গাজীপুরে ৭ বগি লাইনচ্যুত
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
গাজীপুরের ভাওয়ালে দুর্বৃত্তরা জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনায় পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস। গতকাল বুধবার ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশন ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে লোকো মাস্টার এমদাদুল হক, সহকারী লোকো মাস্টার সজিব মিয়াও রয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকলেও ময়মনসিংহগামী ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে চলাচল করছে বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলীব বলেন, গতকাল বুধবার ভোররাত চারটা থেকে সোয়া চারটার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পরপরই এর ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। শুনেছি দুর্বৃত্তরা রেললাইনের কিছু অংশ কেটে নিয়ে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটেছে। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রুট ব্যবহারকারী সব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঢাকায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সকাল পৌনে ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, লাইন মেরামতের কাজও চলছে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ট্রান্সপোর্টেশনন অ্যান্ড কমার্শিয়াল) মোহাম্মদ শফিকুর রহমান বলেন, রেললাইনের অন্তত ২০ মিটার অংশ গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয়েছে। ঘটনাস্থলের কাছেই একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনা তদন্তে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি কমিটি করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার ঘটানোর জন্য করেছে।
গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ঢাকা-ময়মনসিংহ পথ বন্ধ থাকলেও বিকল্প পথে চলছে ট্রেন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় চলা তিনটি ট্রেনের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে এই দুর্ঘটনার পর। গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় এ তথ্য জানান, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভুইয়া। তিনি বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলো ভৈরব-কিশোরগঞ্জ হয়ে চলছে।
ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেসের সূচি এক ঘণ্টা পিছিয়ে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ পথে চালানো হচ্ছে। ভোরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে এসে পৌঁছে থেমে থাকে। পরে ট্রেনটি ঘুরিয়ে ময়মনসিংহ স্টেশনে নেয়া হয়। সেখান থেকে ট্রেনটি ভৈরব-কিশোরগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছে। তিনি আরো জানান, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া কমিউটার ট্রেনের যাত্রা কর্তৃপক্ষের আবেদনে বাতিল করা হয়েছে।
এদিকে রেললাইনে নাশকতার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌফিক ইমাম সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর আনুমানিক ভোর ৪টা ১৫ মিনিটের দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধকল্পে করণীয় নির্ধারণ করার জন্য রেলপথ মন্ত্রণালয় কর্তৃক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
এদিকে, গাজীপুরে রেললাইন উপড়ানোর মূল পরিকল্পনাকারীদের শিগগির চিহ্নিত করে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা মনে করি মাস্টারপ্ল্যানার যারা, সবাইকেই আমরা আইডিন্টিফাই করবো। শিগগিরই আমরা ধরতে পারব বলে আমরা বিশ্বাস করি। রেললাইন উপড়ে ফেলা সত্যিই অত্যন্ত দুঃখজনক। যারা দেশকে ভালোবাসে তারা এই কাজটি করতে পারে না। গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন ওই জায়গাটি এমন এলাকা যেখানে জনমানুষ থাকে না, জনবসতিও নাই। একটা কুয়াশার রাত ছিল। যাই হোক যেভাবে হোক দুর্ঘটনাটা ঘটেছে। এজন্য দুটি তদন্ত টিম তাৎক্ষণিক দেয়া হয়েছে। তারা কাজ করছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, রেললাইন কেটে হাজারো মানুষের জীবনকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেসব নাশকতাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, দুর্ঘটনা ঘটিয়ে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যেসব নাশকতাকারীরা এত বড় পরিকল্পনা করে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জানা যায়, গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি ৬০০ ফিট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিনশ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান