ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

দুই সপ্তাহে কারাগারে বিরোধী দলের ৫ সদস্যের মৃত্যু

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

সরকারি কর্মকর্তা ও আত্মীয়-স্বজনদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলেছে, গত দুই সপ্তাহে জেলখানায় মারা গেছেন প্রধান বিরোধী দলের ৫ জন সদস্য। অন্যদিকে আগামী মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে মানুষ রাস্তায় নেমেছে। এএফপি আরও লিখেছে, ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর ফলে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করে দেয়া হয়েছে। বিএনপি বলছে, তাদের পুরো নেতৃত্ব এবং কমপক্ষে ২০ হাজার নেতাকর্মীকে গত ৫ সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। এটা অস্বাভাবিক দমনপীড়ন।
এএফপি প্রতিবেদনে বলেছে, ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশের পর এই দমনপীড়ন শুরু হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা নিয়ে বিএনপির দাবি প্রত্যাখ্যান করেছে পুলিশ। তবে প্রকৃতপক্ষে কতজন বিরোধী দলীয় নেতাকর্মীকে আটক করা হয়েছে, সেই সংখ্যা প্রকাশ করেনি পুলিশ। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ঢাকায় সমবেত হয়েছিলেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। এর মধ্যে ছিলেন আটক করা নেতাকর্মীদের পরিবারের সদস্যরা।

গত মাসে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তার হিসাবে বলে যে, ২৮ অক্টোবর মহাসমাবেশের পর বিরোধী দলের কমপক্ষে ১০ হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

ওই র‌্যালিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। তাতে একজন পুলিশ সদস্য ও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। প্রায় ৩০০ বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। গত মাসে ইসলামপন্থি সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। বিএনপি এবং জামায়াতে ইসলামী বলেছে, কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, গত দুই সপ্তাহে তাদের নেতাকর্মীদের মধ্যে যে ৫ জন কারা হেফাজতে মারা গেছেন তাদের হিসাব রেখেছেন। তিনি বলেন, আমরা পূর্ণাঙ্গ বিচারবিভাগীয় এবং পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করি এসব মৃত্যুর। আমরা জানতে পেরেছি দেশজুড়ে দমনপীড়নের অংশ হিসেবে গ্রেপ্তার করার পর বিএনপির অনেক নেতাকর্মীকে পুলিশি হেফাজতে নির্যাতন করা হচ্ছে। সংশ্লিষ্টদের আত্মীয়স্বজনরা বলছেন, তাদের প্রিয়জনদেরকে জেলখানায় গাদাগাদি করে অমানবিক পরিবেশে রাখা হয়েছে।

গাজীপুরের স্থানীয় বিএনপির এক নেতা আসাদুজ্জামান খান হিরা’কে (৪৫) উচ্চ নিরাপত্তাবেষ্টিত কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে নেয়ার পর ১ ডিসেম্বর তিনি মারা যান। তার এক কাজিন বলেছেন, অন্য বন্দিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তার ওপর নির্যাতন করেছে। এতে তিনি কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থার অবনতিতে পুলিশ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।

কমপক্ষে দুই সপ্তাহ আগে রাজশাহী থেকে পুলিশ গ্রেপ্তার করে বিএনপির স্থানীয় একজন কর্মী একে আজাদ সোহেলকে (৪৭)। তার এক ভাই বলেছেন, হাসপাতালে নেয়ার পর তিনি মারা গেছেন। তার ওই ভাই আরো বলেন, গ্রেপ্তারের সময় সোহেল ছিলেন পুরো সুস্থ। পুলিশ তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। হাতকড়া পরায়। আমাদের সন্দেহ নিরাপত্তা হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। প্রতিশোধ নেয়া হতে পারে এই ভয়ে পরিবারের সদস্যরা নাম প্রকাশ করতে চাইছেন না।

গত দুই সপ্তাহে নিরাপত্তা হেফাজতে থাকা ৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন সহকারী ইন্সপেক্টর জেনারেল (জেল) সাজ্জাদ হোসেন। তবে মৃত ব্যক্তিদের নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। বলেছেন, এসব মানুষ স্বাভাবিকভাবেই মারা গেছেন।

সমালোচকরা যখন বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছেন যে, আসন্ন নির্বাচনে বিরোধী দলকে একপেশে করে রাখার জন্য টার্গেট করেছে তারা, তখন সরকার বলছে- তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদারকিতে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু গণতন্ত্রের পশ্চাৎধাবন এবং হাজারো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়