ট্রেনে আগুন বিমানবন্দর থেকে তিন বগিতে ওঠা তিন ব্যক্তিকে ঘিরে সন্দেহ

নিহতদের একজন বিএনপি নেতা আব্দুর রশীদ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২১ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

মোহনগঞ্জ এক্্রপ্রেস ট্রেনে আগুনে পুড়ে নিহতদের একজন বিএনপি নেতা আব্দুর রশীদ ঢালী (৬০)। নেত্রকোনা জেলা যুবদলের জনপ্রিয় সাবেক এ নেতা বর্তমানে নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। বিএনপির এ নেতার গ্রামের বাড়ি নেত্রকোনা শহরের নাগড়া এলাকায়। নিহত রশীদ ঢালী শহরের বড়বাজার এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে আব্দুর রশীদের লাশ সনাক্ত করেন তার পুত্র মামুন। এছাড়া নিহত অপর জনের নাম খোকন মিয়া (৩৫)। বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুশাহ গ্রামে। এ নিয়ে আগুনে পুড়ে মারা যাওয়া ৪ জনেরই পরিচয় সনাক্ত হয়েছে।

নেত্রকোনা থেকে কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্্রপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে থামে গত মঙ্গলবার ভোর ৫টার দিকে। এ সময় ট্রেনের তিনটি বগিতে উঠেছিলেন তিন ব্যক্তি। তারাই ট্রেনের সিটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিতে পারেন। এমনটাই ধারনা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এদিকে বিমানবন্দর থেকে ট্রেনটি ছেড়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেজগাঁও স্টেশনে পৌঁছার পর ট্রেনে আগুন লাগার খবর পান চালক। তাৎক্ষণিকভাবে আগুনের খবর কেন চালক পেলেন না, সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ সব বিষয়ে আমলে নিয়ে তদন্ত চলছে।

আগুনের ঘটনায় হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ ট্রেনের পরিচালক (গার্ড) খালেদ মোশারেফ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, বিমানবন্দর স্টেশনেই যাত্রীবেশে কে বা কারা ট্রেনে আগুন দিয়েছে। ওই স্টেশন পার হওয়ার পরই আগুন ট্রেনে ছড়িয়ে পড়ে। তবে চালক টের পাননি।

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত প্রমাণ করে যে এটি একটি নাশকতামূলক কাজ। মঙ্গলবার ভোর রাতে ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশনে থেমেছিল। সেখান থেকে তিন ব্যক্তি ট্রেনে উঠেছিল। ধারণা করা হচ্ছে ট্রেনের বগিতে আগুন দিয়ে তারা নেমে যায়। তিনি জানান, বিমানবন্দর স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যবেক্ষণের কাজ চলছে। ওই ট্রেনে কারা উঠেছলেন, তেজগাঁও স্টেশন থেকে কারা নেমেছেন তা জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে রেলওয়ে পুলিশ বলছে, ট্রেনে রেলওয়ের পক্ষ থেকে একজন পরিচালক থাকেন, যিনি ট্রেনের সার্বিক তত্ত্বাবধান করেন। তাছাড়া প্রতিটি বগিতে একজন করে সুপারভাইজার থাকেন। আগুন লাগার তথ্য দ্রুততম সময়ে চালককে (লোকোমাস্টার) জানানোর দায়িত্বও তাদের। কিন্তু সেটি তারা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। এ কারণে ক্যান্টনমেন্ট স্টেশন ছাড়িয়ে তেজগাঁও আসার পর চালক আগুন লাগার খবর পান। ট্রেনের বগিতে জিআরপি পুলিশও থাকেন। তবে তারাও আগুনের খবর প্রথমে পাননি।

ওই ট্রেনের পরিচালকের দায়িত্বে থাকা খালেদ মোশারফের দাবি, ট্রেনটিতে ১৪টি বগি ছিল। তিনি ছিলেন একেবারে শেষ বগিতে। আগুন লাগে সামনের দিক থেকে ৬ নম্বর বগিতে। আর পেছন থেকে ৮ নম্বর বগিতে। তেজগাঁও রেলস্টেশনে আসার পর তিনি দেখতে পান ট্রেনের সামনের দিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের চালককে বিপজ্জনক সংকেত দেন। তখনই ট্রেন থামানো হয়।

তবে ট্রেনের চালক দিলীপ কুমার মণ্ডল বলেন, বগিতে আগুন লাগলে সেই তথ্য তাকে না জানালে সেটি চালকের আসনে বসে বোঝা প্রায় অসম্ভব। তবে তেজগাঁও রেলস্টেশনে আসার পর তাকে আগুনের খবর জানালে সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থামান।

নিহত ৪ জনের মধ্যে অজ্ঞাত দু’জনের এক জনের নাম আব্দুর রশীদ ঢালী। অপরজনের নাম খোকন মিয়া। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেন।

হাসপাতাল মর্গে সনাক্ত হওয়া রশিদ ঢালীর (৬০) লাশ তার ছেলে মামুনের কাছে হস্তান্তর করে পুলিশ। রশিদ ঢালীর ভাতিজা বেলাল আহমেদ বলেন, কোমরে তাবিজ, হাতে আংটি,গায়ের পোশাক দেখে চাচাকে চিনতে পারি। পরে তার ছেলে মামুন এসেও চাচার লাশ শনাক্ত করে। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার সদরে। সেখানেই জানাজা শেষে লাশ দাফন করা হবে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আব্দুর রশিদ ঢালী বিএনপির নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছিলেন। এর আগে তিনি জেলা যুবদলের নেতা ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বাসিন্দা রশীদ শহরের বড়বাজার এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। রশীদ ঢালীর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকানা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়া খোকনের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুশাহ গ্রামে। বাবার নাম মৃত নুর ইসলাম। স্ত্রী সাজন আক্তার এবং এক ছেলে-এক মেয়ে নিয়ে নারায়ণগঞ্জের বিসিক এলাকায় থাকতেন তিনি। তার পরিবার বলছে, ঘটনার সময় মা ও সন্তানকে আগুন থেকে বাঁচালেও ট্রেনের ভেতরে পুড়ে মারা যান খোকন। নিহত খোকনের চাচাতো ভাই মো. জিলহজ্জ জানান, অবন্তি কালার টেক্্রাইল লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অপারেটর হিসেবে চাকরি করতেন খোকন। একই কারখানায় চাকরি করেন খোকনের স্ত্রী। খোকনের বড় ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে গত বৃহস্পতিবার নিজের শিশু কন্যা শারমিন এবং মা বকুল বেগমকে নিয়ে গ্রামে গিয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ করে সোমবার দিবাগত রাতে মা এবং মেয়েকে নিয়ে খোকন ঢাকার উদ্দেশ্যে রওনা হন। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মোহনগঞ্জ এক্্রপ্রেসে উঠেছিলেন। একই বগিতে ছিলেন তিনজন। ট্রেনটিতে যখন আগুন লাগে, তখন জানালা দিয়ে খোকন তার মাকে বাইরে বের করেন। এরপর জানালা দিয়েই তার মেয়েকে মায়ের কোলে দেন। কিন্তু ধোঁয়ায় বগিটি আচ্ছন্ন হয়ে যাওয়া নিজে আর বের হতে পারেননি। তার বৃদ্ধ মাও তাকে আর বের করার কোনো সুযোগ পাননি। এরপরে আগুন ছড়িয়ে পড়লে বাইরে দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার মায়ের। খোকনের মা এই দুর্ঘটনাটি কাউকে জানাতে পারছিলেন না। গত মঙ্গলবার সকালে টেলিভিশনে খোকনের মায়ের আহাজারি দেখে তারা বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে গ্রাম থেকে তেজগাঁও রেলস্টেশনে এসে খোকনের মায়ের সন্ধান পান এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোকনের লাশের সন্ধান পান।

কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বলেন,‘দুই পরিবারের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। পরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।’

এর আগে নিহত নাদিরা আক্তার (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন রহমানের লাশ সনাক্ত করেন স্বজনরা। নিহতদের মধ্যে রশীদ ঢালী এবং নাদিরা আক্তার পপি ও তার ছেলে ইয়াসিন রহমান পিয়াসের তিনজনের বাড়ি নেত্রকোনায়। এর মধ্যে পপিদের বাড়ি নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামে। পপির স্বামী মিজানুর রহমান মিজান কারওয়ান বাজারে হার্ডওয়ার দোকানে কাজ করেন। তিনি তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে- ঢাকা জেলা প্রশাসক
জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
দুষ্ট লোকেরা বলে, আ’লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায় বিএনপি: শহীদুজ্জামান
এবার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আরও

আরও পড়ুন

ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ

ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ

হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী

গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী

জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে- ঢাকা জেলা প্রশাসক

জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে- ঢাকা জেলা প্রশাসক

ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির

ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির

গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়

গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়

রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর মেশিন জব্দ

উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর মেশিন জব্দ

নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারীসহ আহত অর্ধশত

নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারীসহ আহত অর্ধশত

দুষ্ট লোকেরা বলে, আ’লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায় বিএনপি: শহীদুজ্জামান

দুষ্ট লোকেরা বলে, আ’লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায় বিএনপি: শহীদুজ্জামান

কটিয়াদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কটিয়াদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রুপির দাম তলানিতে, নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক

রুপির দাম তলানিতে, নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়

‘উন্নয়নের অংশীদার, প্রবাসীরাও দাবিদার’ শ্লোগানে রিয়াদে প্রবাস মেলা’র ১১ বর্ষে পদার্পণ ‍উদযাপন

‘উন্নয়নের অংশীদার, প্রবাসীরাও দাবিদার’ শ্লোগানে রিয়াদে প্রবাস মেলা’র ১১ বর্ষে পদার্পণ ‍উদযাপন

এবার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

এবার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

হিলিতে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

হিলিতে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না

ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান

মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ

মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ