ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

অবরোধের সমর্থনে সারাদেশে বিএনপির বিক্ষোভ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

বিএনপিসহ সমমনা সকল বিরোধী দলের ডাকা ১১তম ধাপের ৩৬ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল বুধবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে এসব দলের নেতাকর্মীরা। রাজধানীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি মতিঝিলের আরামবাগ মোড় থেকে শুরু হয়ে নটরডেম কলেজের সামনের সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কালভার্ট রোডে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- মৎস্যজীবী দল কেন্দ্রীয় সদস্য সচিব মো. আবদুর রহিম, কেন্দ্রীয় নেতা- ওমর ফারুক পাটোয়ার, মো. শাহ আলম, ইব্রাহিম চৌধুরী, হাজী আনোয়ার হোসেন, হাজী আবু বকর সিদ্দীক, ঢাকা মহানগর উত্তরের মো. বাকিবিল্লা ও দক্ষিণের কেএম সোহেল রানা প্রমুখ। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে বাংলাদেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্ব বলছে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা তো জনগণের ন্যায্য দাবি। সরকারের মন্ত্রী-এমপিরা এত বড় বড় কথা বলেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যান। তারা রাষ্ট্র শক্তি ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে। যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের দাবি না জানায়। এককথায় সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে পাঠিয়েছে সরকার।

তিনি বলেন, সরকার সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে গ্রেপ্তার ও হয়রানি অব্যাহত রেখেছে। তবুও আমাদের নেতাকর্মীরা দাবি আদায়ে রাজপথে বুক চিতিয়ে যেভাবে চলমান কর্মসূচি সফল করছেন তা বীরোচিত।

গুলশানে অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি গুলশান-২ এর আজাদ মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ এর দিকে প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় নেতা- রফিকুল ইসলাম, কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, কাজী মোক্তার হোসেন, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, মোর্শেদ আলাম, মো. আসাদুজ্জামান আসাদ, মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, কামরুজ্জামান নয়ন, শফি মাহমুদ জুয়েল প্রমুখ।

অবরোধের সমর্থনে মিছিল ও সিইসি›র কুশপুত্তলিকা পোড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সিইসি›র কুশপুত্তিকা পোড়ায় ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা- মাহমুদ আলম সরদার, মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান প্রমুখ।

বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে বেইলি রোডে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নোমান, আসাদ মুরাদ তালুকদার, আক্তার হোসেন, করিম প্রধান রনি, আজিজুল হক জিয়ন, সোলায়মান কবির আরিফ, সৈয়দ মঞ্জুরুল হক, আলী উদ্দিন বাবলু, দেলোয়ার হোসেন প্রমুখ।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে দৈনিক বাংলা-বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা- সাঈদ আহমেদ, জামিল মুরসালিন, অলিউজ্জামান সোহেল, এবিএম ইজাজুল কবির রুয়েল, মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন প্রমুখ।

অবরোধের সমর্থনে কমলাপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মিছিলটি কমলাপুর আইসিডি থেকে শুরু হয়ে টিটিপাড়া রেললাইন কিছুসময় অবরোধ রেখে সাদেক হোসেন কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমার হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় কয়েকটি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এসময় সরকার পতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন কর্মীরা।
মিছিলে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ওভি আজাদ চৌধুরী নাহিদ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভুইয়াসহ ওয়ারী ও গেন্ডারিয়া থানা যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবরোধের সমর্থনে মতিঝিলের শাপলা চত্বর থেকে আরামবাগ অভিমুখে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির জিয়াউর রহমান জিয়া, খন্দকার আল আশরাফ মামুন, কেএমএস মুসাব্বির শাফি, সদস্য হাবিবুর রহমান হাবিব, মোরশেদ আলম, কায়সার কাদের সরকার মামুন প্রমুখ।

বাংলামোটরে যুবদলে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় নেতা মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, মেহবুব মাসুম শান্ত, শফিকুল ইসলাম শফিক, খন্দকার আল আশরাফ মামুন, গোলাম ফারুক, মাহমুদুল হাসান বাপ্পী, মাজেদুল ইসলাম রুম্মন, মহিনউদ্দিন রাজু, আরাফাত বিল্লাহ খান প্রমুখ।

ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা এইচএম আবু জাফর, বায়েজিদ হুসাইন, আল আমিন, আনিচুর রহমান খান, শফিকুল ইসলাম প্রমুখ। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স