শুধু বিশেষজ্ঞরাই নয় অংশগ্রহণকারীদেরও নির্বাচনে কারচুপির অভিযোগ
১১ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নির্বাচন কমিশন এবং সরকার এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বললেও এটি যে একতরফা ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে এমনটা বলছেন দেশি-বিদেশী বিশেষজ্ঞরা। শুধু তাই নয় নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে প্রধান নির্বাচন কমিশনের দেওয়া বক্তব্যও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন বিশেষজ্ঞ সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘাত গবেষণা বিভাগের অধ্যাপক অশোক সোয়াইন বলেছেন, ভোটের আগেই প্রধান নির্বাচন কমিশনার কত শতাংশ ভোট পড়লো তা জানেন তাহলে এই নির্বাচন তো প্রহসনের নির্বাচন।
বিশেষজ্ঞদের পাশাপাশি এ নির্বাচনে অংশগ্রহণকারীরাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। যারা এতদিন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আওয়াজ তুলেছিলেন তারাই এখন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ করছেন। সরকারি দলের নেতাকর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি, কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা হয়েছে বলেও অভিযোগ করছেন অনেকে। অনেক অনিয়মের ফিরিস্তি তুলে ধরে নির্বাচন কমিশনেও অভিযোগ দিয়েছেন কোনো কোনো প্রার্থী। তাদের অভিযোগে বিশেষ প্রার্থীর পক্ষে মৃত ব্যক্তি ও প্রবাসীদেরও ভোট দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন আগে দেশের প্রধান বিরোধী দল বিএনপি’র কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তিনি এবার টাঙ্গাইল-৮ আসনে নির্বাচন করে হেরেছেন। সখীপুর-বাসাইল নিয়ে গঠিত আসনটিতে নৌকার প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজয় হয়েছে তার। অনুপম শাহজাহান ৯৬ হাজার ৪০১ ভোট পেয়েছেন। আর গামছা প্রতীকে কাদের সিদ্দিকী পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। পরাজয়ের পর নির্বাচন নিয়ে তিনি বলেন, ভোটটা ঠিক হয়নি। ভোটাররা ভোট দিতে পারেননি। ভোট কাস্টিং যদি সুষ্ঠু না হয় তাহলে কী করার আছে। আমরা তো আশা করছিলাম ভোট সুষ্ঠু হবে। কিন্তু হয়নি। এখন কী করার আছে।
অন্যদিকে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে দীর্ঘদিন রাজপথে বক্তব্য দেয়া ১৪ দলের প্রভাবশালী নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের ডামি (স্বতন্ত্র) প্রার্থীর কাছে। ট্রাক প্রতীকের ডামি প্রার্থী কামারুল আরেফিন ৯৮ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ১৪ দলের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে ইনু পেয়েছেন ৭৯ হাজার ৭৩৫ ভোট। নির্বাচনে হারের পন তিনি বলেন, আওয়ামী লীগের একাংশ ১৪ দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করেছে এটা বিব্রতকর। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ভোট কারচুপি। তাই আওয়ামী লীগের কেউ কেউ বিরুদ্ধে ছিল সেটার থেকেও বড় বিষয় হচ্ছে প্রশাসন কারচুপি বন্ধ করার কোনো চেষ্টা করেনি। প্রশাসনের ছত্রছায়ায় কারচুপি হয়েছে।
রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। নৌকা প্রতীকে আসনটিতে বাদশা পেয়েছেন মাত্র ৩১ হাজার ৪৬৬ ভোট। পরাজয়ের কারণ হিসাবে তিনি বলেন, আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। তারা সেটা গ্রহণ করেছে। সামগ্রিকভাবে অনিয়মের যে চিত্র তা অভিযোগে তুলে ধরেছি। এ বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় দেখবো।
পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে হেরেছেন জাতীয় পার্টি (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। জানতে চাইলে তার দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, আমরা আগে যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী প্রচুর অর্থ খরচ করেছে। আমাদের দলের ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে।
অন্যদিকে কিংস পার্টিখ্যাত তৃণমূল বিএনপি’র মহাসচিব বিএনপির বহিস্কৃত নেতা তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসনে মাত্র ৩ হাজার ১৯০ ভোট পেয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। নির্বাচনে জামানত হারানো এই নেতা নির্বাচনের দিনই অভিযোগ করে বলেন, প্রধান মন্ত্রী কথা রাখেন নি। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। অনেক স্থানে ব্যালটে সিল মারা হচ্ছে।
কিংস পার্টিখ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) বলেছে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপির উৎসব হয়েছে। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর ও মহাসচিব মো. শাহজাহান গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন। দলটির নেতাদের দাবি, ভোটের দিন সকাল ১০টা থেকেই নির্বাচনী দায়িত্বে থাকাদের সহায়তায় ব্যালট কেটে বাক্স ভরা শুরু হয়। ফলে ভোটারদের অংশগ্রহণ না থাকলেও গণনায় বিশেষ দলের দলীয় বা স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপকভাবে এগিয়ে যান।
নির্বাচনে জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ওরফে দোলন। গতকাল ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি। সেই লিখিত অভিযোগের কপি আরিফুর রহমান সাংবাদিকদের কাছেও পাঠিয়েছেন।
লিখিত অভিযোগে আরিফুর রহমান বলেন, ফরিদপুর-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়ম, নন-ভোটার দিয়ে ভোট প্রদান, অনেক কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া, নির্বাচনী আইন লঙ্ঘনসহ ব্যাপক জাল ভোট দিতে দেখা গেছে। একজন বিশেষ প্রার্থীর পক্ষে মৃত ব্যক্তি ও প্রবাসীদেরও ভোট নেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে অনিয়মের বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের অবগত করা হলেও সহযোগিতা পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের সচিবকে সরাসরি মুঠোফোনে বার্তা পাঠিয়েও কোনো ফল হয়নি। জাল ভোট পড়ার বিষয়ে একাধিক কেন্দ্রে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে রহস্যজনক আচরণ করেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রাহেনুল হক গতকাল সংবাদ সম্মেলন করে ৭ জানুয়ারির নির্বাচনের ফলাফল বাতিল করে পুননির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ তুলে বলেছেন, এই নির্বাচনে দুপুরের পর থেকে অনিয়ম হয়েছে। প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের হয়ে কাজ করে তাঁকে হারিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি