ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
নির্বাচন বর্জনে বিভিন্ন স্থানে বিএনপির লিফলেট বিতরণ

নিজেদের পিঠ বাঁচাতে জোরপূর্বক নির্বাচন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজশাহী, লক্ষ্মীপুর, ঝালকাঠি, নাটোর, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে একতরফা নির্বাচনে বর্জন ও অসহযোগ আন্দোলনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদন-
রাজশাহী ব্যুরো জানায়, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করা লক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে রাজশাহী মহানগর বিএনপি। পৃথিবীর ইতিহাসে ডামি নির্বাচন কোনোদিন হয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, এই নির্বাচন দেশবাসী যেমন মানে না তেমনি বিশ্ববাসীও মানে না। প্রহসনের এই নির্বাচন বন্ধ করা এখন সময়ের দাবি। তিনি বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। যে কোনো সময়ে সরকার পতন হবে। কারণ এই বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের পায়ের তলায় এখন মাটি নেই। নিজেদের পিঠ বাঁচাতে জোরপূর্বক নির্বাচন করার পাঁয়তারা করছে তারা। বিএনপি ও সমমনা দলগুলোর সকল নেতাকর্মীর জীবন থাকা পর্যন্ত এই নির্বাচন হতে দেবে না। সেইসাথে এই বাকশালী সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না। ডামি নির্বাচন করতে গিয়ে এই সরকার দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাস, ট্রাক ও ট্রেনে নিজেরাই আগুন দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর ওপরে দোষ চাপাচ্ছে। শুধু তাই নয়, ২৮ তারিখের পর থেকে দেশব্যাপী প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে আটক করেছে রাতের আধারের সরকার। মিনু বলেন, রাজশাহীতে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে এই সরকারের আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনী ও আদালত। এছাড়াও প্রতিদিন নেতাকর্মীদের আটক অব্যাহত রেখেছে বলে উল্লেখ করে আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও সকল প্রকার আটক ও নির্যাতন বন্ধ সহ ডামি নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাহেব বাজার সোনারপট্টি থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে নগরীর বিভিন্ন মার্কেটের দোকানদার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, প্রফেসর আকতার হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে শুরু করে উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের ভাটরা বাজার ও ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, যুবদল নেতা আলাউদ্দীন বেগ, জেলা সদস্য সুমন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা শেখ ফারুক, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির চমু, সাধারণ সম্পাদক নুর নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান লিটন তফাদার, বিএনপি নেতা আবুল খায়ের, দুলাল মোল্লা, আলী হোসেন বুলু, নজরুল ইসলাম বকুল, শ্রমিক দল নেতা ডা. আব্দুল্লাহ, বিএনপি নেতা ইউছুফ মোল্লা, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, যুবদল নেতা তানভীর হোসেন, সোহেল চৌকিদার, কবির হোসেন স্বর্ণকার, ৯ নম্বর ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক, শাহাদত পাটোয়ারী, রাজু পাটোয়ারী, ছাত্রদল নেতা রাহিম, পারভেজসহ অনেকে।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, একতরফ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ঝালকাঠি জেলা যুবদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হাসান খান, সদস্য রুবেল হসেন, মিরাজ হোসেন ও শহর যুবদলের নেতা মো. কালাম নেছারাবাদ এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপি নেতৃবৃন্দ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন সাধারণ মানুষকে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে। গতকাল শহরের হাফরাস্তা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ কারা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল রনি, যুবদলের সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, এনএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন ৭ জানুয়ারী ডামী নির্বাচন সাধারন জনগণ মানেনা। বড় দলগুলো কে বাহিরে রেখে সরকার একটি পাতানো ও তামাশার নির্বাচন করছে। এতে সরকার সফল হবে না। যে কোন মূল্যে এই নির্বাচনকে প্রতিহত করতে হবে। সাধারন জনগণকে ভোট দানে বিরত থেকে অসহযোগ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, একতরফা প্রহসনের ডামি নির্বাচন বর্জন ও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্লোগানে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল সোয়া১১টায় মাইজদী প্রধান সড়কের পাশে হকার্স মার্কেট থেকে ফ্ল্যাট রোড হয়ে বড় মসজিদের মোড়ে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক জুয়েল, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী, সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন,শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক আবু রাশেদ রনি, নিজামুদ্দিন মধু, রিপন মাহমুদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু, দফতর সম্পাদক রাইসুল হায়দার বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়কসম্পাদক সাইফুদ্দিন আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শাকিল , সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক তুহিন, যুগ্মআহবায়ক সফিকুল ইসলাম মাসুদ, শহর যুবদলের যুগ্মআহবায়ক মো. ইউসুফ ও আমজাদ হোসেন, সেলিম রেজাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে