বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থীর নৌকাডুবির শঙ্কা
২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
আওয়ামী লীগ জাসদের আভ্যন্তরীণ দ্বন্দের জেরে বগুড়া ৪ সংসদীয় আসনের জাসদ (ইনু) এর নৌকা প্রতীকধারী প্রার্থী মো. রেজাউল করিম তানসেনের ভরাডুবির শঙ্কা তৈরী হয়েছে। বিস্ময়করভাবে এই আসনে সাবেক এমপি ও সাবেক বিএনপি নেতা ডা. জিয়াউল হক মোল্লার ঈগল প্রতীকের জনপ্রিয়তা লক্ষণীয়। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে বিষয়টি ঈগল ঝড়ে নৌকা ডুবির শঙ্কা হিসেবে প্রতিভাত হচ্ছে। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রায় খটকা লেগেই আছে।
পর্যবেক্ষকদের মতে এই আসনের বর্তমান এমপি রেজাউল করিম তানসেনের অতীত কর্মকান্ডের কারণে কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এখন ক্ষোভের আগুন জ¦লছে। জাসদ (ইনু) এর একজন নেতা বারবার এমপি নির্বাচিত হবে আর তারা উপেক্ষিত বঞ্চিতই থেকে যাবে এটা তারা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেননা বলে জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতার্কীরা। ফলশ্রুতিতে গত মঙ্গলবার নৌকা প্রতীকধারী জাসদ প্রার্থীর সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় সভায় যোগ দেওয়ার জেরে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে উপজেলা আওয়ামী লীগ বহিষ্কার করেছে।
এর আগে নন্দীগ্রাম উপজেলায় নৌকা প্রতীকের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে ঈগল মার্কার প্রচারণা করায় আওয়ামী লীগের তিনজন নেতাকর্মীকে মারধর করেছে জাসদ নেতা তানসেনের পক্ষের কর্মী সমর্থকরা। গত সোমবার দুপুরে দিকে নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারে এই হাতাহাতির ঘটনা ঘটে। কর্মীদের হাতে লাঞ্ছিত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা রুবেল, মোফাজ্জল ও রুহুল আমিন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওই হাতাহাতির বর্ননা দিয়ে স্থানীয়রা জানান, সিমলা বাজারে হাট চলাকালে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তার কর্মী-সমর্থকরা প্রচারণা করে। দুপুর ১টার দিকে একই বাজারে গণসংযোগে যান ঈগল প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও প্রকাশ্যে প্রচারণায় অংশ নেয়। ঈগল মার্কার প্রার্থী সিমলা বাজার থেকে চলে যাওয়ার পর ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতার সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় নৌকা মার্কার কর্মী সমর্থকরা। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নৌকার কর্মী মহিদুল ইসলাম বাবু অভিযোগ করেন, ১৪ দলের জোট নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের ওই আওয়ামী লীগ নেতারা ঈগল মার্কার প্রচারণা করছিল।
মারামারির ঘটনার ব্যখ্যা দিয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুবেল হোসেন বলেন, জাসদ নেতাকে নৌকা মার্কা দেওয়ায় তারা স্থানীয়ভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঈগল মার্কার প্রচারণা করছেন। জাসদ নেতা তানসেন আওয়ামী লীগের সমর্থনে দুইবার এমপি হয়েছে, এবার তাকে আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। এজন্যই জাসদ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এ প্রসঙ্গে বলেন, দলের তিন নেতাকর্মীকে মারধর করার বিষয়টি শুনেছি। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার কারণ জেনে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাসদের কেন্দ্রীয় নেতা ও নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন বলেন, শুনেছি বাকবিতন্ডা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বগুড়া-৪ আসনে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। ১৪ দলের নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তারা অবশ্যই নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উল্লেখ্য বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে কাহালু ও নন্দীগ্রাম উপজেলাকে নিয়ে গঠিত বগুড়া ৪ সংসদীয় আসনে এবার নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন বর্তমান এমপি ও জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন। তিনি এর আগে ২০১৪ সালে মহাজোটের কোটার প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেনের কাছে পরাজিত হন।
তবে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের কাছে প্রায় হারতে হারতে সামান্য ব্যবধানে বিজয়ী হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১৪ দল তথা জাসদ (ইনু) এর কোটায় নৌকা প্রতীক পেলে ইতোপুর্বে এই আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সিনিয়র আওয়ামী লীগ নেতা কাহালু পৌরসভার সাবেক মেয়র ও কাহালু উপজেলা বিএনপির সভাপতি হেলালুদ্দিন কবিরাজকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়। এই ঘটনাটি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যপকভাবে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে বলে মনে করা হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকেলে বগুড়া ৪ সংসদীয় আসনে ঈগল ঝড়ে নৌকাডুবির ঘটনাও ঘটতে পারে বলে শঙ্কা তৈরী হয়েছে। বগুড়া ৪ আসনে এবার অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন বহুল আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম হিরো আলম, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান কাজল। এই আসনের ইতোপূর্বে অনুষ্ঠিত ২০১৮ সালের নির্বাচন এবং চলতি বছরের উপনির্বাচনে অংশ নিয়ে হিরো আলম যেভাবে হৈচৈ ফেলে দিয়েছিল এবার পরিস্থিতি সেরকম নয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
সাইফের হামলাকারী বাংলাদেশি?