ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

ছয় জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও আরো সাতজন আহত হয়েছে। এরমধ্যে টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন, ময়মনসিংহের ভালুকায় দুই সহোদর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মাদরাসা শিক্ষক, নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, ফরিদপুরের সালথায় এক বৃদ্ধা ও বরগুনার বামনায় একজন নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এসব ঘটনার বিস্তারিত প্রতিবেদনÑ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তিন সিএনজি যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল এ কথা জানান। নিহতরা হলেন- ভ্যানচালন সাত্তার উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মন্ডলের ছেলে ও মমিন কুর্শাবেনু এলাকার আব্দুল হক খানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নাজমুল জানান, গোহালিয়াবাড়ী থেকে ভ্যান চালক কাঁচা মাল নিয়ে হাতিয়ে হাটে যাচ্ছিলেন। এসময় হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসআই নাজমুল জানান, লাশ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় আনা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক ও সিএনজিকে চাপ দেয়। এতে ঘটনা স্থলেই সিএনজি চালক টিটু খাঁ নামের এক ব্যক্তি নিহত হয়। এঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান।

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ব্যাটারীচালিত অটোরিকশা ও মুরগী বোঝাই মিনি ট্রাক সংঘর্ষে দুই নারী সহোদর নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন মিল শ্রমিক ব্যাটারীচালিত অটোরিকশা দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে জাহিদ ট্রেডার্সের সামনে ঘাটাইলগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সহোদর আসমা খাতুন ও শিরিনা খাতুন নামে দুই বোন মারা যান। এ সময় অপর বোন অজুফা খাতুন, অটোচালক জুলহাস ও অপর যাত্রী মুর্শেদা খাতুনসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ওই সড়কে বেশ কিছু সময় যানচলাচল বন্ধ ছিলো। ভালুকার মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, নিহতদের লাশ দু’টি উদ্ধার ও আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবাহী ট্রাক্টরের চাপায় এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সরাইল লাখাই আঞ্চলিক সড়কের সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদরাসার সামনেই এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাহিম মিয়া ওই মাদরাসারই শিক্ষক ও উপজেলার বাড্ডা পাড়ার আহাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, বেলা একটার দিকে বালুবাহী ট্রাক্টরটি সরাইল থেকে নাসিরনগরের দিকে যাওয়ার পথে বাড্ডা পাড়া নামক স্থানে রাহিম মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে গিয়ে গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিক্যালে যাওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু আরাফাত হোসেন উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার মো. লাবু প্রাং এর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে পুরানপাড়া মহল্লায় রসুনের জমিতে চালক ভ্যান রেখে একটু দূরে যায়। পরবর্তীতে নিহত শিশুর চাচাতো ভাই ফাহাদ হোসেন আরাফাতকে ভ্যানে বসিয়ে রেখে অট্যোভ্যান চালিয়ে কিছুদূর নিয়ে যেতেই ভ্যানটি বালুর রাস্তায় উল্টে যায়। এতে শিশু আরাফাতও ভ্যানের নিচে পরে যায়। ঘটনাস্থল থেকে শিশু আরাফাতকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

সালথা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সালথায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে সালথা সদর বাজারের স্কুল রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মলা রানী পতনদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে করে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান ওই বৃদ্ধা। পরে পাট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, ইজিবাইক ও গরু ভর্তি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরো ৪ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সকালে বরগুনা যাওয়ার পথে বাইন চটকি আলিসার মোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করে। ইজিবাইক অটোগাড়ীর ড্রাইভার বসিরসহ গুরুত্বর আহত ৪ জনকে উন্নত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত আকলিমা বেগম বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা গ্রামের মো. আলী আকাব্বরের সহধর্মিনী।

বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান, ঘটনাটি পাথরঘাটা থানা এলাকায় তাই পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করা হচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর