ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত ৩৭

স্বতন্ত্র-নৌকায় সংঘাত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২০ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী সভায় বেনাপল, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, পাবনা নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত হয়েছেন ৩৭ জন। এদিকে ভুঞাপুরে স্বতন্ত্র প্রার্থীর মিটিংয়ে হামলা করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
বেনাপোল অফিস জানায়, ভোট চাইতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের হাতে হামলার শিকার হয়েছেন। এদিকে এর জেরে লিটনের পক্ষের ও বিপক্ষের আওয়ামী লীগ নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বন্দর এলাকা। এতে স্বতন্ত্র প্রার্থী লিটনসহ ১০ জন আহত হন। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর পক্ষে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দফায় দফায় প্রতিবাদ মিছিল করেন বন্দরের শ্রমিক ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এঘটনায় বন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রশিদ অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন আমাদের কাছে ভোট চাইলে তাকে বলি, নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট দেব না। তুমি আগে এ বন্দরে বোমা মেরেছো, শ্রমিকদের মেরে আহত করেছ, তাই তোমাকে ভোট দেব না। এ কথা বলার সঙ্গে সঙ্গে লিটন আমাকে চড়-থাবা মারতে থাকেন। এসময় অন্যান্য শ্রমিকরা এসে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান।
এদিকে যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন জানান, সকালে তিনি নেতাকর্মীদের নিয়ে বন্দরের শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করতে যান। এসময় হঠাৎ বেনাপোল স্থলবন্দরের শ্রমিক নেতা রশীদ ও রাজু সর্দার তাদের ওপর চড়াও হয়ে গালিগালাজ করতে থাকেন। এসময় প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এতে তিনিসহ ১০ জন আহত হয়েছেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, এ ঘটনায় তিন শ্রমিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সবাইকে সুষ্ঠুভাবে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। যশোর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আচারণবিধি লঙ্ঘন হয়েছে, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় দুই পক্ষে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে এখন পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এছাড়া দুই পক্ষকেই শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।
ময়মনসিংহ ব্যুরো জানায়, নেত্রকোনা ৩ (কেন্দুয়া— আটপাড়া) আসনে কেন্দুয়ার মাসকা ইউনিয়নের মাসকা বাজারে প্রতীক বরাদ্দের দিনই নৌকার সমর্থক স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর ট্রাক প্রতীকের সমর্থকদের মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১২ জন আহত হয়েছে। এ ঘটনার পর কেন্দুয়া সদরে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল হয়। নৌকার সমর্থকরা সশস্ত্র অবস্থান নিলে মার খেয়ে ট্রাক সমর্থকরা নিরাপদে অবস্থান করে। উভয় পক্ষে তীব্র উত্তেজনা থমথমে পরিবেশ বিরাজ করে। যে কোন মূহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। নৌকার সমর্থকদের হামলায় আহতরা হলেন কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাফিত হোসেন বিজয়, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম বাদল, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর যুবলীগ নেতা আলাল মিয়া, কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন খান পাঠান, আয়োয়ার ও সাগর মিয়া প্রমুখ।
কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক বলেন, নেত্রকোনা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধর এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়। উভয় পক্ষের ১২ জন আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে এবার লড়াই হচ্ছে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, আরেকজন স্বতন্ত্র প্রার্থী ঢাকাস্থ তেজগা থানা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল আব্দুর রশীদ ও অপরজন স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ভুঞাপুরে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ভুঞাপুরে উত্তেজনা বিরাজ করছে। ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভুঞাপুর কাচার বাজারস্থ ডেল্টা লাইভ ইন্স্যুরেন্স কার্যালয়ে নির্বাচনী সভা চলাকালে নৌকা প্রতীকের প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের অনুসারীরা এ হামলা চালায়। এসময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বতন্ত্র ও ঈগল প্রতীকের প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম বাবলুসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতারা। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নেতাকর্মীদের নিয়ে ইন্স্যুরেন্স কার্যালয়ে নির্বাচনী সভা শুরু করেন। এসময় অতর্কিতভাবে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘নির্বাচনী সভা চলাকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরের ক্যাডাররা হামলা করেছে। এসময় অফিসে ভাঙচুর করা হয় এবং হুমকি দেওয়া হয়। এছাড়া আমাদের টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। পরে পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে থানাসহ নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে’।
তিনি বলেন, প্রার্থীর ওপর যদি হামলা হয় তাহলে ভোটার ও সমর্থকরা অংশগ্রহণ করবে না। তারা তো জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে আসবে না। ভোটাররা যদি ভোটকেন্দ্রে না আসতে পারে আমরাই যদি প্রচারণার ক্ষেত্রে বাধাগ্রস্ত হই তাহলে ভোটাররা ভোট দিতে আসবে কীভাবে।
পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত দীর্ঘ সময় প্রিন্সপাল আবু সাইয়িদ ও তার সমর্থকদের অবরুদ্ধ করে রাখা হয়। প্রিন্সিপাল আবু সাইয়িদ অভিযোগ করে বলেন, সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলায় নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে কয়েকটি গাড়ি নিয়ে বের হন অধ্যাপক আবু সাইয়িদ ও তার প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল বাতেনসহ সমর্থকরা। পথিমধ্যে বেড়া সিঅ্যান্ডবি বাজার এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ নেতা ময়ছারের নেতৃত্বে বহরে হামলা চালালো হয়। এসময় গাড়ি থেকে আবু সাইয়িদ সমর্থকদের নামিয়ে মারপিট করতে থাকে তারা। পরে দুপুর ১টার দিকে প্রচারণা বহর সাঁথিয়া বোয়ালিয়া বাজারে পৌঁছলে সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও বেড়া ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা অধ্যাপক আবু সাইয়িদের প্রচারণায় বাধা দিয়ে তাকে চলে যাওয়ার জন্য সেøাগান দিতে থাকে। আবু সাইয়িদ সমর্থকদের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে অধ্যাপক আবু সাইয়িদ চারিদিক থেকে অবরুদ্ধ করে রাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের সরিয়ে দিতে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

খুলনার কয়রায় হরিণের মাংস উদ্ধার

খুলনার কয়রায় হরিণের মাংস উদ্ধার

নগদের বোর্ড স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবে- গভর্নর

নগদের বোর্ড স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবে- গভর্নর

কুষ্টিয়ায় কাউন্সিলরসহ ৬ জনের জামিন,আদালতে ছাত্র-জনতার বিক্ষোভ

কুষ্টিয়ায় কাউন্সিলরসহ ৬ জনের জামিন,আদালতে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ

আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সেই খতিবকে অপসারণ

আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সেই খতিবকে অপসারণ

এমন হারেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন শান্ত

এমন হারেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন শান্ত

বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

আদিবাসী-সেটলার, পাহাড়ী-বাঙালী বিভাজন বন্ধ করুন, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করুন : এবি পার্টি

আদিবাসী-সেটলার, পাহাড়ী-বাঙালী বিভাজন বন্ধ করুন, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করুন : এবি পার্টি

ঘোড়াঘাটে ৪ ডাকাত গ্রেপ্তার, ট্রাক সহ সরঞ্জাম জব্দ

ঘোড়াঘাটে ৪ ডাকাত গ্রেপ্তার, ট্রাক সহ সরঞ্জাম জব্দ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বোমা বিস্ফরনে যুবক নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বোমা বিস্ফরনে যুবক নিহত

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির আহ্বান জামায়াতে ইসলামীর

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির আহ্বান জামায়াতে ইসলামীর

বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই : মেজর হাফিজ

বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই : মেজর হাফিজ

নদী দূষণমুক্ত করতে 'নদী আমার মা' শীর্ষক ব্যতিক্রমী উদ্যোগ

নদী দূষণমুক্ত করতে 'নদী আমার মা' শীর্ষক ব্যতিক্রমী উদ্যোগ

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ১৪ বছর বয়সী মনন

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ১৪ বছর বয়সী মনন

এভারকেয়ার, ল্যাবএইড, কমফোর্ট, মেডিনোভা, প্রো-অ্যাকটিভ-এ ডেঙ্গু টেস্টে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

এভারকেয়ার, ল্যাবএইড, কমফোর্ট, মেডিনোভা, প্রো-অ্যাকটিভ-এ ডেঙ্গু টেস্টে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

পাহাড়ীদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে না উঠলে সমস্যা থেকেই যাবে

পাহাড়ীদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে না উঠলে সমস্যা থেকেই যাবে

স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ

নুন্যতম মজুরি ২৫ হাজার টাকার দাবীতে আশুলিয়ায় বিক্ষোভ, ১৯কারখানা বন্ধ

নুন্যতম মজুরি ২৫ হাজার টাকার দাবীতে আশুলিয়ায় বিক্ষোভ, ১৯কারখানা বন্ধ

সিলেটে রাজনৈতিক মামলা থেকে বিএনপি নেতা মাহবুব চৌধুরী সহ অর্ধশতাধিক নেতাকর্মীর খালাস

সিলেটে রাজনৈতিক মামলা থেকে বিএনপি নেতা মাহবুব চৌধুরী সহ অর্ধশতাধিক নেতাকর্মীর খালাস

ইরানের ই-কমার্স বাণিজ্যের মূল্য ২ বছরে তিনগুণ বেড়েছে

ইরানের ই-কমার্স বাণিজ্যের মূল্য ২ বছরে তিনগুণ বেড়েছে