ঢাকা   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
জুমার খুৎবা-পূর্ব বয়ান

বিজয়ের দিনে শোকর আদায় মুসলমানের ঈমানী দায়িত্ব

Daily Inqilab মো. মাহমুদুল হাসান (মাইনুল)

১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

বিজয় আল্লাহ’র দেয়া এক মহান নিয়ামত। এর শোকর আদায়ে তাসবীহ তাহলীল, তাকবীর তাহমীদ, তওবা ও ইস্তিগফার করা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব। আর যে সব মুমিন মুসলমান ভাইয়েরা বিজয় অর্জনে অবদান রেখেছেন, আহত নিহত হয়েছেন, নিজেদের জান মাল, ইজ্জত সম্মান বিসর্জন দিয়েছেন তাদের জন্য আমাদের ইসালে সওয়াব এবং পরকালিন কল্যাণ কামনা করা নৈতিকতা সম্পন্ন পূন্যের কাজ। গতকাল জুমার খুৎবা পূর্ব বয়ায়ে খতিব এসব কথা বলেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো.রুহুল আমিন গতকাল জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, পবিত্র কোরআন সবচেয়ে বড় মুজেজা। পবিত্র কোরআন ছহি শুদ্ধভাবে পড়তে ও বুঝতে হবে। ইসলামের সর্বোচ্চগ্রন্থ কোরআনকে আকড়ে ধরতে হবে। কোরআনকে নিয়মিত বুঝে পড়তে হবে। সূরা ইখলাস তিনবার পড়লে আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের ছওয়াব দিবেন। খতিব বলেন,কিয়ামতের দিন যাতে আমরা অপদস্ত না হই সে জন্য আল্লাহর ভয় নিয়ে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। কতিপয় দুর্বৃত্ত গাজীপুরে ট্রেনের লাইন উপড়ে ফেলেছে। এই ধরনের নাশকতা কোনো মানুষ করতে পারে না। যে যত বড় আল্লাহ তার দায়িত্বও বড় দিয়েছেন। মানুষ লাভের জন্য ফলের ভেতরে বিষ প্রয়োগ করছে। খাদ্যে ভেজাল দিচ্ছে। দেশপ্রেম ও ঈমান থাকলে মানুষ এসব অপরাধ করতে পারে না। আল্লাহ সবাইকে ছহি বুঝ দান করুন। আমিন।

গতকাল শুক্রবার রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব মাওলানা মো. নূরুল হক জুমাপূর্ব বায়ানে বলেন, বদর যুদ্ধের সময় কাফেরদের তুলনায় মুসলমানদের সৈন্য সংখ্যা, যুদ্ধাস্ত্র, ছামান-আসবাবপত্র ছিল নিতান্তই নগন্য তবু তারা মহাবিজয় লাভ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামীন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন। সূরা বাকারা’র ১২৩ আয়াতে এসম্পর্কে আল্লাহপাক বলেন, এবং বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহতো তোমাদেরকে সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ১২৪ আয়াতে বলেন- স্মরণকরো যখন তুমি মুমিনদেরকে বলছিলে, তোমাদের জন্য একি যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালকের প্রেরিত তিন হাজার ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন? ১২৫ আয়াতে- হ্যা নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য্যধারণ কর এবং সাবধান হয়ে চল তবে তারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমন করলে আল্লাহ পাঁচ হাজার চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন।

খতিব বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে ইসলামের বিজয় হয়নি সংখ্যাধিক্যের বলে কিংবা অস্ত্রশস্ত্র বা রসদ সম্ভারের প্রাচুর্যের কারণে। বরং ইসলামের বিজয় অর্জিত হয়েছে সর্বশক্তিমান আল্লাহর দয়া ও সাহায্যের বদৌলতে। সূরা বাকারা’র ২৪৯ আয়াতে সুস্পষ্ট রূপে উল্লেখ রয়েছে “আল্লাহর হুকুমে কত বৃহৎ দলকে কত ক্ষুদ্র দল পরাভুত করেছে”। আল্লাহপাকের এই সাহায্য লাভের জন্য চাই মজবুত ঈমান এবং অসীম দৈর্য্য। বিপদ আসবে, মুছিবত আসবে আল্লাহতো এসব দিয়ে পরীক্ষা করেন। আল্লাহপাক কুরআনুল কারীমে বলেন- “তোমরা কি মনে করো যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে যদিও এখনও তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল। এমনকি রাসূল এবং তার সাথে বিশ্বাসীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? (আল্লাহ বলেন) হ্যা, হ্যা, আল্লাহর সাহায্য নিকটেই। অন্যত্র আল্লাহ মুমিনদের সুসংবাদ দিয়ে বলেন “তোমরা হীনবল হয়োনা এবং দুঃখিত (দুশ্চিন্তাগ্রস্ত) হয়োনা, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও” (৩:১৩৯)। হ্যা সত্যিকারের মুমিন যদি হয় তবে যুদ্ধের ময়দানে তাদের সাহায্যের জন্য আল্লাহপাক দলে দলে ফেরেশতাতো পাঠিয়ে দেনই, এমনকি ফেরেশতা প্রধান হযরত জিব্রাইল (আঃ) কে’ও পাঠিয়ে দেন। সূরা মুজাদালার ২২ নং আয়াতে মুমিনদের শানে আল্লাহ রাব্বুল আলামীন বলেন “তাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন ঈমান এবং শক্তিশালী করেছেন তাঁর পক্ষথেকে রূহ অর্থাৎ জিব্রাইল ফেরেশতা দ্বারা।

খতিব উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, এসময়ে মুসলমানগণ বিশেষ করে ফিলিস্তিন ও ভারতের মুসলমানরা বড় দুঃসময় অতিক্রম করছে। ফিলিস্তিনের মুসলমানদের নির্মূল করার জন্য সর্বাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে ঝাপিয়ে পরছে ইসরাইলি অভিশপ্ত ইয়াহূদীরা। ওরা যে মুসলমানদের ঘৃণ দুশমন সেকথা পবিত্র কুরআনে দেড় হাজার বছর আগেই জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ। সূরা মায়েদার ৮২ নং আয়াতে উল্লেখ রয়েছে “অবশ্য মুমিনদের প্রতি শত্রুতায় মানব জাতির মধ্যে ইয়াহূদী ও মুশরিকদের তুমি সর্বাধিক উগ্র দেখবে”। ইতিহাসে এর ভূরি ভূরি দৃষ্টান্ত রয়েছে। এই অভিশপ্ত ঘৃণিত ইয়াহূদীরা যখন যেখানে, যেদেশে গেছে সেখানকার মানুষদের উপর জুলুম শোষণ চালিয়েছে বেপরোয়াভাবে। এর দরূন শাস্তিও পেয়েছে কঠিনভাবে। আল্লাহর অবাধ্যতার জন্য ওদের এক দলকে’তো বানরে রূপান্তরিত করে ধ্বংস করা হয়েছে। যেসকল দেশে ওরা গিয়েছে, চরম বিশ্বাসঘাতকতার জন্য ওদের দলে দলে হত্যা করা হয়েছে, দেশ থেকে বহিস্কার করা হয়েছে, লঞ্চিত ও অপমানিত করা হয়েছে। অবশেষে ইউকে, ইউএসএ’সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় মুসলমানদের ভূখন্ড কিবলায় আউয়াল বাইতুল মোকাদ্দাসের পবিত্র ভুমিতেই ঠাঁই নিয়েছে। এবং সেখানকার মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে নারকীয় হত্যাযজ্ঞ, মসজিদ ধ্বংস করছে, হাসপাতালের উপর হামলা চালিয়ে নারী, শিশু, অসুস্থ-অসহায় মুসলামনদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নির্বিবাদ। ওদের ধ্বংশযজ্ঞ থেকে স্কুল, কলেজ, আশ্রয় শিবিরও রক্ষা পাচ্ছে না। কিন্তু এতসব করেও শেষ রক্ষা হবে না এই দাজ্জাল জাতের। দাজ্জাল ইয়াহূদীদের মধ্যেই জন্ম নিবে। শেষ পর্যন্ত ওরা ধ্বংস হবে। মুসলমানদের হাতেই ওরা নিশ্চিহ্ন হবে। মুসলমানদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা গাছের আড়ালে পালায়ন করবে। আর গাছ ডাকদিয়ে বলবে এসো মুুসলমান, এখানে লুকিয়ে আছে ইয়াহূদী।

প্রত্যেক ঈমানদার মুসলিমের দেশের প্রতি টান, ভালবাসা থাকাটা ঈমানী দায়ীত্ব। স্বাধীনতার এ মাসে দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা খাটিয়েছেন, বিশেষ করে অনুপ্রেরণা যুগিয়েছেন সকলের প্রতি আন্তরিক ভালবাসা ও সকল মুসলমানের প্রতি দুয়া প্রার্থনা করা আমাদের দায়ীত্ব। এসময় খতিব তিনি শাহাদাত বরণকারী ও স্বাধীনতাকামী যোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের হেফাজত করুন। আমীন।

মীরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, বিজয় আল্লাহ’র দেয়া এক মহান নিয়ামত । এর শোকর আদায়ে তাসবীহ তাহলীল, তাকবীর তাহমীদ, তওবা ও ইস্তিগফার করা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব। আর যে সব মুমিন মুসলমান ভাইয়েরা বিজয় অর্জনে অবদান রেখেছেন, আহত নিহত হয়েছেন, নিজেদের জান মাল, ইজ্জত সম্মান বিসর্জন দিয়েছেন তাদের জন্য আমাদের ইসালে সওয়াব এবং পরকালিন কল্যাণ কামনা করা নৈতিকতা সম্পন্ন পূন্যের কাজ । অনুরূপ ভাবে বিজয় দিবসসহ অন্য সময়েও সর্ব প্রকার অশ্লীল অনৈতিক, অপসংস্কৃতি কুসংস্কৃতি ও কুরুচিপূর্ন গান বাজনা এবং গুনাহের কাজ থেকে বিরত থাকা যার কারণে তাদের রুহের মাগফিরাত না হয়ে তা কঠিন আজাবে পরিণত হয়। এজন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা ও রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বিজয় পরবর্তী করণীয় সম্পর্কে বেশ কিছু কল্যাণময়ী নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং দলে দলে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হবে তখন তোমরা তোমাদের রব আল্লাহ তায়ালার প্রশংসায় তাসবীহ ও ইস্তিগফারের আমল কর। নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী। (সুরা নাসর)। হযরত রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সায়াদ ইবনে উবাদা (রাজি:) কে বিজয় দিবস উপলক্ষে এক পেক্ষাপটে বলেন, “আল ইয়াওমা ইয়াওমুল মারহামা” আজ দয়া বিনিময়ের দিন। (আল হাদিস )। অন্য এক বর্ণনায় তিনি শত্রুদের প্রতি লক্ষ্য করে বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই । তোমরা সকলে মুক্ত ও স্বাধীন । অর্থাৎ সকলের জন্য তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন । (মুসলিম শরীফ )। আল্লাহ তায়ালা আমাদের সকলকে বিজয় দিবসসহ সর্বদা গুনাহের কাজ পরিহার করার তাওফিক দান করেন । আমিন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট

আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট

আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০

চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫

চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন

ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা

ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা

বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন

বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন

দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব: রেজাউল করিম

দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব: রেজাউল করিম

মসজিদের ইমাম নিয়োগেও করতে হচ্ছে মানববন্ধন, ১৮ বছরেও হয়নি নিয়োগ

মসজিদের ইমাম নিয়োগেও করতে হচ্ছে মানববন্ধন, ১৮ বছরেও হয়নি নিয়োগ

হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি

হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি

আ.লীগের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে: জামায়াত আমির

আ.লীগের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে: জামায়াত আমির