ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
সেমিনারে শীর্ষ নেতৃবৃন্দ

নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২১ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলাম ও মুসলমানদের কৃষ্টি-কালচার ধ্বংসের লক্ষ্যে ব্রাক্ষ্মবাদী শিক্ষানীতি জাতির কাধে চাপিয়ে দেয়া হচ্ছে। কোমলমতী সন্তানদের নৈতিকতা ও ঈমান আক্বিদা ধ্বংস করার জন্য এই শিক্ষানীতির মাধ্যমে নীল নকশা চালানো হচ্ছে।

বর্তমান শিক্ষা সিলেবাস বাস্তবায়িত হলে মুসলমানদের সন্তানরা ঈমান আক্বিদা ভুলে যাবে। এই শিক্ষানীতিতে ডাক্তার তৈরি হবে তবে রোগী মারা যাবে। এই শিক্ষানীতিতে যে ইঞ্জিনিয়ার তৈরি হবে তাতে বিল্ডিং ধসে পড়বে। গোটা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়ার অসৎ উদ্দেশ্যেই নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ শিক্ষা কার্যক্রম চালুর জন্য ত্রিশ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেনি। কথিক নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলামকে দেশবাসি আস্তাকুড়ে নিক্ষেপ করবে। এই শিক্ষা সিলেবাস জাতি প্রত্যাখ্যান করেছে। গতকাল বিকালে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বর্তমান শিক্ষানীতি, নতুন শিক্ষাক্রম ও জাতির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। এতে প্রবন্ধ পেশ করেন অধ্যাপক কাজী মিনহাজুল আলম। দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী ঐক্য আন্দোলনের নিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা এরশাদ উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, ছাত্র নেতা বিলাল আহমদ চৌধুরী, হাফেজ মাওলানা নুরুল হক।

সেমিনারে দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, এই শিক্ষানীতি দিয়ে নাস্তিক্যবাদী জাতি গঠিত হবে। নাস্তিক-মুরতাদরা এই শিক্ষা কারিকুলাম তৈরি করেছে। আদর্শ নাগরিক তৈরির শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। এই শিক্ষানীতিকে আমরা প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, এই শিক্ষানীতি দিয়ে মানুষের নৈতিকতা ধ্বংস হবে। আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে এই শিক্ষানীতি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ভারতের মদদে এই সরকার ক্ষমতায় আছে। বর্তমান মন্ত্রিসভায় ভারতীয় আস্থাভাজন মন্ত্রী আছেন। বর্তমান শিক্ষামন্ত্রী ভারতে একজন আস্থাভাজন মন্ত্রী। তিনি বলেন, এই শিক্ষানীতিতে একজন ডাক্তার হবে তবে রোগী মারা যাবে; ইঞ্জিনিয়ার হবে কিন্তু বিল্ডিং ধসে পড়বে। এই বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে দলমত সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ইসলাম বিদ্বেষী সরকারকে আগে পরিবর্তন করতে হবে। ইসলাম বিদ্বেষী শিক্ষা কারিকুলাম সম্পর্কে জনগণ ও ছাত্রসমাজকে জাগ্রত করতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, আমাদের শিক্ষার্থীদের সুরক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। নাস্তিক্যবাদী শিক্ষা গ্রহণ করে পৃথিবীর যেখানেই যাবে তারা সেখানেই দুর্ঘটনায় পতিত হবে। এই শিক্ষা কারিকুলাম দিয়ে সন্তানরা যৌনতা হিন্দুত্ববাদ গ্রহণ করে ধ্বংসের দিকে যাবে।
তিনি বলেন, হিন্দুত্ববাদ আর নাস্তিক্যবাদ শিক্ষার জন্য ত্রিশ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেনি। মুসলমানদের কৃষ্টি কালচার ঈমানী চেতনা ধ্বংসের কোনো শিক্ষা কারিকুলাম দেশবাসি মেনে নিবে না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে আস্তাকুড়ে নিক্ষিপ্ত না হয় সে জন্য দায়িত্ব নিয়েই শিক্ষা কারিকুলাম বাতিলের আন্দোলনে মাঠে নামতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান হারা করার জন্যই ছোট ছোট বাচ্চাদের টার্গেট করে নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। বাচ্চাদের দেমাগ বিনষ্ট করার জন্য যা যা করার তাই করা হচ্ছে। পাঠ্যসূচি থেকে সালাম দেয়া উঠিয়ে দিচ্ছে। তিনি বলেন, ইসলাম বিদ্বেষী বিতর্কিত ধারা শিক্ষা কারিকুলাম থেকে বাতিল করতে হবে। তিনি বলেন, ভারত এদেশের সংস্কৃতি, শিক্ষানীতি ও রাজনীতি দখল করতে চায়। রাজনীতি তারা দখলই করে নিয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে ভারতের আধিপত্যবাদকে রুখা যাবে না। অধ্যাপক এরশাদ উল্লাহ বলেন, সুশিক্ষা থেকে জাতিকে সরিয়ে দিতে পারলে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠিত হবে। গণঅভূত্থানের মাধ্যমে আদর্শ নাগরিক তৈরির শিক্ষা কারিকুলাম চালু করতে হবে। মুফতি আব্দুল হক আমিনী বলেন, গোটা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়ার জন্যই ইসলাম বিদ্বেষী শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। আধুনিকতার নামে জাহেলিয়াতের শিক্ষা কারিকুলাম দেশবাসীকে খাওয়ানো যাবে না।

অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা বলেন, শিক্ষা সিলেবাসে মানবিক চিন্তা ভাবনা নেই। এই শিক্ষানীতিতে কুশিক্ষা জুড়ে দেয়া হচ্ছে। দেশটা মানি গড এর দেশ হয়ে গেছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। চলতি শিক্ষা কারিকুলামে সেই কাজটিই শুরু হয়ে গেছে। তিনি বলেন, এই শিক্ষানীতি বাস্তবায়িত হলে দেশটাই ওলট-পালট হয়ে যাবে ছাত্র-ছাত্রীরাও ধ্বংস হয়ে যাবে। এই শিক্ষানীতি বাতিল করে আদর্শভিত্তিক শিক্ষানীতি প্রণয়নে সর্বত্র আওয়াজ উঠাতে হবে। হাফেজ মাওলানা নুরুল হক বলেন, উলঙ্গপনা বেহায়াপনায় সয়লাভ করার জন্যই নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। ছাত্র নেতা বিলাল আহমেদ চৌধুরী বলেন, দিল্লীর দাদাবাবুদের প্রেসক্রিপশনে শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে। গত বছর শিক্ষায় বানর নিয়ে আসা হয়েছিল এবার ট্রান্সজেন্ডা নিয়ে আসা হয়েছে। এসব গর্হিত শিক্ষা ব্যবস্থা প্রতিহত করতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান