টার্গেট ১০ লাখ লোকের সমাগম আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু আজ

আজ সিলেটে শেখ হাসিনার জনসভা

Daily Inqilab বিশেষ সংবাদাতা, সিলেট থেকে

২০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

১০ লাখ লোকের সমাগম ঘটবে সিলেটের আলিয়া মাদরাসা ময়দানে! সেরকম প্রত্যাশা স্থানীয় আওয়ামী লীগ সংশ্লিষ্টদের। এমনই এক সমাবেশে আজ (বুধবার) বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্যের মধ্যে দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। অতীতেও সিলেট থেকে শুরু হয়েছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। এর ব্যতিক্রম হচ্ছে না এবারও। ইতোমধ্যে দলীয় প্রধানের সফর সফলের লক্ষে গত ১৩ ডিসেম্বর সিলেটে এসেছিলেন বিশেষ একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ওই দিন বেলা আড়াইটায় সিলেট মহানগরের আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যেও প্রদান করেন তিনি। সেখানে উপস্থিত নৌকা মনোনীত প্রার্থীদের প্রত্যকে ১০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদানের পরামর্শ প্রদান করেন তিনি। অপরদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটে মহানগর আওয়ামী লীগের ৫ দিনব্যাপী প্রচার কর্মসূচি ঘোষণা করে।

গতকাল মহানগর আওয়ামী লীগের এক প্রচার মিছিলের মধ্যে দিয়ে শেষ হয় ধারাবাহিক কর্মসূচি। এছাড়া গতকাল প্রধানমন্ত্রীর নির্বাচনি সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল দুপুর বারোটায় জনসভাস্থল পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন তারা।

জনসভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সকল প্রস্তুতিতে সন্তেুাষ প্রকাশ করে বলেন, সিলেট আমাদের পুণ্যভূমি, এই পুণ্যভূমি থেকেই প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরো বলেন, সিলেটবাসীকেও অনেক কিছু দিয়েছেন তিনি। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এইসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে নানক বলেন, আগামীকালকে (আজ) আলিয়া মাদাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সবকয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন, জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে, সফরকে ঘিরে পুরো সিলেট নগরী নতুন সাজে সেজেছে। পুরো নগর জুড়ে সাজ সাজ রব। নগরীর বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়েছে নান্দনিক মঞ্চ। সমাবেশে ১০ লাখ লোকের জনসমাগম ঘটাতে তৎপরতা চালাচ্ছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে কর্মব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। গোটা সিলেট নগরীকে ‘পাল্টে দিতে’ কাজ করছেন তারা। সিলেট নগরীর বিভিন্ন সড়কে লাগছে সংস্কারের ছোঁয়া। যেসব সড়ক বছরের পর বছর বেহাল ছিল, সেগুলো এখন নতুন রূপ পেয়েছে।

বিশেষ করে নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক সংস্কার করা হচ্ছে। এছাড়া, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা বর্ধনকারী ফুল গাছ লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠও সংস্কার করা হয়েছে। এর আশপাশের এলাকাতেও লেগেছে সৌন্দর্যের ছোঁয়া। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও সিলেট থেকে নির্বাচনী প্রচারে নেমেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে সমাবেশের মাধ্যমে নির্বাচনী সফর শুরু করেছিলেন তিনি। এবারও তার সফরসূচিতে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত রয়েছে।

সরেজমিনে সরকারি আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে হচ্ছে মঞ্চ। চলে এসেছে ঐতিহাসিক কলরেডি মাইক। গাছে গাছে সেই মাইক লাগানোর প্রস্তুতি শেষ পর্যায়ে। বাঁশ দিয়ে চারদিকে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। মাঝে মাঝে নেতাকর্মীরা মঞ্চ তৈরির কাজ দেখতে আসছেন।
অপরদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সিলেট। কড়া সর্তকতায় দায়িত্ব পালন করছে বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফরসূচি অনুযায়ী, সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সিলেটের প্রথম কর্মসূচি হিসেবে তিনি হযরত শাহজালাল (র.)- এর দরগাহ জিয়ারত করবেন। তার সফর নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নিñিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দরগাহ এলাকা। সেখানকার জিয়ারতের কর্মসূচি শেষে বঙ্গবন্ধুকন্যা সিলেটের হযরত শাহ পরান (র.)- এর মাজারও জিয়ারত করবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর মহানগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি।

এদিকে, সমাবেশ প্রসঙ্গে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট থেকেই শুরু হবে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়ে যাবেন, সেই নির্দেশনাই পালন করতে প্রস্তুত আমরা। এছাড়া সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটাতে কাজ করেছি আমরা। সিলেটের উন্নয়নে অসামান্য অবদান রয়েছে প্রধানমন্ত্রীর। এর প্রতিদান আসন্ন নির্বাচনে দেবেন সিলেটবাসী।

জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলিয়া মাদরাসা মা প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রীর এই সমাবেশে।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। কারণ সামনের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। সেই নির্বাচনি বার্তা পেতে তৃণমূলের সব নেতারা নেত্রীর কথা শোনার জন উপস্থিত হবেন সমাবেশে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
আরও

আরও পড়ুন

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে