আদালত বর্জন অব্যাহত
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
তৃতীয় দিনের মতো আদালত বর্জন অব্যাহত রেখেছেন সরকারবিরোধী আন্দোলনরত আইনজীবীরা। বর্জন কর্মসূচিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, চট্টগ্রাম আইনজীবী সমিতি, খুলনা, রাজশাহী, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট আইনজীবী সমিতিতেও তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালিত হয়।
গতকাল সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র কেন্দ্রীয় কমিটি, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি, ফ্রন্টের সুপ্রিমকোর্ট ইউনিট এবং জামায়াতে ইসলামীর সমর্থক ‘বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’ কেন্দ্রীয় কমিটি এবং সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিট নেতৃবৃন্দ এই বর্জন কর্মসূচিতে অংশ নেন। সকাল সাড়ে ৯টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে কার্পেট পেতে অবস্থান করেন। যেসব আইনজীবীর মামলার তারিখ ছিলো তারা চেম্বারের জুনিয়র আইনজীবীদেরকে আদালতে পাঠিয়ে মামলার নতুন তারিখ নেন।
গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টায় এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সরকার বিরোধী কয়েক শ’ আইনজীবী অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করেন। এ সময় তারা সাধারণ আইনজীবী এবং বিচারপ্রার্থীদের মধ্যে আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন। সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।
আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা আইনের শাসন ও বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক এটা আমরা চাই। আমরা আদালতের বিরুদ্ধে নই। কিন্তু আমরা এই আন্দোলনের মাধ্যমে একটি বিষয় সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে, আদালত জনগণের জন্য। আদালতের জন্য জনগণ নয়। এই জনগণ যাতে করে আদালত কর্তৃক নিষ্পেষিত না হয় এবং আদালত তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে। কোনো প্রশাসনিক যন্ত্রের কাছে মাথানত না করে সেই সব কথা চিন্তা করে আজকে আইনজীবীরা আদলত বর্জন কর্মসূচি পালন করছে।
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের আইনজীবীরা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য যুগে যুগে আন্দোলন করেছেন। এবং আমরা অনেকটা সফল হয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্য জনক হল গত ১৫ বছর ধরে বর্তমান সরকার আদালতসহ যেভাবে সব গণতান্ত্রি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আদালতকে ব্যবহার করে বিরোধী দলীয় রাজনীতিবিদদের কারাগারে পাঠিয়েছে। অন্যান্য কাজ বাদ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদের সাজা দিচ্ছে। এটা অগ্রণযোগ। এর প্রতিবাদ হিসেবে দেশের বিচার বিভাগ যাতে আগামী দিনে তাদের যে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সেজন্য এই আদালত বর্জনের মধ্য দিয়ে তাদেরকে তাদের একটি ম্যাসেজ দিচ্ছি।
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে, বাক স্বাধীনতা পুন:প্রতিষ্ঠিত হবে। মানবাধিবার প্রতিষ্ঠিত হবে। আইন ও শাসন গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা আন্দোল করছি। আমরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করছি। বৃহস্পতিবারও একই কর্মসূচি পালন করা হবে। সারা দেশে বিচারের নামে যে অবিচার-প্রহসন হচ্ছে তার প্রতিবাদ জানাবো।
গতকালের আদালত বর্জন কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ. জে মোহাম্মদ আলী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফ’র নেতা শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রমুখ নেতৃত্ব দেন।
এদিকে ঢাকা আইনজীবী সমিতির সরকার বিরোধী আন্দোলনরত আইনজীবীরা আদালত বর্জন করেছেন গতকাল। প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানান শ্লোগান দেন তারা।
এসময় ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, জামায়াতপন্থি ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এস.এম.কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টবার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারাদেশের সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের সকল জেলা আইনজীবী সমিতির বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ
হাজীগঞ্জে কুমড়ার বাম্পার ফলন দাম না পেয়ে কৃষকরা হতাশ
ইবিতে 'কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বিধানে করণীয়' শীর্ষক কর্মশালা
সারা দেশে কমবে রাতের তাপমাত্রা,জানালো আবহাওয়া অধিদপ্তর
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার