ভারতে সংসদ থেকে তিন দিনে সাসপেন্ড ১৪১ এমপি
২০ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
সংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তিন দিনে সব মিলিয়ে ১৪১ জন বিরোধী এমপিকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। সংসদে স্মোক ক্যান নিয়ে দুই আগন্তুকের হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করছিলেন বিরোধী এমপিরা। ওয়েলে নেমে তারা তুমুল বিক্ষোভ দেখান, সেøাগান দেন। এর জেরে প্রবল হইহট্টগোলও হয়। অংসদীয় আচরণের অভিযোগে তিন দিনে মোট ১৪১ এমপিকে সাসপেন্ড করা হয়েছে। চলতি শীতকালীন অধিবেশনে তারা আর অংশ নিতে পারবেন না। অনেকেরই মতেই কার্যত বিরোধীশূন্য হয়ে পড়ল লোকসভা।
উল্লেখ করা প্রয়োজন, লোকসভায় ৩০০ জনের বেশি এমপি বিজেপি বা জোট দলগুলোর সঙ্গে যুক্ত। তিনদিনে ১৪১ জন এমপি সাসপেন্ড হওয়ার পর সংসদের নিম্নকক্ষ তথা লোকসভায় আর ১০০ জন বিরোধী এমপি রইলেন। উচ্চকক্ষ রাজ্যসভায় কেন্দ্রের শাসক দলকে প্রশ্ন করার জন্য ১০০ জনেরও কম বিরোধী এমপি রয়েছেন। সংসদে রয়ে যাওয়া বিরোধীদের মধ্যে অনেকেই আবার একাধিক বিতর্কিত বিল পাসের সময় তাদের সমর্থনের হাত বাড়িয়েছিলেন এনডিএ-এর দিকেই। সংসদে যারা রয়ে গেলেন তাদের মধ্যে রয়েছেন, অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং ওড়িশায় ক্ষমতায় থাকা বিজু জনতা দলের নেতারা। একাধিক বিতর্কিত বিল পাসের সময় কেন্দ্রীয় সরকারকে সমর্থন জানিয়েছিলেন তারা। অন্যদিকে, সাসপেন্ড হওয়া এমপিদের মধ্যে রয়েছেন কংগ্রেসের শশী থারুর, কীর্তি চিদম্বরম, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, জাতীয়তাবাদী কংগ্রেসের সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়রা। গতকাল সাসপেন্ড হওয়া এমপিরা সংসদের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। সাসপেন্ড হওয়া এমপিদের আরেকটি অংশ পার্লামেন্টের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে যোগ দেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, এনসিপি প্রধান শরদ পাওয়ার।
পার্লামেন্টে স্মোক ক্যানকাণ্ডে গত সপ্তাহ থেকেই উত্তাল দেশ। সংসদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। নিরাপত্তা লঙ্ঘনকাণ্ডে বারংবার শাসক দলকে বিদ্ধ করেছেন তারা। সংসদের ভেতরে ও বাইরে বিরোধী এমপিরা বিক্ষোভ দেখাচ্ছেন। সংসদে নিরাপত্তা লঙ্ঘনকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করছেন বিরোধী দলের এমপিরা। এমনকি তারা এ নিয়ে সংসদে আলোচনার দাবিও জানিয়েছেন। অভিযোগ, বিরোধীদের অনুরোধে কর্ণপাত করেনি শাসকশিবির। তারই প্রতিবাদেই শুক্রবার থেকেই বিরোধী দলের এমপিরা একজোট হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। বিরোধীদের বিক্ষোভে সংসদের দুই কক্ষের অধিবেশনে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ শাসক এনডিএ (এনডিএ) জোটের। কাজ হয়নি লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের হুঁশিয়ারিতে। তার জেরেই এই সাসপেনশনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে