ভোট পবিত্র আমানত যোগ্যপ্রার্থীকেই দিতে হবে
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
অযোগ্য অনুপযুক্ত লোকদের হাতে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করা কিয়ামতের আলামত। রাজধানীর মহাখালীস্থ সমজিদের গাউছুল আজমের খতিব মাওলানা কবি রূহুল আমীন খান গতকাল তার জুমার খুৎবা-পূর্ব বয়ানে সৎ যোগ্য আমানতদার লোকদের নির্বাচিত করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা বলেন, আমানত তার হকদারকে প্রদান করো। এ আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মা’আরিফুল কুরআনে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় পদমর্যাদাসমূহ আল্লাহ তা‘আলার আমানত; কাজেই কোনো পদ এমন কাউকে অর্পণ করা যাবে না, যে লোক তার যোগ্য না। বরং প্রতিটি পদের জন্য নিজের ক্ষমতা ও সাধ্যানুযায়ী যোগ্য ব্যক্তির অনুসন্ধান করা কর্তব্য। ভোটও একটি পবিত্র আমানত, তা যোগ্যতম প্রার্থীকে দিতে হবে। উক্ত তাফসীরে আরো লেখা হয়েছে, যোগ্যতা ও পরিপূর্ণ শর্ত মোতাবেক কোনো লোক পাওয়া না গেলে উপস্থিত লোকদের মধ্যে যোগ্যতা ও আমানতদারী তথা সততার দিক দিয়ে যে সবচেয়ে অগ্রবর্তী হবে তাকেই অগ্রাধিকার দিতে হবে।
খতিব সাহেব বলেন, এক হাদিসে আছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যাকে সাধারণ মুসলমানদের কোনো দায়িত্ব অর্পণ করা হয়, তারপর যদি সে কাউকে তার যোগ্যতা ছাড়াই একান্ত বন্ধুত্ব কিংবা সম্পর্কের কারণে কোনো পদে নিয়োগ প্রদান করে তবে তার ওপর আল্লাহর লা’নত হবে। না তার ফরজ ইবাদাত কবুল হবে, না নফল। এমনকি সে জাহান্নামে প্রবিষ্ট হবে (জামউল ফাওয়ায়েদ)। কোনো কোনো রেওয়ায়েতে আছে, যে লোক কোনো পদ কাউকে অর্পণ করেছে, অথচ তার জানামতে সে সেই পদের যোগ্য ছিল না, বরঞ্চ অন্য লোক এ পদের জন্য তার চেয়ে বেশি যোগ্য ছিল; তাহলে সে যেন আল্লাহর, তাঁর রাসূলের এবং জনগণের গচ্ছিত আমানতের খেয়ানত করলো। বর্ণনাকারী আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) একদা হাদিস বর্ণনা করছিলেন, এমন সময় জনৈক বেদুঈন আগমন করল। সে বলল, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ (সা.) উত্তর দিলেন যখন আমানতের খিয়ানত করা হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা কর। বেদুঈন জিজ্ঞেস করল, আমানতের খিয়ানত কিভাবে হবে? তিনি বললেন, যখন সরকারি দায়িত্ব অনুপযুক্ত লোকদের ওপর অর্পিত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা কর (বুখারী)।
কাজেই আমাদের সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। হযরত হুজাইফা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভাল কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ হতে নিষেধ করবে, অন্যথায় শিগগিরই আল্লাহ তা‘আলা তোমাদের প্রতি শাস্তি পাঠাবেন। তারপর তোমরা তা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, কিন্তু তোমাদের দেয়া কবুল হবে না। আল্লাহ তা‘আলা আমাদেরকে এরূপ অবস্থার সম্মুখীন না করুন। আমীন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন গতকাল জুমার বয়ানে বলেন, প্রতিটা মুহূর্ত কবরের প্রস্তুতি নিতে হবে। কবরের সামান এখান থেকেই যোগাড় করতে হবে। এ ব্যাপারে উদাসীনতার কোনো সুযোগ নেই। খতিব বলেন, রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। এ রূহ আল্লাহ এক সময়েই সৃষ্টি করেছেন। পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরে রূহ দেয়া হবে। কবরে নেকবান্দাদের জবাব এহসান হবে। অনেক বুজুর্গ ব্যক্তির লাশ এবং কাফনের কাপড় পর্যন্ত যুগ যুগ ধরে নষ্ট হয় না। খতিব বলেন, শেষ বিচারের পর থেকে শুরু হবে আখেরাতের জিন্দেগী। আমরা সবাই কবরের যাত্রী। এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের গন্তব্যের ঠিক করে রেখেছেন। আমাদের শেষ গন্তব্য হচ্ছে কবর। আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের সকল কল্যাণ দান করুন। আমিন।
মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, ট্রান্সজেন্ডার ও সমকামিতা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং মহাপাপ। ইসলামে ট্রান্সজেন্ডার (লিঙ্গ পরিবর্তন)-এর কোনো সুযোগ নেই। এর মাধ্যমে আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন করা হয়। চরম প্রতারণার আশ্রয় নেয়ার সুযোগ মিলে। আল্লাহ তা‘আলা তার ইচ্ছা অনুযায়ী উত্তম আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। যাকে ইচ্ছা তাকে পুরুষ যাকে ইচ্ছা তাকে মহিলা বানিয়েছেন। এতে মানুষের ইচ্ছার কোনো এখতিয়ার বা অধিকার নেই। প্রকৃত অর্থে সম্ভবও নয়। তাই কোনো পুরুষের মনে ইচ্ছার উদয় হলো আমি মহিলা হব আর সে মহিলা হয়ে গেল, এমন নয়। আবার মহিলার মনে জাগ্রত হল আর সে আধুনিক চিকিৎসা বা কোনো প্রক্রিয়ায় যদিও লিঙ্গ পরিবর্তন করে কৃত্রিম মহিলা হয়েও যায় তবে এ পরিবর্তন প্রতারণা ধোঁকাবাজি। স্বয়ং আল্লাহর তা‘আলার সৃষ্টির প্রতি বিদ্রোহ ঘোষণা। এ ধরনের ট্রান্সজেন্ডার বিকৃত পথ অনুসরণ করে কেউ পুরুষ কিংবা মহিলা রূপ ধারণ করলে আল্লাহর নিকট পুরুষ কিংবা মহিলা সাব্যস্ত হবে না। ইসলামী শরীয়তে এ ধরনের বিকৃতির কোনো সমর্থনও দেয় না। বরং ইসলাম এর বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, কেউ আল্লাহর সৃষ্টির পরিবর্তন (বিকৃতি) করতে পারবে না। (আল কুরআন)। (শয়তান বলে) আমি আপনার বান্দাদের মধ্যে থেকে নির্দিষ্ট অংশকে আমার অনুসরণে নিয়ে নিব। আর তাদের পথভ্রষ্ট করব। আর তাদের অনেক আশার আলো দেখাব। তাদের (গুনাহের) আদেশ দিব। তারা পশুর কান ছিদ্র করবে। আবার নির্দেশ দিব এমনকি তারা (নিজের মধ্যে) আল্লাহর দেয়া আকৃতির পরিবর্তন করবে। আল্লাহ বলেন, যারা আল্লাহর দেয়া পথ পরিহার করে শয়তানের বিকৃত পথ গ্রহণ করবে তারা সুস্পষ্ট ক্ষতিগ্রস্থতায় নিপতিত হবে। (অর্থাৎ তারা সুস্পষ্ট জাহান্নামের আগুনে জ্বলবে)। (সূরা নিসা, আয়াত নং ১১৬-১১৯)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে পুরুষ মহিলার এবং যে মহিলা পুরুষের বেশ ধারণ করবে তার ওপর আল্লাহ অভিসম্পাত। (তিরমিযি শরীফ)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও নারী দাবিকারী পুরুষ ও পুরুষ দাবিকারী মহিলার ওপর লানত করেছেন। (আবু দাউদ শরীফ)। এক হাদিসে বর্ণিত সমকামিতার শেষ ফল জাহান্নাম। (আল হাদিস)। আল্লাহ আমাদের সবাইকে ট্রান্সজেন্ডার ও সমকামিতার ভয়াবহ পরিণাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন। আমিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাইডেনের ক্ষমায় শিগগিরই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকী
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু