি হলে দেশটির নিয়োগকর্তারা বাংলাদেশের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে রেমিট্যান্স খাতেও ধাক্কা লাগতে পারে। একাধিক জনশক্তি রফতানিকারক এ অভিমত ব্যক্ত করেছে।
বিজয়ের মাসে আরও ইতিবাচক হয়েছে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয়। ডিসেম্বরের প্রথম আটদিনে এসেছে ৫৩ কোটি ডলারের বেশি প্রবাসী আয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, ডিসেম্বরের প্রথম আটদিনে ৫৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) পাঁচ হাজার ৮৪৬ কোটি ৩৮ লাখ টাকা। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।
যেসব কর্মী মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে মাসের পর মাস বেকার সময় কাটাচ্ছেন ইতোমধ্যে তাদের কারো কারো পরিবারের পক্ষ থেকে বিএমইটি ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে দেশটির নিয়োগকর্তা এবং দুই দেশের এজেন্টের নাম ঠিকানা উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু অধিকাংশ কর্মীর অভিযোগের সুরাহা অদ্যাবধি বাংলাদেশ হাইকমিশনের শ্রমকল্যাণ উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা করতে পারেননি। যার ফলে দেশটির নানা প্রান্তে ছড়িয়ে থাকা কর্মীদের ভোগান্তি দিন দিন আরো বাড়ছে।
মালয়েশিয়ার টপ চ্যাপ্টার এসডিএন বিএইচডি’র ডিরেক্টর জাইদি বিন জাইনুদ্দিন গত ১৭ জানুয়ারি রিক্রুটিং এজেন্স আল মাস ইন্টারন্যাশনাল লিমিটেডের (আর এল-৭৭৯) স্বত্বাধিকারী ফজলুল করিম চৌধুরী স্বপনকে ৫০ জন বাংলাদেশিকর্মী নিয়োগের অনুমতি দেয়। এফডব্লিউসিএমএস প্রক্রিয়া অনুযায়ী এসব কর্মী দি গাজীপুর এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে গত ১৭ আগস্ট মালয়েশিয়ায় পাঠানো হয়। বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ও বর্তমান ইসির অন্যতম সদস্য আলহাজ আবুল বাসার ইনকিলাবকে জানান, আল মাস ইন্টারন্যাশনালের মালিক ফজলুল করিম চৌধুরী স্বপন বিগত ৬ মাস আগে মালয়েশিয়ায় কর্মী পাঠালেও ৩৬ জন কর্মীর মধ্যে ২৪ জন কর্মী এখনো কোনো কাজ পায়নি। মালয়েশিয়ায় তারা একটি বাসায় গাদাগাদি করে অনাহার অনিদ্রায় মানবেতর জীবনযাপন করছে। টপ চ্যাপ্টারএসডিএন বিএইচডি অনেক বাংলাদেশিকর্মীকে কাজ দিতে পারেনি। কর্মীদের কাছ থেকে ৪২শ’ রিংগিট নিয়ে কর্মীদের পাসপোর্ট ফেরত দিতে চাইছে। কয়েকজন ধার দেনা করে ৪২শ’ রিংগিট কোম্পানির মালিককে দিয়ে পাসপোর্ট নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। আল মাস ইন্টারন্যাশনালের মালিক ফজলুল করিম চৌধুরী কর্মীদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন ও বিএইটিতে অভিযোগ পেশ করেছে ভুক্তভোগীরা। বাকি কর্মীদের বিমান বন্দর কন্ট্রাক্ট করে মালয়েশিয়ায় পাঠানোর পাঁয়তারা করছে আল মাস ইন্টারন্যাশনাল। গতকাল এ ব্যাপারে আল মাস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফজলুল করিম চৌধুরী স্বপনের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। টপ চ্যাপ্টার এসডিএন বিএইচডিতে এখনো কাজ পায়নি কর্মী মো. আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, যোবায়ের হোসেন, আল আমিন, শাহিন কাদের, ফারুক হোসেন, ওমর সানী, মো. আকবার, রকিব হাসান, মিজানুর রহমান, সাদিকুর রহমান, ফারুক হোসেন, হাফিজ প্রামাণিক, সুলতান মাহমুদসহ ২৪ জন। এ ব্যাপারে অতিসম্প্রতি পুরানা পল্টনস্থ আল মাস ইন্টারন্যাশনালের অফিসে সরেজমিনে গেলে অফিসের পাটনার ইনকিলাবকে জানান, উল্লেখিত কর্মীরা মালয়েশিয়ায় এখনো কাজ পায়নি। তবে আমরা এসব বেকার কর্মীদের সঙ্কট দ্রুত নিরসনের চেষ্টা করছি। মালয়েশিয়ার পুচং থেকে গতকাল সাতক্ষীরা জেলার বেকার যোবায়ের হোসেন ইনকিলাবকে বলেন, টপ চ্যাপ্টার কোম্পানির মালিক বলেছেন, তোদের বাংলাদেশি এজেন্ট হাজী মোবারক আমাদের রিংগিট দেয়নি। তোরা পাসপোর্ট নিতে হলে ৪ হাজার রিংগিট দিয়ে পাসপোর্ট নিতে পারবি। যোবায়ের কান্না জড়িত কন্ঠে বলেন, গ্রামের দালাল আব্দুল মান্নানের মাধ্যমে ৫ লাখ ২০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় এসে কয়েক মাস যাবৎ কাজ পাচ্ছি না। পাসপোর্ট কোম্পানি থেকে নেয়ার জন্য হাজী মোবারক ২ হাজার রিংগিট দিয়ে উধাও হয়েছে। আরো ২ হাজার রিংগিট জোগার করতে না পেরে কোনো কাজের সন্ধ্যান করতে পারছি না। রিক্রুটিং এজেন্সি মেসার্স রবিয়াহ ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গতকাল মালয়েশিয়া থেকে ইনকিলাবকে জানান, জাহাঙ্গীরের মাধ্যমে মালয়েশিয়ার সিএল ওয়াই কোম্পানিতে ৫০ জন কর্মী এলেও এদের মধ্যে ২০ জন এখনো কাজ পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, মালয়েশিয়ায় যাওয়া কর্মীদের বেকার থাকার অন্যতম কারণ হচ্ছে নিয়োগকারী কোম্পানির সার্বিক খোঁজখবর না জেনে সত্যায়ন করে দিচ্ছে। আরো অভিযোগ রয়েছে, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সত্যায়ন বাণিজ্য আর অনিয়ম-দুর্নীতি আর গাফিলতির কারণে মালয়েশিয়ার সম্ভবনাময় শ্রমবাজারটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক (কর্মসংস্থান) মোহাম্মদ আবদুল হাই গতকাল মঙ্গলবার রাতে ইনকিলাবকে বলেন, আমাদের দেশের গরিব কর্মীরা ধার-দেনা করে মালয়েশিয়ায় যাচ্ছেন। সেখানে গিয়ে যারা কাজ পাচ্ছে না দেশের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে খাবার কিনে খাচ্ছে। এটা খুবই দুঃখজনক। কোন এজেন্সি ও কোন কোম্পানির মাধ্যমে গিয়ে কাজ পাচ্ছে না তার সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে দেশটির শ্রমবাজার নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে। এতে রেমিট্যান্স খাতেও বিরূপ প্রতিক্রিয়ার দেখা দিতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান