ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১
নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে

শীতে বিপর্যস্ত জনজীবন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

পৌষের শেষে শীত জেঁকে বসেছে দেশের বিভিন্ন এলাকায়। তীব্র শীতের সঙ্গে বাতাস আর ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষরা। পাশাপাশি গবাদিপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। শীত ও কনকনে ঠাণ্ডায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন হত-দরিদ্র মানুষজন। এছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহনগুলো আলো জ্বালিয়ে চলাচল করছে। এদিকে শীতের কারণে ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ঠাণ্ডাজনিত কারণে অনেক শিশু হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে কুড়িগ্রাম, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুরের হিলি থেকে বিস্তারিত প্রতিবেদন-

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঠাণ্ডায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। গতকাল বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। এদিকে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৪৩ হাজার কম্বল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

শীত ও কনকনে ঠাণ্ডায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন হত-দরিদ্র মানুষজন। শীত ও কনকনে ঠাণ্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাপাতালে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্করা। গতকালই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন শিশু। সেখানে সর্বমোট ভর্তি রয়েছে ৪৩ শিশু। জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওর্য়াডে ভর্তি এক শিশুর মা বলেন, ডায়রিয়া নিয়ে গত পাঁচদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন ডায়রিয়া ভালো হয়েছে। তবে গতকাল আবার পরিক্ষা করে নিউমোনিয়া ধরা পড়েছে। আরো যে কয়দিন হাসপাতালে থাকা লাগে আল্লাহ জানেন।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকার ভ্যান চালক বাদশাহ মিয়া বলেন, দুইদিন থাকি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এমন কুয়াশায় কাজ করা যায় না। গতকাল সারাদিনে রোদ উঠে নাই। খুব সমস্যা বর্তমানে কাজ করা। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা আরো কয়েকদিন এমন থাকবে। তবে এ মাসে আরো একটি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তিনি আরো জানান, গতকাল বুধবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০.২ডিগ্রি সেলসিয়াস যা গত মঙ্গরবার ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন যাবত প্রতিদিনই নওগাঁর তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা আগামীতে আরো কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে উত্তরের বয়ে আসা হিমেল হাওয়া সেই তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষরা। মানুষের পাশাপাশি গবাদিপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। গবাদিপশুগুলোকেও শীতের গরম কাপড় পড়িয়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে হচ্ছে। এছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহনগুলো আলো জ্বালিয়ে চলাচল করছে।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি হাঁড় কাঁপানো শীত, ঘনকুয়াশা। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ শিশু ও বয়স্ক মানুষের। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। এ দিকে গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত মঙ্গলবার একই সময়ে ১১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাত থেকেই ঘনকুয়াশায় আচ্ছন্ন শহর ও গ্রামের জনপদ। পড়ছে বৃষ্টিরমতো কুয়াশা। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। দুপুর তিনটা পর্যন্ত দেখা মিলেনি সূর্যের। অনেকে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। স্থানীয়রা জানায়, হিমালয় থেকে বরফ গলা ঠাণ্ডা বাতাস বয়ে আসায় এখানে শীতের প্রকোপ বেশি। যতই দিন যাচ্ছে ততই ঠাণ্ডা বাড়ছে।

সিরাজগঞ্জ থেকে আসা ট্রাক চালক আবু ইউসুফ বলেন, রাতে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাইতে ৪০ মিনিট সময় বেশি লাগছে। সড়কে এতো ঘনকুয়াশা একেবারে ধীরগতিতে যেতে হয়েছে। ডোকরোপাড়া এলাকার জীবন বলেন, ঠাণ্ডার পরিমাণ এতো বেশি। মোটা কাপড় ডাবল পরেও ঠাণ্ডা অনুভূত হচ্ছে। হাত পা জরো হয়ে আসে ঠাণ্ডায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, তাপমাত্রা কম বেশি হলেও ঠাণ্ডা বেশি অনুভূত হচ্ছে। এ মাসে বাতাস ও ঘনকুয়াশা বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। জেলা ত্রাণ শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, উপজেলা ভিত্তিক ২৮ হাজার ৪৫০টি কম্বল ভাগ করে দেয়া হয়েছে।

হিলি (দিনাজপুর) সংবাদদাতা জানান, শৈত্যপ্রবাহের কারণে দিনাজপুরের হিলিতে ফের ঘন কুয়াশার সাথে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা, মেঘলা আকাশ, হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল বুধবার সকাল থেকে ঘন কুয়াশা ও মেঘে ঢেকে রয়েছে আকাশ। সকাল থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে রাস্তা-ঘাট কিছুই দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে যাওয়া মানুষ। কাজের সন্ধানে বের হয়েও কাজ পাচ্ছেন না তারা। দোকানপাট খুলছে দেরিতে। বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও বৃদ্ধ মানুষেরা। শীতবন্ত্রের অভাবে বাড়ির বাহিরে বের হতে পারছেন না তারা।

এদিকে সকালে স্থলবন্দর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো হেডলাইট জ্বালিয়ে বের হয়ে যেতে দেখা গেছে। হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডার কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও সাধারণ মানুষজন। শীতের কারণে ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ঠাণ্ডাজনিত কারণে অনেক শিশু হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে।

কয়েকজন দিনমজুর কাজের সন্ধানে বের হয়ে হিলি বাজারে বসে থাকতে দেখা গেছে। কথা হয় দিনমজুর মজিবরের সাথে। তিনি বলেন, কাজের সন্ধানে বাড়ি থেকে সকাল ৭ টায় বের হয়েছি। আজ একটু বেশি কুয়াশা আর ঠাণ্ডা বাতাস। সকাল থেকে বসে আছি কেউ আসেনি কাজ করে নেওয়ার জন্য। আমরা দিনআনি দিন খাই। কাজ না পেলে না খেয়ে থাকতে হবে। আমরা একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। খুব কষ্ট হয় আমাদের পরিবার নিয়ে।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় জানান, এ পর্যন্ত উপজেলার ১টি পৌরসভাসহ ৩টি ইউনিয়নে ২০০০ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরো চাহিদা পাঠানো হয়েছে। আসলে সেবসব শীতবস্ত্র শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হবে।

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা জানান, সীমান্তবর্তীবর্তী শেরপুর জেলা ও গারো পাহাড়ি অঞ্চল ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীতে বাড়ছে শৈত্যপ্রবাহের তীব্রতা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলা ও গারো পাহাড়ে স্বাভাবিকভাবেই বেশি শীত পড়ে। গত এক সপ্তাহে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছেন গারো পাহাড়ের হতদরিদ্র মানুষ। রাতভর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। বেলা বাড়ার পরও কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। হেডলাইট জ্বালিয়ে ছোটবড় সব ধরনের গাড়ি ধীরগতিতে চলাচল করছে। পাহাড়ের মানুষ সকাল ও সন্ধার পর খরকুটো দিয়ে অগ্নিকুণ্ড জ¦ালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা করছে। এছাড়া স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ও কমতে শুরু করেছে।

ঝিনাইগাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আব্দল মান্নান বলেন, ২ হাজার ৮০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে ২ হাজার ১০০ কম্বল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা নিজেরাও কিছু কম্বল রাতে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি। জেলায় যে মজুদ আছে তা দ্রুত এনে বিতরণ করা হবে। উপজেলার সাধারণ মানুষ বিশেষ করে অসহায় দুঃস্থদের যেন শীতে কষ্ট না হয় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি রয়েছে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প