আশ্বাসেই কাটলো বছর
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
প্রতিষ্ঠার ৭৫ পেরিয়ে ৭৬তম বছরে পা রাখছে বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটি। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি তুলে ধরেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। “স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান” প্রতিপাদ্য ধারণ করে নানান কর্মসূচির মাধ্যমে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। তবে গত ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেওয়া বছরব্যাপী কর্মসূচির ন্যায় এবার কোনো কর্মসূচি ঘোষণা করেনি সংগঠনটি। এছাড়া ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষিত কর্মসূচির অধিকাংশই বাস্তবায়ন করতে পারেনি সংগঠনটি। বলা যায় আশ্বাসেই ১ বছর পার করলো সংগঠনটি।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিসমূহ হলো: আজ বৃহস্পতিবার সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৭টা ৪৫মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও ‘ভোট উৎসবের জন্য’, ‘নৌকার জন্য’, ‘স্মার্ট বাংলাদেশের জন্য’, ‘দেশরত্ন শেখ হাসিনার জন্য’ বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সুবিধাজনক সময়ে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুনর্মিলনী আয়োজন করার ঘোষণা দেয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
সংবাদ সম্মেলনে গত এক বছরে শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগ উল্লেখযোগ্য কী কী করেছে জানতে চাইলে কোনো সুস্পষ্ট বক্তব্য দিতে পারেননি সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি রাজনীতি সচেতন শিক্ষার্থীবান্ধব সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করছে। আর ছাত্র সমাজ তো দেশ ও জাতির বাইরে নয়। আমরা শিক্ষার্থীদের জন্য নানাবিধ শিক্ষাবান্ধব কাজ করে থাকি। সময়ে সময়ে অসচ্ছল শিক্ষার্থীরা আমাদের কাছে সাহায্য চেয়েছে আমরা তাদেরকে সহযোগিতা করেছি।
জানা যায় ২০২২ সালের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের। এছাড়া মাজহারুল কবীর শয়নকে সভাপতি ও তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সে হিসেবে গত ২০ ডিসেম্বর ঢাবি শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু নিজেদের মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি ও হল শাখাগুলোর কমিটি দিতে পারেননি শাখা ছাত্রলীগ। এছাড়া বছরজুড়ে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল, ছাত্র অধিকার, গণতান্ত্রিক ছাত্র জোট, গণতান্ত্রিক ছাত্র শক্তি ইত্যাদি বিরোধী মতাদর্শের ছাত্র সংগঠনগুলোর উপর হামলাতেই বছর কাটিয়েছে শাখা ছাত্রলীগ। এক বছরে শিক্ষার্থীদের কল্যাণে দৃশ্যমান কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি তারা। সাংগঠনিকভাবেও ব্যর্থতায় পার করলো বছর। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ
হাজীগঞ্জে কুমড়ার বাম্পার ফলন দাম না পেয়ে কৃষকরা হতাশ
ইবিতে 'কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বিধানে করণীয়' শীর্ষক কর্মশালা
সারা দেশে কমবে রাতের তাপমাত্রা,জানালো আবহাওয়া অধিদপ্তর
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার