৭০ ভাগ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে
২০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
দেশের ৭০ ভাগ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে। ওই দিন ১ হাজার ৮৯৬ জন খেলবেন। আর বিএনপি ২৮ তারিখ (গত ২৮ অক্টোবর) লাল কার্ড খেয়ে এই খেলা থেকে বিদায় নিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে মহান বিজয় দিবসে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখে লাল কার্ড খাইয়া বিএনপি বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া। ধানের শীষ ভুয়া। বিএনপির নেতা নাই। আন্দোলন করবে কাকে নিয়ে? বিএনপির নেতা নাই, নির্বাচন করবে কাকে নিয়ে? বিএনপির আন্দোলনে রাজধানীতে একটি ট্রেনে দেয়া আগুনে বাচ্চা-মাসহ চারজনের প্রাণহানির জন্য দলটিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা এই নাশকতা ঘটালো, তাদের ক্ষমতা নেই। এ সময় তিনি বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে নাশকতার আন্দোলন, মানুষ পোড়ার আন্দোলন।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। ছাড়াছাড়ি নাই। খেলা চলবে। আওয়ামী লীগ খেলবে। ৭ তারিখে ফাইনাল। বিএনপি নাই। খবর নাই। একদফা ভুয়া। ভুয়া। বিএনপি ভুয়া। ২৮ দফা ভুয়া। ২৮ তারিখ ভুয়া। খাদে পড়ে গেছে। ১ হাজার ৮৯৬ জন মাঠে খেলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচন হবে। ২৭ দল মাঠে। তাহলে নির্বাচন অংশগ্রহনমুলক হবে না যারা বলে তারা ভুয়া। এরা বিএনপি দোসর। এ সময় ভুয়া ভুয়া স্লোগানে পুরো এলাকা কাঁপিয়ে তোলেন দলের নেতা-কর্মীরা।
গতকাল সকালে ট্রেনে নাশকতায় চারটি তাজা প্রাণ ঝড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজ সকালে বাচ্চা মায়ের কোলে। সে মা বাচ্চাসহ ট্রেনে আগুন সন্ত্রাসে ট্রেনে চারটি তাজা প্রাণ ঝড়ে গেলো। এই দৃশ্য ইসরাইলের যে হত্যাকান্ড শিশু নারী হত্যা, তা আজ বাংলাদেশে দেখলাম। রেলের ভেতর আগুন দিয়ে চারটি তাজা প্রাণ যারা হত্যা করেছে, তাদের ক্ষমতা নাই। তাদের আন্দোলন নাশকতার আন্দোলন, মানুষ পোড়ার আন্দোলন।
এ সময় নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগের শক্ত অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নাশকতার বিরুদ্ধে খেলা হবে। দূর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবন করেছিলো, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।
২১ হাজার নেতাকর্মী কারাগারে রয়েছে বলে বিএনপি নেতাদের দাবি মিথ্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২১ হাজার নাকি জেলে আছে। মিথ্যা কথা বলে। আমি চ্যালেঞ্জ করছি। জেলে আছে ১১হাজার। এর মধ্যে আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়ে গেছে। থাকলো ৯ হাজার। ২১ হাজার ভুয়া। যারা মিথ্যচার করে, তারা ভুয়া। বিএনপি ভুয়া। বিএনপি নেতাগুলো ভুয়া।
এ সময় বিএনপি আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, অন্ধকার থেকে বক্তৃতা করে, ছবি তোলে। ১০-১২ জন নিয়ে মিছিল করে। এটা আন্দোলন! বিএনপির আন্দোলন ভুয়া। আগামী বছর আবার আন্দোলন হবে। এ বছর পারলো না, আগামী বছর আবার আন্দোলন শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে তারপর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান লন্ডনে আছে। তার সাহস নাই। থাকলে এখানে মোকাবিলা করতো। রাজপথে থাকতো। জেলে যেতো। জেলে যেতে যার ভয় সে তো ভুয়া। তারেক রহমান ভুয়া। তার কথা ভুয়া। আন্দোলন আর হবে না।
দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে বক্তব্যের এক পর্যায়ে স্লোগান ধরেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সামনে আসছে ভালো দিন, নৌকা র্মাকায় ভোট দিন’, ‘সামনে আসছে শুভ দিন, নৌকা র্মাকায় ভোট দিন’, ‘নৌকা নৌকা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতা-কর্মীদের মাছে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন প্রতিরোধ করতে এলে জনগণকে নিয়ে তা প্রতিহত করার ঘোষনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা ভোটে বাধা দেবে, ভোট কেন্দ্রে আসতে বাধা দেবে, যারা নির্বাচনে পরিবেশ নষ্ট করবে, তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী, তারা প্রতিহত করবে। এদের প্রতিহত করে, পরাজিত করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরেও পৌঁছাবে।’ তিনি বলেন, তারা হাঁটু ভাঙা, মাঝা ভাঙা, কোমড় ভাঙাদের দিয়ে জগাখিচুরিরর আন্দোলন করছে। এটা ভুয়া।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে