নৌকার ভিআইপিদের সামনে অচেনা মুখ
২০ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে আওয়ামী লীগের মন্ত্রী, উপমন্ত্রীসহ হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী নেই। অনেকটা অচেনাদের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন এসব ভিআইপি প্রার্থীরা। এখানকার ১৬টি সংসদীয় আসনের পাঁচটিতেই নৌকার প্রার্থীদের বিরুদ্ধে পরিচিত কোন মুখ প্রার্থী হননি। নেই দলীয় কোন স্বতন্ত্র প্রার্থীও। ফলে বিজয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত এসব প্রার্থীরা। তবে বাকি নয়টি আসনে নিজদলের স্বতন্ত্র প্রার্থীদের মুখোমুখি হয়ে টেনশনে আছেন নৌকার প্রার্থীরা। দুটি আসনে জাতীয় পার্টির সমর্থনে নৌকার প্রার্থীদের সরিয়ে নেয়া হলেও স্বতন্ত্র প্রার্থীরা থেকে গেছেন মাঠে। শেষ পর্যন্ত দলীয় এসব প্রার্থীরা মাঠে থেকে গেলে অনেকের ভাগ্য বিপর্যয় ঘটতে পারে-এমন আশঙ্কাও করা হচ্ছে।
বিএনপিসহ সমমনা বেশির ভাগ রাজনৈতিক দলের বর্জনের মুখে একতরফা নির্বাচনে মূলত নিজেদের মধ্যেই লড়াইয়ে নেমেছেন সরকার দলীয় প্রার্থী ও তাদের সমর্থকেরা। এক তরফা এই নির্বাচনকে জমজমাট করতে দলের একাধিক প্রার্থীকে মাঠে নামিয়ে দেয়া হয়েছে। নৌকার বিরুদ্ধে দলীয় প্রার্থীদের লড়াইয়ে নামার এমন ঘটনায় দলের তৃণমূলে বিভক্তি আরো বাড়বে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। তাছাড়া নির্বাচনী লড়াইয়ে নিজেদের মধ্যে সংঘাত-সহিংসতার আশঙ্কাও প্রবল হচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে এমন নির্বাচন নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে এবারও নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। এ আসনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই তার। ভোটে প্রার্থী ছয় জন হলেও বাকি পাঁচ জনের তেমন পরিচিতি নেই। চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনে টানা চতুর্থবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ আসনে প্রার্থী সাত জন হলেও তাদের জনসমর্থন তেমন নেই বলে জানান স্থানীয়রা। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে এবারও নৌকার প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত লড়বেন কুঁড়েঘর প্রতীকে। বাকি পাঁচ প্রার্থী ভোটারদের কাছে নতুন মুখ। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবারও নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এ আসনে মোট প্রার্থী পাঁচ জন হলেও চার জন একেবারেই অপরিচিত। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুন। প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া এ প্রার্থীসহ ভোটে লড়বেন ছয় জন। দলীয় স্বতন্ত্র না থাকায় সুবিধাজনক অবস্থানে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আসা আল মামুন।
এ চারটি আসনে আওয়ামী লীগের এই চার নেতা টেনশনমুক্ত হলেও অন্য আসনগুলোর চিত্র ভিন্ন। অন্য আসনগুলোতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীরা। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ইচ্ছায় এ আসনে তার পুত্র রুহেলকে প্রার্থী দেয় আওয়ামী লীগ। নবাগত এ প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকার প্রার্থী সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তরমুজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়বের। এর আগে উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন আবু তৈয়ব।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা জামাল উদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে মাঠে নামায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান মিতা এমপি। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে স্বতন্ত্র হিসেবে কেটলি প্রতীকে লড়বেন আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চতুর্থবারের মত ছেড়ে দিয়েছে। তবে চবি ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহজাহান প্রার্থী হওয়ায় দুশ্চিন্তায় আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি নোমান আল মাহমুদকে প্রত্যাহার করে নিয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সোলায়মান শেঠকে ছেড়ে দেয়া হয়েছে। তবে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় কঠিন সঙ্কটে জাতীয় পার্টির প্রার্থী।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চু এমপি। তার মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলম। আর সাবেক যুবলীগ নেতা ফরিদ মাহমুদও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি নিয়ে মাঠে। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে তিনবারের সংসদ সদস্য নৌকার এম এ লতিফ মুখোমুখি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমনের। কেটলি নিয়ে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি। চট্টগ্রাম-১২ (পটিয়া) দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হুইপ শামসুল হক চৌধুরী। এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পটিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এই আসনে মোট প্রার্থী আট জন হলেও আওয়ামী লীগের এ দুই নেতার মধ্যে লড়াই জমে উঠেছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নজরুল ইসলাম চৌধুরী এবারও নৌকা প্রতীকে লড়ছেন। তার সঙ্গে লড়াইয়ে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা নদভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল প্রতীকের প্রার্থী এম এ মোতালেব। এই আসনে মোট প্রার্থী সাত জন হলেও ওই দুই নেতা এখন মুখোমুখি। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর টেনশন স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানকে নিয়ে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে