ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
আন্তর্জাতিক বাণিজ্যমেলা

খাবারের দোকানে গলাকাটা দাম তৎপরতা নেই ভোক্তা অধিকারের

Daily Inqilab মো. খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

২৯ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম

সপ্তাহ শেষে জমে ওঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। গত শুক্র ও শনিবার সপ্তাহের প্রথম সরকারি ছুটির দিনে ছিল কানায় কানায় পূর্ণ। তবে এখনো হাকডাক করেও বিক্রি বাড়াতে পারছে না ব্যবসায়ীরা। আর মেলার অভ্যন্তরে খাবার হোটেলের খাবারে রাখা হচ্ছে অতিমূল্য। আর নিন্মমানের খাবার খেয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করেও সুরাহা পাচ্ছে না ভোক্তারা। অধিকারের অভিযান তৎপরতা কম থাকায় এমন ঘটছে দাবি মেলা সংশ্লিষ্টদের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলায় এবার অসংখ্য খাবার হোটেল বসেছে। মূল ভবনের রেস্তোরাটি এবার ৫৬ লাখ টাকায় বরাদ্দ পেয়েছেন ফোর স্টার কাবাব নামীয় প্রতিষ্ঠান। তারা ইপিবি তথা সরকার নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করছে। মেলায় আগত বিপুল পরিমাণ দর্শনার্থীরা তাদের ক্ষুধা নিবারণে কেনা কাটা ও ঘুরে দেখার পর খেতে বাধ্য হচ্ছেন অভ্যন্তরীণ হোটেলগুলোতে। তবে দাম নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। যাত্রাবাড়ি থেকে ঘুরতে আসা দর্শনার্থী আল আমিন বলেন, মেলায় স্বচক্ষে দেখলাম খোলা হাটবাজারের সব খোলা খাবার বিক্রি হচ্ছে। যেসব খাবারের কোনরকম মান নেই। আবার পরিমানে কম দিচ্ছে। আল আমিনের মতো মানসম্মত খাবার খুঁজছেন যমুনা ব্যাংকের কর্মকর্তা মাইনউদ্দিন মিয়া। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে কোন হোটেলের খাবারই পছন্দ করলেন না। মিডিয়ার লোক পরিচয় পেয়ে এই প্রতিবেদককে তিনি বললেন, বাইরের খাবার হোটেলের চেয়ে ৪ গুন বেশি দামে এখানে সব খাবার বিক্রি হচ্ছে। আবার ৫০ টাকার সমপরিমাণ ফুসকার দাম রাখা হচ্ছে ১২০ থেকে ১৮০ টাকা। মনে হলো টাকার খেলা এখানে। তবুও বাধ্য হয়ে খেলাম সরাই নামের একটি হোটেলে। সেখানে দই ফুসকা দেয়ার পর ময়লা পেয়ে আর দাম বেশি রাখায় মেলায় থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করি। কিন্তু তারা আমাকে তাৎক্ষণিক কোন সুরাহা না দিয়ে বিষয়টি দেখবে বলে চলে আসতে বলে।

একই ধরনের অভিযোগ করেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কর্মকর্তা আব্দুল হাশেম মিয়াজি। তিনি বলেন, হাজী বিরিয়ানির নামে সাধারণ চিকেন বিরিয়ানি দিয়ে ৩৮০ টাকা রাখে। পরে দেখলাম ওই প্রকার বিরিয়ানির দাম ২৮০ টাকা। সংশ্লিষ্ট হোটেলের কাছে প্রথমে রিসিট না নিয়ে ভোক্তা অধিকারে জানাই। তখন তারা রশিদ আনতে বলে কিন্তু খাবার হোটেল থেকে রশিদ দেয়নি। তাই কোন আইনি ব্যবস্থা না পেয়ে গলাকাটা হলাম। নগরপাড়ার বাসিন্দা শাকিল আহমেদ বলেন, সরাই নামীয় একটি দোকানে নান রুটি ৭০ টাকা, চাপ ও গ্রিল কোয়ার্টার ২৫০ টাকা রাখলো। তাদের হোটেল বসানো হয়েছে খোলা জমিতে। যেখানে কোন প্রকার স্বাস্থ্যসম্মত পরিবেশ নেই। এসবের মাঝেই গলাকাটা দাম রাখা হচ্ছে। তারা ভোক্তাদের রশিদ দেয় না। রশিদ চাইলে খারাপ ব্যবহার করে।

এভাবে মেলাজুড়ে বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাম বেশি রাখা আর নিন্মমান নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। খোলা খাবার, নোংরা ও অস্বাস্থয়কর পরিবেশে খাবার পরিবেশন করতে দেখা গেছে সরাই নামীয় খাবার হোটেলের লোকজনকে। এখানে ছোট আকারের ১০ পিস ফুসকার দাম রাখা হয় ১২০ থেকে ১৮০ টাকা। নানরুটি ৭০ টাকা আর ছোট আকারের মুরগীর চাপ ৩শ’ টাকা। আর চিকেন বিরিয়ানি ৩৬০ টাকা। ফুসকার মান ভালো না না থাকায় মুল্য নিয়ে ঝগড়া করতে দেখা গেছে দর্শনার্থীদের। অভিযোগ রয়েছে মেলার অভ্যন্তরে রয়েছে হাজী বিরিয়ানি নামে নানা প্রতিষ্ঠান।

খোঁজ নিয়ে জানা যায়, এসব বিরিয়ানীর খাবার স্টলগুলোর সাইনবোর্ডে স্ব স্ব নাম ব্যবহার হলেও ভেতরের পরিচালনাকারীদের কেহই ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়। শুধুমাত্র হাত বদল করে এসব স্টল চালাচ্ছে সিন্ডিকেটের লোকজন। তবে মেলার ব্যবসায়ীদের দাবী খরচ বেশি তাই দাম রাখছি বেশি।
পুনাক ফুড নামীয় স্টলের ব্যবসায়ী আমানউল্লাহ বলেন, মেলায় স্টল পেতে লাখ লাখ টাকা খরচ করেছি, কর্মচারীদের বেতন দিতে হয়, আবার বাজারে গেলে সব কিছুর দাম বেশি। তাই মেলায় খাবারের দাম বেশি রাখা অযৌক্তিক কিছু না।

অপর ব্যবসায়ী শাহেদ বলেন, মেলায় খাবার নিয়ে এতো অভিযোগে থাকার পরও ভোক্তা অধিকার যেন নিষ্ক্রিয়। তাদের তৎপরতা নেই বললেই চলে। তাদের সঠিক দায়িত্ব পালন করলে এ পরিস্থিতি হতো না। ভালো প্রতিষ্ঠানগুলোও বিতর্কিত হচ্ছে। এখানে সব খাবার হোটেলই খারাপ না।

এসব বিষয়ে জানতে চাইলে মেলায় দায়িত্বরত কর্মকর্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর বিকাশ চন্দ্র দাশ বলেন, এবার নতুন সরকার গঠন করার পর থেকে মিডিয়ায় বক্তব্য দেয়ার প্রয়োজন হলে ডিজি মহোদয়ের অনুমতি লাগবে। তবে আমরা মেলায় অভিযোগ পেলে দু একদিনের মধ্যে সংশ্লিষ্ট বিবাদির প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করে থাকি। একই সময় সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, আমাদের ক্যামেরার সামনে কথা বলার অনুমতি নেই। তবে সবগুলো অভিযোগ আমলে নেই। হয়তো সময় লাগে। এ সময় তিনি তাদের তৎপরতা আছে দাবি করে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল