প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাকসবজি বহনের বিষয়ে এক অভূতপূর্ব ও বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে পাঁচ প্রবাসীর একটি পরিবার।
গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার পথে তাদের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওইদিন, একই পরিবারের পাঁচ সদস্য লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাদের একটি হ্যান্ড লাগেজে ২৪ কেজি কাঁচা শাকসবজি বহন করা হচ্ছিল। কিন্তু চেকিংয়ের সময় টার্কিশ এয়ারলাইন্সের স্টাফরা জানান, হ্যান্ড লাগেজের ওজন ৭ কেজির বেশি হতে পারে না। নিয়ম অমান্য করে অতিরিক্ত ওজন বহন করতে হলে নির্ধারিত ফি দিতে হবে।
যাত্রীরা ফি দিতে অপারগতা প্রকাশ করলে এয়ারলাইন্স স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন যাত্রীরা অভিযোগ করেন যে তাদের ‘হয়রানি’ করা হচ্ছে। তারা সেই সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
টার্কিশ এয়ারলাইন্সের একটি সূত্র জানায়, ওই যাত্রীরা ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। তাদের সঙ্গে অতিরিক্ত ২৪ কেজি ওজনের একটি লাগেজ ছিল, যার ভেতরে শাকসবজি ছিল। নিয়ম অনুযায়ী, হ্যান্ড লাগেজের ওজন সীমা অতিক্রম করায় তাদের সবজি বহন করতে নিষেধ করা হয়।
কিন্তু যাত্রীরা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করেন। এতে এয়ারলাইন্সের স্টাফরা বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার একপর্যায়ে টার্কিশ এয়ারলাইন্সের স্টাফ শামস্ উদ্দিন যাত্রীদের একজনকে হোল্ডিং লাউঞ্জে নিয়ে যান। এভসেক সিকিউরিটিতে বিষয়টি জানানো হলে এএসআই খোকন, এএসজি নজরুল, অপারেটর নুরজাহান এবং এলএসি সারোয়ার যাত্রীদের শান্ত করেন। এরপর তাদের সামনেই অতিরিক্ত শাকসবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করতে পারেন। যাত্রীরা এই নিয়ম লঙ্ঘন করায় এ পরিস্থিতি তৈরি হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করেন।
ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই যাত্রীদের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কড়া অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন।
টার্কিশ এয়ারলাইন্স এ ঘটনার পর বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এয়ারলাইন্স।
শাহজালাল বিমানবন্দরের এই ঘটনা একদিকে নিয়মের প্রতি সচেতনতার অভাব এবং অন্যদিকে যাত্রী ও এয়ারলাইন্সের মধ্যে যোগাযোগ ঘাটতির চিত্র তুলে ধরেছে। যাত্রীদের নিয়ম মেনে চলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এয়ারলাইন্সের পক্ষ থেকেও যাত্রীদের সঙ্গে আরও সহনশীল আচরণের প্রত্যাশা থাকে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
বাঘায় শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
বিয়ের ওপর কর বাতিলের দাবি
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া ছাত্রীর অবস্থান