দুষ্ট লোকেরা বলে, আ’লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায় বিএনপি: শহীদুজ্জামান
১৮ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেছেন, আমার কাছে জামায়াতকে মনে হয় বিএনপির তুলনায় কিন্তু মোর রেশনাল (অধিক বিচক্ষণ)। কেননা বিএনপি হচ্ছে একেবারে ডেস্পারেট (মরিয়া)। সবচেয়ে বড় অনৈক্যের কারণ হয়ে দাঁড়াবে এই বিএনপি।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে যদি ঐক্য রাখতে হয়, তাহলে আমার মনে হয় একটা মৌলিক দ্বিভাজন থাকবে। সেটা হচ্ছে, ফ্যাসিজম যারা স্থায়িত্ব করেছে তাদের বিচার এবং শাস্তি। এটা বিএনপির জন্য খুবই কঠিন। আমার মনে হয় বেশিরভাগ দেশবাসী মনে করে, বিএনপি বিচার এবং শাস্তিকে মোটেও গুরুতরভাবে নেয় না।
শহীদুজ্জামান আরও বলেন, দুষ্ট লোকেরা বলে, বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায়। এই কথাটা এখন ব্যাপকভাবে ছড়াচ্ছে। আমি যতদূর বাইরে দেখি, এটা তাদের একটা বড় দুর্বলতা। আমার মনে হয় এখানেই বিএনপির সবচেয়ে বড় দ্বন্দ্ব হবে।
আন্তর্জাতিক এই বিশ্লেষক বলেন, একদিকে তাদের চোখে ন্যাশনাল ইউনিটি হচ্ছে যে, ফ্যাসিজমের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু আমার মনে হয়, এত বিভেদ সৃষ্টিকারী মনোভাবে এই ক্ষেত্রে বিএনপি একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ একদিকে দেখতে পাচ্ছি, অন্যান্য প্রোগ্রেসিভ গ্রুপস রয়েছে, তাদের পর্যাপ্ত ধৈর্য রয়েছে এবং তারাই সবচেয়ে বেশি কাছাকাছি স্বীকৃতি দিচ্ছে যে, এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্যাসিজমের বিচারের প্রশ্নটা প্রবেশ করতে যাচ্ছে।
‘‘এই যে ট্রায়ালটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে), এখনও কিন্তু এটা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এখনও ইন্ডিয়া এটা কোন ভাবেই সিরিয়াসলি নেয় নাই’’ বলেন তিনি।
অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, আমার মনে হয় জাতীয় ঐক্যের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রেক্ষাপট সেটা হচ্ছে, এই যে একটা ঘটনা ঘটেছে.. শেখ মুজিবের পরিবারের আসলেই গুরুতর একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে, হাসিনা পুরো গেইমের বাইরে টিউলিপকে রাখতে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার কারণে দুর্নীতির খেলায় ব্রিটিশ পলিটিক্সে টিউলিপের ভবিষ্যৎ ক্যারিয়ার শেষ হয়ে গেছে।
তিনি বলেন, টিউলিপের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল শুধু তাই নয় আজকে আমি শুনলাম যে, এই রাশিয়ান কোম্পানির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েক বিলিয়ন ডলারের দুর্নীতির বিষয়টা এখন ব্রিটিশ মিডিয়াতে চলে এসেছে। আমি যতদূর জানি, কিছু বাংলাদেশ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও কিন্তু ব্রিটেনে বসে তথ্য প্রোভাইড করছে।
‘‘তারপরে আরো সিরিয়াস হচ্ছে যে, আমেরিকান ইন্টেলিজেন্স অলরেডি এই জয়ের (দুর্নীতির) বিষয়টা একটা বড় অ্যামাউন্ট যে তার চারপাশে ঘুরছে, এই বিষয়টা জেনে গিয়েছে। এখানে ওয়েস্টার্ন ইন্টেলিজেন্সের তাৎপর্য হচ্ছে, ওরাই একমাত্র পারবে রাশিয়ান নিউক্লিয়ার সাইন্টিস্ট এবং ওই রাশিয়ান কোম্পানির ভিতরের খবর বেশি করে বের করতে।
আন্তর্জাতিক এই বিশ্লেষক আরও বলেন, সামগ্রিকভাবে বড় রকমের ঘাটতি রয়েছে বাইরে থেকে যা বোঝা যায় না। কিন্তু বড় রকমের ঘাটতি রয়েছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কিছু লেফট (বামপন্থী) তাদের চিন্তাধারায় বিচক্ষণতা আছে। আবার অন্যদিকে রাইটিস্ট (ডানপন্থী) জামায়াত তাদের চিন্তাধারায় অনেকাংশেই স্বার্থ প্লাস কিছুটা বিচক্ষণতা আছে। আমার কাছে জামায়াতকে মনে হয় বিএনপির তুলনায় কিন্তু মোর রেশনাল (অধিক বিচক্ষণ)। কেননা বিএনপি হচ্ছে একেবারে ডেস্পারেট (মরিয়া)। সবচেয়ে বড় অনৈক্যের কারণ হয়ে দাঁড়াবে এই বিএনপি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮
বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের
‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না: খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি