শপথ নিয়েও জাপার নাটক
১০ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখাপেক্ষি রাজনৈতিক দল হিসেবে পরিচিত জাতীয় পার্টি (জাপা) ফের নাটক শুরু করেছে। নির্বাচনের আগে নাটক করে ২৬ আসনে এমপি হওয়ার সমঝোতা করে নির্বাচনে যায় দলটি। অতঃপর গণবিচ্ছিন্ন দলটি আওয়ামী লীগের অনুকম্পায় ১১ আসনে বিজয়ী হয়। দলটির ২৫০ প্রার্থী জামানত হারিয়েছেন। এখন দলটি বায়না ধরেছে ২০১৪ ও ২০১৮ সালের মতো তারা এবারও বিরোধী দল হবে। কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের রাজনীতিতে ক্ষয়ে যাওয়া দলটির চেয়ে প্রায় ৬ গুন বেশি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। ফলে তাদের বিরোধী দল হওয়ার স্বপ্ন তিরোহিত হওয়ায় দলটি চায় তাদের দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের মর্যাদা দেয়া হোক। পর্দার আড়ালে এ নিয়ে দেনদরবারের লক্ষ্যে একটু সময় নিতে বুধবার দলটির নির্বাচিত এমপির শপথ নিচ্ছে না। উদ্দেশ্য সরকারের উপর একটু চাপ, একটু অনুকম্পা আদায়।
এ নিয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলের চেয়ারম্যান জি এম কাদের ঢাকার বাইরে রয়েছেন। তিনি ঢাকায় ফিরলে দুই-একদিনের মধ্যে দলীয় বৈঠক করে শপথ নেয়ার দিন-তারিখ ঠিক করা হবে। বিষয়টি জানিয়ে স্পিকারকে চিঠি দেয়া হয়েছে।
কিন্তু বিকালে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, শপথ না নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে বুধবারই শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত ১১ সদস্য। তিনি বলেন, পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এই হলো জাতীয় পার্টি। কখন কোন সিদ্ধান্ত নেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা দূরহ। ৭ ডিসেম্বর নির্বাচনের দিন রংপুরে ভোট দিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে ফুসলিয়ে নির্বাচনে এনে আওয়ামী লীগ আমাকে (জিএম কাদের) কোরবানি দিয়েছে। অথচ দলটির একাধিক নেতা নির্বাচনে অংশ নিয়ে ‘জিএম কাদের জাতীয় পার্টির রাজনীতিকে কোরবানি’ দিয়েছে মন্তব্য করেছেন। তবে রংপুরের অনেক ভোটার গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, জিএম কাদের যে কোরবানির কথা বলেছেন তা দাহা মিথ্যা। বরং জিএম কাদেরের দল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে পাতানো নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারকে কোরবানি দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত রোববার। ভোটে ২৬টি আসনে (জিএম কাদেরের ভাষায় ভিক্ষার আসন) আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পেয়েছিল জাতীয় পার্টি। এই আসনগুলোর মধ্যে তারা ১১টিতে জয়ী হয়। একাদশ সংসদে জাতীয় পার্টির আসনসংখ্যা (সংরক্ষিত নারী আসন বাদে) ছিল ২৩টি। গতকাল গেজেট অনুযায়ী, জাপার চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মো. মুজিবুল হক, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার ছাড়াও প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পরের দিন ৮ জানুয়ারি জিএম কাদের প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন ‘সঠিক’ হয়নি। এটি সরকারের ইচ্ছানুযায়ী একটি নিয়ন্ত্রিত নির্বাচন ছিল। এই সরকারকে কেউ বিশ্বাস করবে না, সরকারের গ্রহণযোগ্যতা যেটা ছিল, সেটাও থাকবে না।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৬২ জন। তাঁদের মধ্যে ৫৮ জন আওয়ামী লীগের নেতা।
গতকাল সকালে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যান ঢাকার বাইরে অবস্থান করছেন জানিয়ে শপথ না নেয়ার কথা জানালেও খোঁজ নিয়ে জানা যায়, জিএম কাদের ঢাকায় ছিলেন।
এ নিয়ে জাপার একাধিক নেতা জানান, জাপার নেতাদের নাটক এখনো শেষ হয়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা