ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
কয়েক জেলায় আসছে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশায় ছেয়ে যেতে পারে দেশ : শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি : মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা কমবে

শীতের তীব্রতা বাড়বে

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২১ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম

বিভিন্ন স্থানে কুয়াশা কেটে রোদের দেখা মিললেও আজ থেকে আবারও ঘন কুয়াশায় ছেয়ে যেতে পারে দেশ। কুয়াশার সঙ্গে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সাথে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মাঘের শীতের মধ্যেই গত দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। এর ফলে তাপমাত্রা কমে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। সেই সঙ্গে সারা দেশে শীতের অনুভূতিও আরও বাড়বে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমনটিই বলা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের বুলেটিনের (বার্তা) তথ্য অনুযায়ী, সারা দেশে গতকাল রাতের তাপমাত্রা সামান্য কমেছে। এ ছাড়া গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে।
দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে নোয়াখালীর হাতিয়া ও বাগেরহাটের মোংলায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে পটুয়াখালী, চট্টগ্রামের সন্দ্বীপ ও সাতক্ষীরার অঞ্চলে। তবে কোনো এলাকাতেই ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৪ মিলিমিটারের বেশি ছিল না। এ ছাড়া ভোলা, যশোর, খুলনা, কুমিল্লা, রাঙামাটি, চট্টগ্রাম, মাদারীপুর ও গোপালগঞ্জের কিছু এলাকায় ১ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে ফরিদপুর ও বরিশালে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা কমবে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশেই শীতের অনুভূতি বাড়বে। বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন দিন ১০৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল আরও বেশ কিছু অঞ্চলে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ১ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১০ দশমিক ৫ ডিগ্রি, কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক ৫ ডিগ্রি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি ও দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আর ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে বেশির ভাগ এলাকা গতকাল সকালে কুয়াশাচ্ছন্ন ছিল। পঞ্চগড় সদর উপজেলার রজলী খালপাড়া কৃষক আজিজার রহমান জানান, এত কুয়াশা, ১০ হাত দূরেও দেখা যায় না। আর মাটিও যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। খালি পায়ে হাঁটলে পা যেন অবশ হয়ে যায়। তারা বলেন, রাতে টিনের ঘরের চালে কুয়াশা যেন টিপ টিপ বৃষ্টির মতো ঝরে। টানা কয়েক দিনের কনকনে শীতে পঞ্চগড়ে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পুরোনো শীতবন্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় জমাচ্ছেন। তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। তীব্র শীতে বেশি সমস্যায় পড়েছে শিশু ও বয়স্করা। অনেকে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

শীতের তীব্রতা থেকে বাড়বে কি না, এমন প্রশ্নে আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল বলেন, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল সংবাদদাতা জানান, কনকনে বাতাস আর শীতের গর্জনে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ ইনকিলাবকে জানান, গত শুক্রবার ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র ছিল শ্রীমঙ্গলে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। গত কয়েকদিনে জেলা জুড়ে হিমেল হাওয়া আর প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে প্রচন্ড শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে চা শিল্পাঞ্চলে তুলনামূলক বেশি শীত থাকায় পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীর মানুষজনের দুর্ভোগ বেড়েছে। এবং ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী মানুষেরা। শনিবার একই সময়ে সর্বোচ্চ ১৬ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি কামরুল হাসান জুয়েল জানান, পৌষ মাসের শেষে আর মাঘের শুরু থেকেই শ্রীমঙ্গলে প্রচন্ড শীত পড়েছে এতে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে। বিশেষ করে পণ্য ডেলিভারি দিতে পারতেছি না, ঘন কুয়াশা আর কনকনে শীতে ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে।
সূর্যের খেলা কুয়াশার সাথে আর হিমেল হাওয়ায় কনকনে শীত। সঙ্গে রয়েছে হিমেল বাতাসও কনকনে শীতর দাপট। বলতে গেলে কয়েকদিন ধরে জনজীবনে নেমে এসেছে ছন্দপতন। শ্রমজীবী মানুষের চরম দুর্ভোগ বেড়েছে। রোদের দেখা মিলেছে। বাংলাদেশে চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রিতে, এতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান