ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

বগুড়ায় জাপার কোটার প্রার্থীরা ঝুঁকিতে, স্বতন্ত্র আতঙ্ক সর্বত্র

Daily Inqilab বিশেষ সংবাদদাতা, বগুড়া থেকে

২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া ২ ও ৩ আসনে জাতীয় পার্টির দুই এমপি প্রার্থী চরম ঝুঁকিতে আছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই অবস্থা বিরাজমান বগুড়া ৪ আসনেও। এই আসনগুলোতে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের ধরাশায়ী হতে পারেন ক্ষমতাসীন দলের সাথে লিয়াজোঁ করে পাওয়া কোটার এমপি প্রার্থীরা।

মাঠ পর্যায়ে জনমত যাচাই করে পাওয়া তথ্যে দেখা যায়, শিবগঞ্জ উপজেলাকে নিয়ে গঠিত বগুড়া ২ সংসদীয় আসনের বর্তমান এমপি শরিফুল ইসলাম জিন্না ২০১৪ ও ১৮ সালে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একইভাবে দলের প্রতীক লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন। কোটার প্রার্থী হওয়ায় এই আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শিবগঞ্জের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তৌহিদুর রহমান মানিককে নির্বাচন থেকে সরে যেতে হয়েছে। অথচ দলীয় মনোনয়নের জন্য তাকে মেয়র পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। এই বিষয়টিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোভাবে মেনে নিতে পারেনি বলেই দলটির অনেকেই এই তথ্যটি নিশ্চিত করেন।

এই আসনে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে ভোট করছেন প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন ও সাবেক মহিলাদল নেত্রী ও শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম ভোট করছেন ট্রাক প্রতীক নিয়ে। বগুড়া-২ এলাকায় গণসংযোগ কার্যক্রমে বিউটি বেগম ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আকরাম হোসেন জাতীয় পার্টির এমপি ও এমপি প্রার্থী শরিফুল ইসলাম জিন্নার চেয়ে এগিয়ে আছেন বলে সাধারণ ভোটারদের অভিমত। এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

একই অবস্থা বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাকে নিয়ে গঠিত বগুড়া ৩ সংসদীয় আসনেও। এই আসনের বর্তমান এমপির নাম নুরুল ইসলাম তালুকদার। তিনি ২০১৪ ও ১৮ সালের ঘটনাবহুল ১০ম একাদশতম সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। ওই দুইবারের মতই তৃতীয়বারেও তিনি এমপি হতে চলেছেন বলে ছড়ানো ধারণা মাঠ পর্যায়ে মার খেয়েছে বলে জানা যাচ্ছে।

এলাকার ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, বগুড়া-৩ আসনটি তৃতীয় বারের মত জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ও সদ্যপদত্যাগী উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু প্রত্যাহার করে নিয়েছেন তার প্রার্থিতা। এই আসনে স্বতন্ত্রসহ মোট মনোনয়ন প্রত্যাশী ছিল ১৬। আওয়ামী লীগ ও জাকের পার্টির প্রত্যাহার এবং স্বতন্ত্র তিন জনের মনোনয়ন বাছাইয়ে বাতিল শেষে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বি এখন ১১ জন।

এরা হলেন- জাতীয় পটির মনোনীত লাঙ্গলের প্রার্থী নুরুল ইসলাম তালুদার, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদী ট্রাক মার্কা, আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার কাঁচি মার্কা, আফরিনা পাভীন বাংলাদেশ সুপ্রীম পাটি (বি,এস,পি), একতারা মার্কা, আব্দুল মোত্তালেব হোসেন তৃণমূল বিএনপি, সোনালী আঁশ মাকা, আ. মালেক সরকার জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল মশাল মার্কা, তাজউদ্দীন মন্ডল বাংলাদেশ কংগ্রেস ডাব মার্কা, নজরুল ইসলাম স্বতন্ত্র কেটলি মার্কা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, ফেরদৌস, স্বাধীন, ফিরোজ ঈগল মার্কা, রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ জাতীয়তাবাদি অন্দেলান বিএনএম নোঙ্গর মার্কা, মো. আফজাল হোসেন স্বতন্ত্র ফুলকপি মার্কা।

স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের মতে নুরুল ইসলাম তালুকদার রাজনৈতিক নেতা হিসেবে তেমন প্রতিষ্ঠিত কেউ ছিলেন না। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে কোটার জেরে এমপি হলেও চলতি নির্বাচনে চরম ঝুঁকিতে রয়েছেন। এই আসনে আদমদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান সিরাজুল ইসলাম রাজুর পুত্র খান সাইফুল্লাহ এবং সিনিয়র আওয়ামী লীগ নেতা অজয় কুমার স্বতন্দ্র প্রার্থী হিসেবে যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাতে জাতীয় পার্টির কোটাভুক্ত এমপি প্রার্থীর বিজয় চরম ঝুঁকিতে রয়েছে বলে মনে করা হচ্ছে।

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলাকে নিয়ে গঠিত বগুড়া ৪ সংসদীয় আসনে ১৪ দলবুক্ত জাসদ ইনুর প্রার্থী হয়েছেন বর্তমান এমপি জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট করবেন বিধায় আওয়ামী লীগের কাহালু উপজেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র হেলালুদ্দিন কবিরাজের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে হয়েছে। এই আসনে ২০১৪ সালে এমপি নির্বাচিত হন রেজাউল করিম তানসেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মোশারফ হোসেনের কাছে তিনি পরাজিত হন। তবে ২০২২ সালে ডিসেম্বরে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বগুড়া ৪ আসনের এমপি মোশারফ হোসেনকে সংসদ থেকে পদত্যাগ করতে হয়। ফলে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত উপ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের কাছে সামান্য ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।

এই নির্বাচনে এবার মহাজোট প্রার্থীকে বগুড়া ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকধারী সাবেক বিএনপি নেতা ও চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা এবং হিরো আলমকে মোকাবেলা করতে হবে। বিষয়টিকে মহাজোটের শরিকদলের নেতা-কর্মীরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান