মার্কা পেয়েও প্রচারে নেই প্রার্থীরা
১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
মার্কা পেয়েছেন কিন্তু ভোট চাইতে মাঠে নামেননি বেশিরভাগ প্রার্থী। অথচ জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনই জমজমাট হয়ে উঠতো ভোটের প্রচার। এবারও নেই চিরচেনা সেই দৃশ্য। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মুখে একতরফা নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনে চট্টগ্রামে জমেনি কোন প্রচার। গতকাল সোমবার প্রার্থীদের প্রতিনিধিরা নীরবেই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মার্কা নিয়ে ফিরে গেছেন। মহানগরীর কিছু কিছু এলাকায় নৌকার সমর্থকদের খণ্ড মিছিল দেখা গেছে। অন্য কোন প্রার্থীর প্রচার চোখে পড়েনি কোথাও। চট্টগ্রামের ১৬ আসনে স্বতন্ত্র ১৭জনসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ছোটখাটো বিভিন্ন দলের ১১৭জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান। অথচ প্রচারে নামেননি অধিকাংশ প্রার্থীই।
সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে কোন আগ্রহ দেখা যাচ্ছে না। গণপরিবহনে, চায়ের দোকান, হাটে, মাঠে, মানুষের আড্ডা-জটলায় নির্বাচন নিয়ে নেই কোন আলোচনা, উচ্ছ্বাস। বরং মানুষের কথাবার্তায় আছে উদ্বেগ-উৎকণ্ঠা। নির্বাচন সামনে রেখে কী হয় অথবা নির্বাচনের পর কোনদিকে যায় দেশের রাজনীতি-অর্থনীতি; সেটা নিয়েই উদ্বিগ্ন সাধারণ মানুষ। নজিরবিহীন মূল্যস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নগর থেকে গ্রামীণ জনপদের বাসিন্দারা। এ অবস্থায় একতরফা ভোটের আয়োজনে সাধারণ মানুষের তেমন উৎসাহ নেই।
প্রধান প্রধান বিরোধী দলের বর্জনের মুখে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতিদ্বন্দ্বি একই দলের স্বতন্ত্র প্রার্থীরা। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছেন, নির্বাচনের ফলাফল যে আওয়ামী লীগের পক্ষেই যাবে এটা প্রায় নিশ্চিত। আর এ কারণেই নির্বাচন নিয়ে খোদ সরকারি দলের নেতাকর্মী, সমর্থকদের মধ্যেও নেই কোন উন্মাদনা। বরং ডামি প্রার্থীর নামে স্বতন্ত্র প্রার্থীদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থীদের। এর ফলে কোন কোন আসনে নিজেরা নিজেরাই সংঘাত, সহিংসতায় জড়িয়ে পড়ার শঙ্কা প্রবল হচ্ছে। তাতে ভোটে উৎসবের বদলে সহিংসতার পরিবেশ সৃষ্টি হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
গতকাল চট্টগ্রামের ১৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। আওয়ামী লীগ প্রার্থীরা যথারীতি নৌকা প্রতীক পান। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে নামা বেশিরভাগ প্রার্থী ঈগল প্রতীক বেছে নিয়েছেন। এছাড়া কেটলি, ফুলকপি ও ট্রাক প্রতীকও পেয়েছেন স্বতন্ত্রদের অনেকে। দুটি আসনে নৌকার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে ১৬টি আসনের ১৪টিতে নৌকার মূল প্রতিদ্বন্দ্বি হবেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা। আর হাটহাজারী ও বোয়ালখালী আসনে জাতীয় পার্টির লাঙ্গলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বি গড়ে তুলবেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে মোট ১১৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৭ জন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তিনি লড়বেন ঈগল প্রতীকে। এ আসনে মোট প্রার্থী সাত জন। বাকি পাঁচজন বিভিন্ন রাজনৈতিক দলের। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে লড়াই হবে চতুর্মুখী। নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ফুলের মালা প্রতীকে বর্তমান সংসদ সদস্য তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি। একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভাণ্ডারি। তরমুজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ঈগল প্রতীক। এ আসনে মোট প্রার্থী আট জন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা জামাল উদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করবেন। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান মিতা। এ আসনে মোট প্রার্থী আট জন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুন। প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া এ প্রার্থীসহ সীতাকুণ্ড লড়বেন ছয়জন। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে স্বতন্ত্র হিসেবে কেটলি প্রতীকে লড়বেন আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। এ আসনে মোট প্রার্থী সাত জন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবারও নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। এ আসনে মোট প্রার্থী পাঁচ জন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এ আসনে আওয়ামী লীগের তিন বারের এমপি হাছান মাহমুদ এবারও নৌকার মাঝি হয়েছেন। এ আসনে প্রার্থী ছয় জন, নেই কোনো স্বতন্ত্র প্রার্থী।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম পেয়েছেন কেটলি প্রতীক। স্বতন্ত্র হিসেবে আরও আছেন ফুলকপি প্রতীকে চসিকের সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী। আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ। এ আসনে মোট প্রার্থী ১০ জন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ আসনেও কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। তবে ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত লড়বেন কুঁড়েঘর প্রতীকে। এই আসনে মোট প্রার্থী সাত জন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চু। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি পেয়েছেন ফুলকপি প্রতীক। আর সাবেক যুবলীগ নেতা ফরিদ মাহমুদ পেয়েছেন কেটলি প্রতীক। এ আসনে মোট প্রার্থী নয় জন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ এবারও লড়ছেন নৌকা প্রতীকে। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমন। তিনি পেয়েছেন কেটলি প্রতীক। এই আসনে মোট প্রার্থী সাত জন। চট্টগ্রাম-১২ (পটিয়া) স্বতন্ত্র প্রার্থী হুইপ শামসুল হক চৌধুরী পেয়েছেন ঈগল প্রতীক। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন পটিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এই আসনে মোট প্রার্থী আট জন।
চট্টগ্রাম-১৩ (কর্ণপুলী-আনোয়ারা) আসনে টানা চতুর্থবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। মোট প্রার্থী সাত জন। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নজরুল ইসলাম চৌধুরী এবারও নৌকা প্রতীকে লড়ছেন। তার সঙ্গে লড়াইয়ে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, তিনি পেয়েছেন ট্রাক প্রতীক। মোট প্রার্থী আট জন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা নদভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, তিনি পেয়েছেন ঈগল প্রতীক। এই আসনে মোট প্রার্থী সাত জন। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে পেয়েছেন ঈগল প্রতীক। আরও দুই স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির ট্রাক ও খালেকুজ্জান পেয়েছেন বেঞ্চ। এই আসনে মোট প্রার্থী ১০ জন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে