আওয়ামী লীগের বিজয় র্যালি পরিণত হলো নির্বাচনী শোডাউনে
২০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
দ্বাদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণার দ্বিতীয় দিনে আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের শোভাযাত্রা পরিণত হয়েছে নির্বাচনী শো-ডাউনে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহওয়ার্দী উদ্যান থেকে ওই শোভাযাত্রাটি বের হয়। শেষ হয় ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারে। শোভা যাত্রায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে শো ডাউন দিতে দেখা গেছে দলটির দলীয় প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের।
শোভাযাত্রার পূর্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশনের সামনে মঞ্চে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা। কিন্তু শোভাযাত্রাটি মহান বিজয় দিবসের হলেও সেখানে নির্বাচনী আমেজই বেশি দেখতে পাওয়া যায়। এর আগে দুপুর আড়াইটায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা শুরু করে আওয়ামী লীগ। বিজয় শোভাযাত্রায় অংশ নিতে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এ সময় শোভাযাত্রায় ভ্যান ও ঘোড়ার গাড়িতে করে ঢাকায় নৌকার প্রার্থীদের বড় বড় ছবি সম্বলিত ফেস্টুন দেখা যায়। ঢাকায় নৌকার প্রার্থীদের সমর্থকরা অনেকে দলীয় পতাকা ও দলীয় প্রতীক নৌকা নিয়ে মটর বাইক ও পদযাত্রা করেছেন।
শোভাযাত্রার কারণে দুপুর থেকে রাজধানীর প্রধান সড়ক শাহবাগ ও মৎসভবনের সড়কটি বন্ধ হয়ে গেলে ব্যাপক ভোগান্তিতে পরে রাজধানীর পথচারী ও সাধারণ মানুষ। বিজয় শোভাযাত্রার মূল কেন্দ্র রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশনের আসে পাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সব চেয়ে বেশি ভোগান্তিতে পরে অফিস ফেরত মানুষ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশনের সামনে মঞ্চে শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতা-কর্মীদের বক্তব্য শেষে শুরু হবে শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশ নিতে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ট্রাক, পিকআপ ভ্যান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। যাদের একটি বড় অংশ ছিল ঢাকা বিভিন্ন আসনে নৌকার প্রার্থীদের কর্মী সমর্থক। শোভাযাত্রায় ঢাকার নির্বাচনী আসনগুলোর নৌকার প্রার্থীরা নিজেদের প্রচারনা চালান। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মহান বিজয় দিবসের এই র্যালীতে ফুঠে উঠেছে নির্বাচনী আমেজ আর প্রচার প্রচারনা। নেতার ছবি সংবলিত নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুনে মুখরিত এলাকা। চলে ব্যান্ডের তালে তালে নৃত্য আর দলীয় প্রতীক নৌকা নিয়ে গান। শোভাযাত্রায় আওয়ামী লীগের এবারের নির্বাচনে ঢাকার প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে আলাদা আলাদাভাবে অংশ নেন। ঢাকায় আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকরা শোভাযাত্রায় মোটর বাইক নিয়ে শো ডাউন করেছেন। শোভাযাত্রায় ঢাকার অনেক প্রার্থী আওয়ামী লীগের নির্বাচনী গান ‘নৌকা’ বাজাতে দেখা গেছে। শোভাযাত্রায় শো ডাউন দিতে দেখা গেছে, ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলেয়মান সেলিম ও ঢাকা-১৪ আসনের দল মনোনীত প্রার্থী মাঈনুল হোসেন খান নিখিলকে। সোলেমান সেলিমকে এ সময় নিজের মোবাইল ফোনে নিজের সমর্থকদের সঙ্গে ‘সেলফি’ তুলতেও দেখা যায়। আর জাতীয় পতাকা হাতে খোলা জিপে দেখা যায় নিখিলকে। শোভাযাত্রায় ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্নার কর্মী সমর্থকরাও নৌকা প্রতীক প্রদর্শন করতে দেখা যায়। এ ছাড়া ঢাকা-৬ আসনের দলের প্রার্থী সাঈদ খোকনের সমর্থকরা প্রতিকী ‘নৌকা’ নিয়েই বিজয় শোভাযাত্রায় আসনে। শোভাযাত্রায় বাংলাদেশের পতাকা হাতে দেখা যায় ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌসকে। এ ছাড়া বিজয় শোভাযাত্রায় ঘোড়ার গাড়িতে ‘নৌকা’ প্রতীকের ফেস্টুন নিয়ে দেখা যায় ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থকদের। এ ছাড়া ভ্যানে করে ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলামের বড় বড় ছবি সম্বলিত ফেস্টুন নিয়ে বিজয় শোভাযাত্রায় এসেছেন তার কর্মী ও সমর্থকরা।
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় মঞ্চে থেকে আরো বক্তব্য দেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে