ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম

আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোট বর্জনের লক্ষ্যে যশোর, নোয়াখালী, ভোলা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ফেনীতে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এ সময় ভোলায় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির ৫-৬ জন কর্মী আহত হয়েছে। এছাড়া নির্বাচন বর্জনের আহ্বানে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ফেনীতে লাঠি মিছিল করেছে যুবদল। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এসব ঘটনার বিস্তারিত প্রতিবেদন-

যশোর ব্যুরো জানায়, সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হামিদের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। ফিরোজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা রোডস্থ ভ্যানস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জাবেদ আলী, সুজা উদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, তোফাজ্জল হোসেন তপন, সোহেল রানা প্রমুখ। অন্যদিকে হামিদের নেতৃত্বে মিছিলটি হাট চাঁদনী থেকে বের হয়ে হাসপাতাল রোডস্থ সরকারি প্রাইমারি স্কুলে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা হরতাল সফল করে অবৈধ নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান। এদিকে মিছিল শেষে বাড়ি ফেরার পথে নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার ও ছাত্রদল কর্মী সাগর হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ। কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন, আজ শনিবার ও রোববার দেশব্যাপী হরতালের সমর্থনে নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে মিছিলটি মাইজদী পৌর বাজার থেকে শুরু হয়ে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।

এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা সলিম উল্লাহ্ বাহার হিরন, আবু নাছের, জাফর উল্লাহ রাসেল, ভিপি জসিম প্রমুখ।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে ধাওয়া দিলে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে তারা। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার বাদ জুমা জেলা বিএনপির উদ্যোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী মিছিলে অংশ নেয়।

মিছিলটি উকিল পাড়া নিজাম হাসিনা চক্ষু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সদর রোডের দিকে যাচ্ছিল। একপর্যায়ে উকিল পাড়া বাস মালিক সমিতির অফিসের সামনে এলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, আজকের বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে এবং বিএনপির ৫-৬ জন কর্মী আহত হয়েছে।

পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি মনির হোসেন মিয়া।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র পক্ষে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে মহেশপুর বাজার এলাকায় ওই মিছিল করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনির নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত উপজেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নির্বাচন বর্জন করার লক্ষ্যে গতকাল সকাল ১০টার উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও রাস্তার মোড়ে ভোটারদের মাঝে লিফলেটে বিতর করে বিএনপি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাতিরচরে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জাকির কারপাশা, যুবদল আব্দুল কাদির সিংপুরে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হারুন রশীদ জার“ইতলা ইউনিয়নে ইসহাক মেম্বার ও নিকলী সদরে অ্যাড. জিল্লুর রহমানের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়।

ফেনী : নির্বাচন বর্জনের আহ্বানে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ফেনীতে লাঠি মিছিল করেছে যুবদল। গতকাল শুক্রবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিল জেলা বিএনপির ইসলামপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে মিছিলটি অংশগ্রহণকারী নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে নির্বাচন বর্জন ও হরতালের পক্ষে স্লোগান দেন। এ সময় কয়েকটি ককটেলও বিস্ফোরণ হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

তাসকিনের শিকার রোহিত

তাসকিনের শিকার রোহিত

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন

গোদাগাড়ী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক, সাবেক এমপি লুৎফুন নেসা হোসেন মারা গেছেন।

গোদাগাড়ী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক, সাবেক এমপি লুৎফুন নেসা হোসেন মারা গেছেন।

দেড়শর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

দেড়শর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

ঝিনাইদহে ৮ মামলায় পুলিশের ৪৩ কর্মকর্তা আসামী

ঝিনাইদহে ৮ মামলায় পুলিশের ৪৩ কর্মকর্তা আসামী

পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ

পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ

গণপিটুনিকে নরমালাইজ করা নিয়ে অভিনেত্রী মেহজাবীনের পোস্ট

গণপিটুনিকে নরমালাইজ করা নিয়ে অভিনেত্রী মেহজাবীনের পোস্ট

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জে ৫ সাংবাদিক নাশকতার মামলায় আসামি

হবিগঞ্জে ৫ সাংবাদিক নাশকতার মামলায় আসামি

ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত-২

তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত-২

রাঙামাটিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক সহ আটক-১

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক সহ আটক-১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেলেন ড. এস এম হাসান তালুকদার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেলেন ড. এস এম হাসান তালুকদার

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ